নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি করি স্কুল বয়স হতে। এখন যেহেতু মানুষ ভুলেই গেছে খাতায় লেখা, তাই যুগের সাথে তাল মিলিয়ে আমিও গা ভাসিয়েছি স্রোতের অনুকুলে। ব্লগে লিখালিখি তেমন কখনো করিনি। ফেইসবুকেই সকল কিছু লিখে থাকি। চিন্তা করলাম এখন থেকে ব্লগেও কিছু লিখি। যেই ভাবা সেই কাজ।

আরেফিন কাজী

তেমন বিশেষ কোন পরিচয় নেই। আমি মানুষ এইটাই আমার বড় পরিচয় বলে মনে করি।

আরেফিন কাজী › বিস্তারিত পোস্টঃ

ফালগুনে বর্ষার রঙ্গন ফুল!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫১

ফাগুনের হাওয়া লাগলো প্রাণে, এই ১৪২৫ বঙ্গাব্দের (২০১৯ খৃস্টীয়) ফালগুন মাসের ১৩ তারিখ হতে ১৬ তারিখ তা বোধয় ভুলে গিয়েছে প্রকৃতি। সমুদ্রের তিন নম্বর বিপদ সংকেতের কারনে, ফালগুনের ১৫ তারিখ দুপুরের দিকে খানিকটা বিরতি দিয়ে অঝোরে ঝরেছে বৃষ্টি। যেন অনেক দিনের জমানো কোন কান্না। আর বাধ দিয়ে রাখা সম্ভব ছিলো না মেঘপুত্রের। কেননা ব্রজ্রের সঙ্গে যে বিয়ে হয়ে গিয়েছিল তাহার।

এমন বৃষ্টির দিনে ভিজে ভিজে হাটতে গিয়ে এক নাগরিক এই শহরের এক বাসার সামনে একটা রঙ্গন গাছ দেখে থেমে যায় ছেলেটা। ফুলটা ছোট বেলা থেকেই তার ভালোই লাগতো। যদিও তখন এই থোকায় ধরে থাকা ফুলকে মধু ফুল বলেই চিনতো বেশি। সেটারও অবশ্য কারণ আছে। সে না হয় অন্য কোন দিন বলা যাবে। রঙ্গন ফুলটা দেখে ওর হঠাত মনে পড়ে যায় না দেখে কেবল লিখা পড়ে আর অবাস্তবিক সামাজিকতার জগতের, যা কিনা ফেইসবুক নামে পরিচিত, ছবি দেখেই একটা মানবীর প্রেমে পড়ে যায় সে। হ্যা তার যদিও বাবা মার দেওয়া নাম ছিল অন্য একটি। কিন্তু আরেকটি নাম সে বলেছিলো ছেলেটিকে। রঙ্গন। তার সাথে কখনোই দেখা হয় নি ছেলেটার। তবুও কেবল লিখা পড়ে আর কয়েকটা ছবি দেখে কেমন যেন একটা ঘোর লাগা অনুভূতিতে আটকা পড়ে যায়। কথা হয়েছিল মেলাদিন। মেলাদিন বলাটা ভুল হবে। মাস খানেক। যখনই ছেলেটা জানালো তার ভালো লাগার কথা, সম্পর্কের ভিন্নতা গেল পালটে। এইখানে অবশ্য সে মানবীর কোন দোষ পায় না ছেলেটা। কেনই বা তাকে ভালো লাগবে, বা ভালো লাগার কথা। দেখতে সুন্দর না, বিদ্ঘুটে চেহারা, সব মিলিয়ে সমাজে এমন কাওকে নিয়ে চলতে গেলে অনেক সাহস থাকতে হয় মনে। কেননা প্রতিনিয়ত আমরা যে সমাজের পিন্ডি চটকাই, দিন শেষে সে সমাজ আমাদের এটা সেটা মেনে নিলো কিনা তাও আমরা বিবেচ্চ্য হিসেবে ধরি। আমাদের এই উপমহাদেশের মানুষের অবশ্য এ এক আদিম প্রবৃত্তি।

বিচ্ছেদ্দে স্মরণ কমে। হয়েছিলও তাই। এতদিন নানা ঝুট ঝামেলায় সেই মানবীর কথা প্রায় ভুলতে বসেছিলো। আজ হঠাত বৃষ্টিময় সন্ধ্যায় রঙ্গন ফুলটা দেখে মনের কোণের কোন একটা জায়গা থেকে, লুকিয়ে থাকা সেই ভাললাগাটা আবার হুট করে জেগে উঠেছে। অবান্তর কিন্তু একেবারে নিছক নয়। নিছক নয় এই জন্য, এই জেগে উঠা ব্যপারটা খানিকটা পীড়ার পাশাপাশি হাসিরও উদ্রেক করছে ওর মনে।

(চলবে)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: রঙ্গন ফুলে মধু থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.