![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।
সপ্তম চাঁদের রাতে জার্মানিতে একটি উৎসব হত। সেই উৎসবমুখর রাতে হেলেনা ট্রান্ট দ্বিতীয় বারের মতো তার স্বপ্নের নায়ক 'সিগফ্রায়েড' ওরফে ম্যাক্সিমিলিয়ান এর দেখা পান। সিগফ্রায়েডের প্রস্তাবে পরদিন সকালে বিবাহ তারা বন্ধনে আবদ্ধ হয়। জঙ্গলের ভিতরে রাজকীয় একটি কাঠের বাড়িতে স্বপ্নের মতো কেটে যায় তাদের ছয় দিনের ছোট্ট সংসার।
স্বপ্নসখা বইয়ের হার্ড কভার
একদিন ঘুম থেকে এক আত্মীয়ের বাড়িতে হেলেনা ট্রান্ট অসুস্থ অবস্থায় আবিষ্কার করেন। যখন সে জানতে চায় তাঁর স্বামী ম্যাক্সিমিলিয়ান কোথায় তখন সবাই চমকে উঠে বিস্ময়ভরা চোখে তার দিকে তাকায়! ম্যাক্সিমিলিয়ান নামে নাকি কেউ নেই! তাঁর আত্মীয়রা তাকে জানায় সে নাকি কারো কাছে ধর্ষিত হয়ে একটানা ছয় দিন ঘুমিয়ে ছিল অজ্ঞান অবস্থায়। ম্যাক্সিমিলিয়ান, বিয়ে এসব নাকি সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে। স্বপ্নের সমাপ্তি হয়ে সেদিন থেকে শুরু হয় তাঁর দুঃস্বপ্ন।
কিছু দিন পরে হেলেনা ট্রান্ট আকস্মিকভাবে অনুভব করতে শুরু করে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।
তার মানে কি সত্যিই তার বিয়ে হয়েছিল ম্যাক্সিমিলিয়ানের সাথে? নাকি সে সত্যি সত্যিই ধর্ষিত হয়েছিল? ম্যাক্সিমিলিয়ানের সাথে কাটিয়ে দেয়া সেই ছয়টি দিন কি সত্যিই তার জীবন থেকে হারিয়ে গেছে?
প্রেম, বিরহ, বিশ্বাসঘাতকতা, স্নেহ গল্পটাকে অন্যমাত্রায় পৌছে দিয়েছে। ভিক্টোরিয়া হল্টের রহস্য আর রোমাঞ্চ ভরা এই উপন্যাসটি আমার অসম্ভব ভালো লেগেছে। যারা রহস্য ও রোমাঞ্চকর গল্প পড়তে পছন্দ করেন, তাঁদের জন্য স্বপ্নসখা উপন্যাসটি অবশ্যপাঠ্য বলে আমি মনে করি।
........
মূল বই: On the Night on the Seventh Moon.
অনুবাদ করেছেন: রোকসানা নাজনীন।
প্রকাশন : সেবা প্রকাশনী।
মূল্য: স্বপ্নসখা+দ্য রোড ব্যাক+মাতাল অরন্যতিনটি বই এক সাথে ৯৬ টাকা।
.........
রিভিউটি প্রথমে ফেসবুকে লিখি। পহেলা নভেম্বর ২০১৭ সালে।
০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২
আকতার আর হোসাইন বলেছেন: তাহলে সময় করে একদিন পড়ে ফেলুন। আশা করি ভাল লাগবে।
০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৪
আকতার আর হোসাইন বলেছেন: আমার রিভিউ পড়ে বইটি পড়ার আগ্রহ প্রকাশ করাতে খুব খুশি হলাম ভাই। ভালবাসা নিবেন ধন্যবাদের সাথে।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১
মোস্তফা সোহেল বলেছেন: বইটা পড়ার ইচ্ছা রইল।