![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ম নিয়ে গবেষনা করি। ধর্মের আবেদন খুজে বের করার চেষ্টা করি।
প্যারাডক্সিক্যাল সাজিদ, বইটি লিখেছেন আরিফ আজাদ (চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইং বিভাগের ছাত্র)। জেনারেল শিক্ষিত একটা ছেলে। কুরআন-হাদিসের উপর ভিত্তি করে আস্তিক-নাস্তিক বিতর্ক বিষয়ক বইটি এ বছর বই মেলায় সর্বোচ্চ বিক্রির রেকর্ড করে। ভারতের বই মেলাসহ অনান্য আরও কয়েকটি দেশে ব্যাপক বিক্রি হয়েছে এবং রকমারি.ডট কম এ বেস্ট সেলার বুক হিসেবে স্বীকৃতিও পায়।
বইটি পড়ে অনেক নাস্তিক মুসলিম হয়েছে বলে জানা যায় তার FB Page থেকে। এরপর ড.শামসুল আরেফিন লিখিত “ডাবল স্টান্ডার্ড” বইটিও ব্যাপক বিক্রি হয়, রকমারি.ডট কম এ বেস্ট সেলার বুক হিসেবে ১০ এর মধ্যে আছে। এ বই এর লেখকও একজন জেনারেল শিক্ষিত মানুষ।
কামরুল আহমেদ এর “লজ্জা”, তোয়াহা আকবরের “উল্টো নির্নয়” এগুলোও আমাদের জেনারেল শিক্ষিত ভাইদের লেখা। ইতিমধ্যে এই ইসলামিক বইগুলো পাঠক মহলে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছে। বইগুলি যারা পড়েছে তারা বুঝেছে যে কি চমৎকার তথ্য ভিত্তিক বই এগুলো।
পবিত্র কুরআন যে কত রকম তথ্য, দিক-নির্দেশনা দেয় এবং বিশ্বাসী অবিশ্বাসী সবারই মনের সব প্রশ্নের উত্তর যে এখানে আছে তা এই বইগুলো পড়ে উপলব্ধিতে আসে।
এই বইগুলো সবচেয়ে বড় কাজ যেটা করেছে সেটা হলো বর্তমান YouTube এ যারা নাস্তিকতা প্রচার করছে (যেমন- মুফাস্সিল ইসলাম, আসাদ নুর) ধর্মকে অশ্লিল ভাষায় গালিগালাজ করছে দাতভাঙ্গা জবাবের মাধ্যমে তাদের একেবারে শিকড়সহ তুলে ফেলা হয়েছে।
কথা হচ্ছে, এক শ্রেনীর লোক বলে জেনারেল শিক্ষিতরা কুরআন-হাদিস বুঝবে না, এই কুরআন বিরোধী কথাটি বলে অনেকে আবার ঠাট্টা-মজাও করে। আলহামদুলিল্লাহ্ , আমাদের এই জেনারেল শিক্ষিতরা কুরআন-হাদিস এর জ্ঞান অর্জন(প্রাতিষ্ঠানিক শিক্ষা বাদেই) করে বই লিখে রীতিমত বিপ্লব ঘটিয়ে দেখিয়ে দিলেন। চোখে আঙ্গুল দিয়ে প্রমান করে দিলেন যে জেনারেল শিক্ষিতরাও ইসলামের জন্য অকল্পনীয় খেদমত করতে পারে।
এক বড় ভাই বলেছিলেন. “আরিফিন জেনারেল শিক্ষিতরা যখন ধর্ম নিয়ে গবেষনা করে তখন বিপ্লব না ঘটিয়ে, ইসলামের জন্য কিছু উল্লেখযোগ্য অবদান না রেখে ক্ষ্যান্ত হয় না ”।
আল্লাহ্ চহেতো আমরাও এরকম কিছু আবদান রাখবো। ইনশাআল্লাহ্।
©somewhere in net ltd.