![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাংবাদিক ও লেখালেখি করি
জাতীয় প্রেসক্লাবের সদস্য আব্দুল কাদের মোল্লা এবং কামারুজ্জামান।আমি প্রেসক্লাবের সদস্য না; তারপরও একজন ছোটো সাংবাদিক হিসেবে সাংবাদিকদের জাতীয় প্রতিষ্ঠানে তাদের মতো লোকের সদস্য হওয়াতে আমি লজ্জিত। আমি জানি না প্রেসক্লাবের সদস্যরা লজ্জিত কি না।
এদের সদস্যপদ স্থগিতও নেই। গতবার ভোটার লিস্টে নাম ওঠে নি হয়তো চাঁদা দেয়নি বলে। তবে এটাও ঠিক যে, যেহেতু তারা সদস্য (কিভাবে হয়েছে সে বিতর্কতো আছেই) তাদেরকে বাদ দেওয়া হবে কোন দোষে! মামলায় রায় হোক, দোষী প্রমাণিত হোক... তখন বোঝা যাবে জাতীয় প্রেসক্লাব তার গঠনতন্ত্র কতটা মেনে চলছে। একাত্তরে গণহত্যা-ধর্ষণ-অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগে কাদের মোল্লা-কামারুজ্জামানরা কিভাবে বাংলাদেশে সাংবাদিক পরিচয় পেতে পারেন সেই প্রশ্ন কোটি মানুষের হলেও প্রেসক্লাবের সদস্য হওয়ার জন্য প্রেসক্লাবের কাছে তাদের একাত্তরের ভূমিকাই ছিলো বড় নিয়ামক।যারা তাদেরকে জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ দিয়েছিলেন তাদের বিন্দুমাত্র লজ্জা থাকলে তারা সেই সদস্যপদ দিতেন না। অন্ততপক্ষে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হওয়ার পর সদস্যপদ স্থগিত করতেন। তারা তা করেন নি, কারণ তারা নির্লজ্জের মতো কামারুজ্জামান-কাদের মোল্লাদের উত্তরাধিকার হতে চান।
আর প্রেসক্লাবের সদস্য কি সদস্য নন, সেটা বিবেচনা না করে পেশাদার সাংবাদিকরা শহীদ সাংবাদিকদের পূর্বসূরী মনে করেন। দীর্ঘ এ তালিকায় আছেন শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, শহীদ সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, শহীদ সাংবাদিক নিজামউদ্দিন আহমদ, শহীদ সাংবাদিক আব্দুল মান্নান লাডু ভাই, শহীদ সাংবাদিক আ ন ম গোলাম মোস্তফা, শহীদ সাংবাদিক খন্দকার আবু তালিব, শহীদ সাংবাদিক শহীদ সাবের, শহীদ সাংবাদিক সেলিনা পারভিন এবং শহীদ সাংবাদিক চিশতি শাহ হেলালুর রহমানসহ আরও অনেকে। শ্রদ্ধার সঙ্গে জাতীয় প্রেসক্লাবে তাদের ছবি আছে। অথচ তাদের অনেকের খুনি যে আল-বদর বাহিনী তার সংগঠক হওয়ার পরও জাতীয় প্রেসক্লাবের সদস্য কামারুজ্জামান এবং কাদের মোল্লা।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭
আরজু পনি বলেছেন:
দেশের সকল পর্যায়ে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী কাজের হোতা শুওরগুলারে বর্জন করতে হবে।
বর্জন করতে হবে এদের পরিচালিত সকল ধরনের প্রতিষ্ঠানকে।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৭
খুব সাধারন একজন বলেছেন: মন্ত্রী ওরা, সাংবাদিক ওরা, সব শিবিরের জনকও ওরাই। কাবাত হে।