![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তেমন বিশেষ কোন পরিচয় নেই। আমি মানুষ এইটাই আমার বড় পরিচয় বলে মনে করি।
#১ উনারা হুইপ মানুষ। যেহেতু তাদের এক্সট্রা গাড়ি দিচ্ছে সেহেতু বছরে ৫০ লক্ষ টাকার তেল কোন ব্যাপারই না। নেও বাবা, দরকারের আমজনতার পশ্চাতদেশের তেল নিয়েও আপনারা গাড়ি চালিয়ে দেশের উন্নতি করেন।
#২ লন্ডনেও দেশীয় রাজনৈতিক এক দলের নেতা কর্মীদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী।
আসলেই বাঙ্গালী যে ১৯ জাতির সংমিশ্রন তা এভাবেই প্রকাশ পায়। কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে।
#৩ বাজারে বেগুনের সেঞ্চুরি!!! এতদিন অনলাইন পোর্টাল গুলায় এমন নিউজ দেখতাম। এখন মেইনস্ট্রিম খবরের কাগজেও এইসব খবর পাওয়া যায়।
#৪ "আপা এইটাতো আমাদের স্লোগানের ভাষা"- প্রথম আলো, ১৯ জুন ২০১৫, পৃষ্ঠা ৩ কলাম ২,৩,৪ দ্রষ্টব্য।
#৫ দোস্ত সরকারি চাকরি কেন করবি??
"আরেহ বেটা সরকারি চাকরীতে সেই আরাম। প্রেশার কম। কোন প্যাড়া নাই। এখন থেকেতো আবার টাকাও বাড়ায়া দিচ্ছে। পাওয়ার আছে। হ এ কার ডাম দেখানো যাবে। পাওয়ার ম্যান পাওয়ার।।"
আহলান সাহলান মাহে রামাদান।। সকলকে পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা।।
২| ২০ শে জুন, ২০১৫ বিকাল ৫:১১
আরেফিন কাজী বলেছেন: তথাপিও ধন্যবাদ।।
৩| ২০ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪৮
অন্তর মাশঊদ বলেছেন: আপনাকেও রমাদানের শুভেচ্ছা। ব্লগএর জগতে স্বাগতম
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৫ বিকাল ৫:১০
চাঁদগাজী বলেছেন:
ভালো লাগেনি