নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্ম নিয়ে গবেষনা করি। ধর্মের আবেদন খুজে বের করার চেষ্টা করি।মোঃ আরফীন ইসলাম​[email protected]

আরফীন ইসলাম

ধর্ম নিয়ে গবেষনা করি। ধর্মের আবেদন খুজে বের করার চেষ্টা করি।

আরফীন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

যৌন হয়রানির শীর্ষে যুক্তরাজ্যের যুবতীরা।

২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৬

১৮ থেকে ২৪ বছর বয়সী নারীদের শতকরা ৮৫ শতাংশই যৌন হয়রানির শিকার এবং ৪৫ শতাংশের স্পর্শকাতর অংশে হাত দেওয়া হয়। শতকরা ৬৪ শতাংশ সকল বয়সের নারীই নির্যাতনের শিকার হন।

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞানী ড. চার্লট বার্লো বলেন, এই ধরণের ঘটনার ভুক্তভোগী হওয়ার কথা ছিল পরিণত বয়সী নারীদের কিন্তু তরুণীরাই শিকার হচ্ছেন।
তিনি বলেন, ‘আমাদের সমাজে এ ধরণের হয়রানি করাকে প্রশংসনীয় হিসেবে শেখানো হয়। যারা এসব পছন্দ না করে তাদের বলা হয় নারীবিদ্বেষী অথবা এমন ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়, যারা ঠাট্টা পছন্দ করতে জানে না।’
যুক্তরাজ্যের নারীবাদী একটি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত পরিচালক সারা গ্রিন বলেন, প্রতিদিনের যৌন হয়রানি মোকাবেলা করা শিখতে হবে নারীদের। এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।

মহাগ্রন্থ কুরআন সমস্যার সমাধান দিচ্ছে খুব চমৎকারভাবে। নিম্নের ৩০ ও ৩১ নং আয়াত দুটি লক্ষ্য করুন।
অনেকে বলে থাকে মেয়েরা খারাপ পোষাক পরে থাকে এই কারনে যৌন হয়রানির শিকার হয় আবার অনেকে বলে ছেলেরা সংযত হয়ে চললে সমস্যা হতো না ইত্যাদি ইত্যাদি।
কিন্তু মোদ্দা কথা হলো উভয় পক্ষকেই সংযত হতে হবে যেমনটি কুরআন বলছে। এখানে প্রথমে মহাল আল্লাহ পুরুষদের হিজাবের কথা বললেন তারপর মেয়েদের। সুবহানআল্লাহ !
বাসর রাতে স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে সূরা নুর এর ৩১ নং আয়াত মেনে চলতে হবে তাহলে স্ত্রীও তার স্বামীকে বলবে তুমিও সূরা নুর এর ৩০ নং আয়াতটি মেনে চলবে। একেই বলে ব্যালেন্স যা কুরআন আমাদের শেখায়।

এবার চলুন সেই বিখ্যাত আয়াত দুটি হৃদয়ঙ্গম করি যেখানে সৃষ্টিকর্তা খুলে খুলে বর্ণনা করছেন যাতে মানুষেরা বুঝতে পারে এবং শান্তি লাভ করতে পারে। আসলে কুরআন বুঝতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে।

৩০) "মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।"

"Say to the believing men that they should lower their gaze and guard their modesty: that will make for greater purity for them: And Allah is well acquainted with all that they do."
(সূরা আন-নূর (মদীনায় অবতীর্ণ), অধ্যায় ২৪, আয়াত ৩০)

৩১) ”ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও।”(সূরা আন-নূর (মদীনায় অবতীর্ণ), অধ্যায় ২৪, আয়াত ৩১)

"Say to the believing men that they should lower their gaze and guard their modesty: that will make for greater purity for them: And Allah is well acquainted with all that they do."
(সূরা আন-নূর (মদীনায় অবতীর্ণ), অধ্যায় ২৪, আয়াত ৩০)

৩১) ”ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও।”(সূরা আন-নূর (মদীনায় অবতীর্ণ), অধ্যায় ২৪, আয়াত ৩১)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.