![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ম নিয়ে গবেষনা করি। ধর্মের আবেদন খুজে বের করার চেষ্টা করি।
একটি বিড়াল। অফিসে আসার সময় দেখি একটি বিড়াল পড়ে আছে এবং কিছু পোলাপান গোল হয়ে দেখছে। এগিয়ে গিয়ে দেখি সুন্দর বিড়ালটির গলায় লোহার চেইন পেচানো, মৃত অবস্থায় পড়ে আছে। জিজ্ঞেস করলাম কিভাবে হলো? ছেলেগুলো বললো এই বাড়ির মালিক মেরে ফেলেছে। মনের ভিতর নিজ আপনজন হারানোর মত কষ্ট অনুভব করলাম। সৃষ্টিকর্তা বলেন,-
“আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে এবং যত প্রকার পাখী দু’ ডানাযোগে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতই একেকটি শ্রেণী। আমি কোন কিছু লিখতে ছাড়িনি। অতঃপর সবাই স্বীয় প্রতিপালকের কাছে সমবেত হবে।”(পবিত্র কুরআন, ৬:৩৮)।
সৃষ্টিকর্তা বললেন ওরা ‘তোমাদের মতই’। এই কথাটি দ্বারা সৃষ্টিকর্তা অনেক কিছু বুঝিয়ে দিলেন। চিন্তার জগতে তোলপাড় হতে পারে। একজন মানুষকে এভাবে মারা হলে পরিস্থিতি যেমন হওয়া উচিত এই বিড়ালটির ক্ষেত্রেও তাই হওয়া উচিত। ‘তোমাদের মতই’ এই শব্দ দুটি যেন সেটাই প্রকাশ করছে। দেখেন, আয়াতটির শেষ অংশে কিন্তু কর্মের পরিণাম বলা হয়েছে “অতঃপর সবাই স্বীয় প্রতিপালকের কাছে সমবেত হবে”। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ফলাফল বর্ণনায় এই হলো কুরআনের স্টাইল, থ্রেট যা চিন্তাশীলরা অনুধাবন করে।
ঐ যে বিড়াল, বিড়ালের মালিক(যে তাকে নির্মমভাবে হত্যা করেছে), আমি, আমরা সবাইকে তার সামনে জড় করা হবে শুরু হবে...
“আমি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী কোন কিছুই ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি।”(পবিত্র কুরআন, ৪৪:৩৮)।
বিড়াল, কুকুর, ছার পোকা, সাপ, ব্যাঙ, বিড়ালের মালিক, আমি, আমরা সবাই তার কাছে Most Important.
“নিশ্চয় আসমান ও যমীন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্যে। যাঁরা দাঁড়িয়ে, বসে, ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষযে, (তারা বলে) পরওয়ারদেগার! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোযখের শাস্তি থেকে বাঁচাও।”(পবিত্র কুরআন, ৩:১৯০-১৯১)।
পবিত্র কুরআন শুধু মানুষের সাথে মানুষের সম্পর্ক স্থাপন করে না। এটি প্রথমে মানুষের সাথে সৃষ্টিকর্তার তারপর মানুষের সাথে সমস্ত জীব জগত এবং দৃশ্য অদৃশ্য বস্তুসহ সব কিছুর মধ্যে ভারসাম্যপূর্ন সম্পর্ক স্থাপন করে। এখানেই কুরআনের সাথে অনান্য মতাদর্শের একটা মৌলিক পার্থক্য।
#হৃদয়ের আলো আসমানিগ্রন্থ
মোঃ আরফীন ইসলাম
©somewhere in net ltd.