নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি করি স্কুল বয়স হতে। এখন যেহেতু মানুষ ভুলেই গেছে খাতায় লেখা, তাই যুগের সাথে তাল মিলিয়ে আমিও গা ভাসিয়েছি স্রোতের অনুকুলে। ব্লগে লিখালিখি তেমন কখনো করিনি। ফেইসবুকেই সকল কিছু লিখে থাকি। চিন্তা করলাম এখন থেকে ব্লগেও কিছু লিখি। যেই ভাবা সেই কাজ।

আরেফিন কাজী

তেমন বিশেষ কোন পরিচয় নেই। আমি মানুষ এইটাই আমার বড় পরিচয় বলে মনে করি।

আরেফিন কাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশপ্রেম।।

২০ শে জুন, ২০১৫ বিকাল ৫:০৪

#১ উনারা হুইপ মানুষ। যেহেতু তাদের এক্সট্রা গাড়ি দিচ্ছে সেহেতু বছরে ৫০ লক্ষ টাকার তেল কোন ব্যাপারই না। নেও বাবা, দরকারের আমজনতার পশ্চাতদেশের তেল নিয়েও আপনারা গাড়ি চালিয়ে দেশের উন্নতি করেন।

#২ লন্ডনেও দেশীয় রাজনৈতিক এক দলের নেতা কর্মীদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী।
আসলেই বাঙ্গালী যে ১৯ জাতির সংমিশ্রন তা এভাবেই প্রকাশ পায়। কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে।

#৩ বাজারে বেগুনের সেঞ্চুরি!!! এতদিন অনলাইন পোর্টাল গুলায় এমন নিউজ দেখতাম। এখন মেইনস্ট্রিম খবরের কাগজেও এইসব খবর পাওয়া যায়।

#৪ "আপা এইটাতো আমাদের স্লোগানের ভাষা"- প্রথম আলো, ১৯ জুন ২০১৫, পৃষ্ঠা ৩ কলাম ২,৩,৪ দ্রষ্টব্য।

#৫ দোস্ত সরকারি চাকরি কেন করবি??
"আরেহ বেটা সরকারি চাকরীতে সেই আরাম। প্রেশার কম। কোন প্যাড়া নাই। এখন থেকেতো আবার টাকাও বাড়ায়া দিচ্ছে। পাওয়ার আছে। হ এ কার ডাম দেখানো যাবে। পাওয়ার ম্যান পাওয়ার।।"

আহলান সাহলান মাহে রামাদান।। সকলকে পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা।।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৫ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:

ভালো লাগেনি

২| ২০ শে জুন, ২০১৫ বিকাল ৫:১১

আরেফিন কাজী বলেছেন: তথাপিও ধন্যবাদ।।

৩| ২০ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪৮

অন্তর মাশঊদ বলেছেন: আপনাকেও রমাদানের শুভেচ্ছা। ব্লগএর জগতে স্বাগতম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.