![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ম নিয়ে গবেষনা করি। ধর্মের আবেদন খুজে বের করার চেষ্টা করি।
আল-কুরআনের অর্থ সহজেই বোধগম্য হয় এবং শেখা যায়; কেননা তা বাক্যবিন্যাসের দিক থেকে সবচেয়ে সাবলীল ও সুন্দর, শৈল্পিকতায় সবচেয়ে নিপূণ ও শ্রেষ্ঠ, অর্থের দিক থেকে সবচেয়ে সত্যবাদী, ব্যাখ্যা ও বিশ্লেষণে সবচেয়ে স্পষ্ট।
যে বা যারাই কুরআনের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে অগ্রসর হয় আল্লাহ তাদের জন্য তা নিতান্তই সহজ করে দেন।
কুরআন সহজ করে দিয়েছেন এবং তা অনুধাবন করতে হবে, বুঝতে হবে মর্মে সূরা ছোয়াদ ও সূরা আল-কামারে মহান আল্লাহর ঘোষণা নিম্নে তুলে ধরা হলো :-
’’এটি একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে।’’(পবিত্র কুরআন, অধ্যায় ৩৮, সূরা ছোয়াদ ২৯)।
‘‘আর আমি নিশ্চয়ই কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি?” (পবিত্র কুরআন, সূরা আল-কামার ১৭)।
এই একই আয়াত সূরা আল-কামারে মহান আল্লাহ মোট চারবার ঘোষণা দিয়েছেন। বিষটি কত গুরুত্বপূর্ন !
©somewhere in net ltd.