![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।
এসেছ এই ভুবনে স্রষ্টাকে সন্তুষ্টি করিতে
করছ সাধনা দিন-রাত অবিরাম স্বর্গ সুখে যেতে
সময়মত না করিলে নারীকে গ্রহন
নিমিষেইই যে হবে সব সাধন- ভজনের ছন্দপতন
স্বপ্নময় সেই স্বর্গ সুখের পথটা কখনো সহজ নয়
পথটা হবে চারদিকে ঢাকা অন্ধকার কুয়াশাময়
তোমার চলার পথে আসিবে যখন কুয়াশা নেমে
কাপঁতে কাপঁতে, দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে যাবে ঘেমে
তুমি, ভয়ে কাঁপা শরীরে থাকবে থমকে দাঁড়িয়ে
নারীই দিবে তখন হাতটা তার তোমার দিকে বাড়িয়ে
তার আলোতে মুহূর্তেই কেটে যাবে সব আঁধার
খুলে যাবে শত জনমের স্বপ্নের সেই দোয়ার
হাসিতে হাসিতেই স্বপ্নের স্বর্গ করিবে জয়
তার সনে হলে তোমার সত্যিকারের প্রেম-প্রণয়।
এজন্যই হয়তো সর্ব মহলে
দুনিয়া জুড়ে সাধকরা বলে
জয় করিতে পারেনা যে যুদ্ধ ধারালো তরবারি
হাসিতেই জয় করে তা কোমল হৃদয়া সতী নারী।।
প্রথম প্রকাশ: http://www.golopokobita.com এ নবেম্বরের নারী সংখ্যায়।
বিঃদ্রঃ সীমাবদ্ধতারর কারণে মূল লেখাটি গল্পকবিতা ডট কমে পাঠাতে পারিনি। কমেন্ট অপশনে মূল লেখাটি দিলাম।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬
আকতার আর হোসাইন বলেছেন: স্বর্গ জয়.
এসেছ এই ভুবনে স্রষ্টাকে সন্তুষ্টি করিতে
করছ সাধনা দিন-রাত অবিরাম স্বর্গ সুখে যেতে
সময়মত না করিলে নারীকে গ্রহন
নিমিষেই হবে সব সাধন- ভজনের ছন্দপতন
স্বপ্নময় সেই স্বর্গ সুখের পথটা কখনো সহজ নয়
পথটা হবে চারদিকে ঢাকা অন্ধকার কুয়াশাময়
তোমার চলার পথে আসিবে যখন কুয়াশা নেমে
কাপঁতে কাপঁতে, দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে যাবে ঘেমে
তুমি, ভয়ে কাঁপা শরীরে থাকবে থমকে দাঁড়িয়ে
নারীই দিবে তখন হাতটা তার তোমার দিকে বাড়িয়ে।।
তার আলোতে মুহূর্তেই কেটে যাবে সব আঁধার
খুলে যাবে শত জনমের স্বপ্নের সেই দোয়ার
হাসিতে হাসিতেই স্বপ্নের স্বর্গ করিবে জয়
তার সনে হলে তোমার সত্যিকারের প্রেম-প্রণয়।
কিন্তু স্বর্গ সেতো বহু দূরের কথা
সাধন-ভজন সব, সবই যে যাবে বৃথা
কাটবেনা একটুও পথে থাকা বাধা কুয়াশা অথবা আঁধার
আলো পাবেনা একটুও ভেদ করে আঁধার, সামনে এগিয়ে যাবার
নারী পুরুষের সেই প্রেম-প্রণয়-পরিণয়
সত্য-সুন্দর না হয়ে মিছে যদি হয়।।
ভয়ভীতি আছে যত নারীর প্রাণ-মনে
মুছে যাবে সব পুরুষের উষ্ণ আলিঙ্গনে
জয় করিতে পারেনা যে যুদ্ধ ধারালো তরবারি
হাসিতেই জয় করে তা কোমল হৃদয়া সতী নারী।।
দুনিয়া জুড়ে সর্বত্র, সর্ব মহলে
এজন্যই হয়তো ফকির-সাধকরা বলে
সৎ উদ্দেশ্যকে করিতে পূরণ
একজনের প্রয়োজনেই আরেকজন
ধরণীতে পাঠালেন প্রিয় দয়াময়
তাহাদের সাধন-ভজনের হয় যেন জয়