নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি করি স্কুল বয়স হতে। এখন যেহেতু মানুষ ভুলেই গেছে খাতায় লেখা, তাই যুগের সাথে তাল মিলিয়ে আমিও গা ভাসিয়েছি স্রোতের অনুকুলে। ব্লগে লিখালিখি তেমন কখনো করিনি। ফেইসবুকেই সকল কিছু লিখে থাকি। চিন্তা করলাম এখন থেকে ব্লগেও কিছু লিখি। যেই ভাবা সেই কাজ।

আরেফিন কাজী

তেমন বিশেষ কোন পরিচয় নেই। আমি মানুষ এইটাই আমার বড় পরিচয় বলে মনে করি।

আরেফিন কাজী › বিস্তারিত পোস্টঃ

রোজনামচা-২

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

শহরের তাপমাত্রার পারদ আজকেও উর্ধমুখী। ঊত্তরের আকাশে রাতে কিছুটা মেঘ জমলেও, বৃষ্টির কোন নাম গন্ধ ছিল না। তবে শেষ রাতের দিকে বোধয় কিছুটা শীতল হয়েছিল এই শহর। গতকালের একটা কাকতালীয় ব্যাপার ঘুম হতে উঠার পরও মাথায় গেথে আছে। অবশ্য ঘটনাটির কোন চিহ্ন এখন নেই। ক্ষণিকের ঘটে যাওয়া কোন কাকতালের রেশ সকালে ঘুম হতে উঠার পরও রয়ে যাবে, এতটাও কল্পনা ছিল না। চোখ খুলেই একটা হাসি দিলো। কিছুটা স্বস্তি কিছুটা অস্বস্তি, এই দু’য়ের যোগসুত্র রয়েছে ঘটে যাওয়া ঘটনায়। চিন্তা বাদ দিয়ে উঠে পড়লো বিছানা ছেড়ে। আড়মোড়া ভাঙ্গে না মেলাদিন। রাত জাগার কুফল, চোখের নিচের কালো দাগেই পরিস্কার। আজ নিয়ম মাফিক কিছু করতে ইচ্ছে করছে না। অফিসের মানব সম্পদ কর্মকর্তাকে একটা খুদে বার্তা পাঠালো, "মন ভালো নেই, আজ অফিসে আসবো না।" খুদে বার্তা পাঠানোর পর সেই নম্বর থেকে ফোন আসলো। ‘মন খারাপ বলে অফিসে আসবেন না? কি বলছেন এইসব?’ "মন যদি অফিসে বসাতেই না পারি, তাহলে এসে লাভ কি। কাজের কাজ তো কিছুই হবে না। তার চে বরং আমার বাৎসরিক ছুটি হতে কেটে নিন একটা।" অগত্যা উর্ধতন কর্মকর্তা উপান্তর না দেখে বললো, ‘আসলে কিছুটা ভালো হত।’ ঊত্তর দিল ছোট্ট এক শব্দে। না। ফোনটা কেটে গেলো। বাহিরে প্রখর রোদ। ফ্রেশ হয়ে এসে বসলো সেই নির্ধারিত জায়গায়, টেরেসের কোণটাতে। আজ কিছুই করতে ইচ্ছে করছে না। বসে বসে পার করে দিল প্রায় ঘন্টা খানেক সময়। সেই সকাল থেকেই দুটো লাইন মাথায় ভেতর ঘুরপাক খাচ্ছে।

‘এই মৃত্যুমুখী শহর যেন, শূন্য মাপার কারখানা
গিলছে তোমায়, গিলছে আমায় অন্ধকারের আস্তানা।’

এই শহরে ভালবাসারা খুন হয়ে গিয়েছে। সেই অনেক আগেই। রয়ে গেছে কেবল অভিনয়। সুন্দর অভিনয়। দেখতে ঠিক মাকাল ফলের মত। বহিরাবরণ সুন্দর, কিন্তু অন্তঃপুরটা ফাঁকা। এভাবেই চলে যাচ্ছে সকলের দিন। কিন্তু কেন যেন ঠিক মানতে পারছে না। প্রায়ই চিন্তা হয়, কি হতো, যদি পরিচয় না হতো? খুব বেশিতো ক্ষতি হতো না। বর্তমানে যে ক্ষতি হলো, তাতো ভবিষ্যতেও বয়ে বেড়াতে হবে।

(২৮ মে ২০১৮)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: সঙ্গে কে রে!
- জ্বি আমার গার্লফ্রেন্ড
মানে কি? সেদিন না অন্য একটি মেয়ের হাত ধরে পার্কে বসেছিলি। ওটা কে ছিল?
- জ্বি. ওটাতো আমার দু:সম্পর্কের গার্লফ্রেন্ড।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

আরেফিন কাজী বলেছেন: B-) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.