![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তেমন বিশেষ কোন পরিচয় নেই। আমি মানুষ এইটাই আমার বড় পরিচয় বলে মনে করি।
বিগত চারদিনের দাবদাহের পর, শহর যখন ঘুমিয়ে, আকাশ ভেঙ্গে নামলো বৃষ্টি। তাপমাত্রার পারদটা হুট করেই কমে গেল। বৃষ্টিও তার ইচ্ছে মতে ঝরেছে। পাক্কা তিন ঘন্টা। রাতের শোয়ার সময় রুমের দরজা জানালা খোলা রেখেই ঘুমিয়ে পড়েছিল। সকালে বৃষ্টির পানির ঝাপটায় ঘুম ভাংলো। শোয়া হতে উঠে বিছানার পাশের জানালা বন্ধ করলো। আবার কি ঘুমোতে যাবে। খানিকটা ইতস্ততায় ভুগলো। ভাবতে ভাবতে টেরেসের সাথে লাগোয়া বারান্দায় চলে গেল। অন্যসময় হলে এক মগ কফি হাতে এই বৃষ্টির পতন দেখতো। কিন্তু আজ সেটা সম্ভব নয়। চেয়ারে হেলান দিয়েই ঘুমিয়ে পড়লো। বাতাসের ঝাপটায় বৃষ্টির ফোটা এসে পড়ছে শরীরে। ভালোই লাগছে।
-আচ্ছা, তুমি লিওনার্ড কোহেন শুনো?
-অ্যা থাউজেন্ড কিসেস ডিপ।
-বাহ। You live your life as if it’s real, A Thousand Kisses Deep.
(৩১ মে ২০১৮)
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪১
আরেফিন কাজী বলেছেন: হাহাহা। ভালো বলেছেন। ধন্যবাদ।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭
রাজীব নুর বলেছেন: কি মন্তব্য করবো বুঝতে পারছি না।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চেয়ারে হেলান দিয়েই ঘুমিয়ে পড়লো।
আকাশে হেলান দিয়েই পাহাড় ঘুমায় ঐ ..........
বুঝতেই পারছেন যার যা কাজ , সে তা করবে ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
শুভ ব্লগিং