নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com \n \nফেসবুক আইডি : Akter R Hossain \n\n\nফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

আকতার আর হোসাইন

খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।

আকতার আর হোসাইন › বিস্তারিত পোস্টঃ

সন্তানের জীবন থামিয়ে দেয় পিতার আচরণ।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১২:২১


পৃথিবীর সব বাবাই তার
সমস্ত সুখ বিসর্জন দিয়ে,,,,
মাথার ঘাম পায়ে ফেলে,,,,
খেয়ে না খেয়ে,,,
তার সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে ছুটে।
স্বপ্ন দেখে তার সন্তান একদিন মানুষের মতো মানুষ হবে, তাকে বুক ভর্তি গর্ব এনে দেবে।
ভালবাসার বন্ধনে বাধিত সে প্রিয় সন্তান
কখনো মানুষ হয়ে উঠে কখনো অমানুষ।

কেউ কেউ পিতার কল্পিত ইচ্ছাকে সত্য করে এনে দেয় হাসিমুখ
কেউ কেউ আবার বাবার লালিত স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দেয় বুক ভরা দুঃখ।
কিন্তু এমনও হয়,,,,
যে সন্তানের জন্য পিতার এত জিবন-যুদ্ধের আয়োজন
সেই প্রাণপ্রিয় সন্তানের জীবনই থামিয়ে দেয় পিতার আচরণ,,,,
,,,,,,,
প্রশ্ন হচ্ছে কোন পিতা সন্তানের জীবন থামিয়ে দেয়?
তাহলে এবার আসি সে আলোচনায়,,,

১। দিনমজুর পিতা তার সন্তানকে মাদ্রাসায় পাঠায় আর বলে, "আর যাইহোক মৃত্যুর পরে সন্তান তো দুয়া করবে,, রাব্বির হামহুমা কামা রাব্বাই ইয়ানি ছাগিরা,,,
তার সন্তান হাফেজ হতে না পারলেও সে তাকে গালমন্দ করেনা,,,,
মাউলানা না হতে পারলেও সে শুকরিয়া আদায় করে,,,,,,,,

২। স্বল্প শিক্ষিত সামান্য চাকরিজীবী পিতা তার সন্তানকে স্কুলে পাঠায় আর বলে," ছেলে আমার ঢাবিতে পড়বে, অনেক বড় চাকরি করবে"
ছেলে তা করতে না পারলেও বাবা সন্তানের প্রতি অসন্তুষ্টি হয় না। নিজের দারিদ্র্যকে দায়ী করে থেমে যায়।

৩। সন্তানকে মানুষ করে তুলার জন্য যে পিতা বিদেশে যায়, সে নিজের সন্তানকে স্কুলে পাঠাই আর বলে, আর যাইহোক আমার ছেলেকে অন্তত আমার মতো কষ্ট করতে হবে না, পিতা-মাতার কাছ থেকে দূরে থাকতে হবেনা।
ছেলে মানুষ না হলেও পিতা আফসোস করেনা, নিজের দূরে থাকাকেই দায়ী করে, নিজেকেই দায়ী করে।

৪।অনেক বড় বিসনেসম্যান, প্রচুর ধন-সম্পদের মালিকি যিনি, সেই পিতা ছেলেকে স্কুলে পাঠায় আর বলে,"
আমার ছেলে বুয়েটে পড়বে, ঢাবিতে পড়বে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে,,,,,,,,

ছেলে যখন পরীক্ষায় ব্যর্থ, পিতা ভাবতে থাকে, "
সমাজে মুখ দেখাব কি করে?"
এই তো সেদিনের ঘটনা,,,,,,

এইচ এস সি ফল প্রকাশ।
ছেলে পরীক্ষায় ব্যর্থ,,, পিতার ক্রোধ ক্ষুধার্ত বাঘকেও হার মানায়,,,

পাশের বাড়ির ছেলে তাকে মিষ্টি দিয়ে যায়,,

তা দেখে পিতার রাগ আরো বেড়ে যায়।
সন্তান খাচ্ছে, এম সময় পিতা গিয়ে তার খাবার প্লেট লাতি মেড়ে ফেলে দেয়,,,
খানিক বাদে ছেলের মাকে বেধড়ক মারপিট শুরু করে আর বলে,, তোর আশকারা পেয়ে ছেলের এই অবস্থা। মার খেতে খেতে যখন মা অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে থাকে, ছেলে তখন ফ্যানের দিকে তাকিয়ে হাসি দিয়ে মৃত্যুকে জানান দিয়ে ফাঁসির প্রস্তুতি নিয়ে সুইসাইড নোট লিখতে শুরু করে।
সুইসাইড নোটের শেষ লেখা," মার জ্ঞান ফিরে আসার আগে আমিই পৃথিবীকে বিদায় জানালাম, ভাল থেক বাবা-মা, ভাল থেক প্রতিবেশি, ভাল থেক চলার সাথী।
সুইসাইড নোট এর এই লেখা যখন পড়া হচ্ছে, তখন ছেলেটার নিষ্প্রাণ দেহ ফ্যানের উপরে ঝুলে আছে।
....
যে সন্তানের জন্য পিতার এত জীবন-যুদ্ধের আয়োজন
সেই প্রাণপ্রিয় সন্তানের জীবন থামিয়ে দেয় পিতার আচরন।
এখন হয় তো আর বুঝতে বাকি রইলোনা,
কবিতায় কোন পিতার কথা বলেছিলাম।
বিঃদ্রঃ ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৬

আসাদুজ্জামান খান বলেছেন: চমৎকার

২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২২

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ ভাই... ভালনাসা অহর্নিশ...

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০১

পালক পালক বলেছেন: হুম। সুন্দর লিখেছেন। উপর ওয়ালার কাছে লাখ শুকরিয়া যিনি আমাকে এমন পিতা দিয়েছেন যে কখনও তার ছেলে আর মেয়ে সন্তানে ভেদাভেদ করেন নি। কখনও বলেন নি তোকে কিন্তু ডাক্তার হতে হবে। বলেছে মা কন বিষয়ে পড়তে চাও।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯

আকতার আর হোসাইন বলেছেন: আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

আর মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন পৃথিবীর সব বাবাই আপনার বাবার মতো ভালবাসুক ও সুস্থ চিন্তার মানুষ হয়।


ভালবাসা অবিরাম.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.