![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।
দিনের পর দিন অর্ধাহারে ও অনাহারে থেকে শিশুটি তখন কংকালসার ও আধমরা...
বাজার থেকে ফিরছেন একজন... ব্যাগে খাবার..
কংকালসার শিশুটি খাবারের জন্য মুখ বাঁকিয়ে হামাগুড়ি দিতে দিতে ব্যাগের পিছু নিচ্ছে...
.......
ছবিটি ১৯৯৩ সালে কেভিন কার্টারের ক্যামেরাতে তোলা..
সত্যিই আফসোস ও দুঃখজনক...
বিশ্ব সভ্যতা আজ পালটেছে.. যান্ত্রিক জিবনের উন্নতিতে পৃথিবী আজ উন্নত ও সমৃদ্ধ..
কিন্তু...?
কিন্তু এসব গরিব দুঃখী, অসহায় দুস্থদের উন্নতি নাই... কারণ পৃথিবী আজ উন্নত হলেও পৃথিবীর বুকে বাস করা মানবরুপী প্রাণীগুলোর মন উন্নতি হয়নি.. যদি এসব প্রাণীদের মননের উন্নতি ঘটতো তাহলে তারা মানুষ হতো.. আর মানুষ হলে হৃদয় ছুয়ে দেয়া সমুদ্রসম বিষাদের এমন চিত্র আর দেখতে হতো না...
মানবতার সেবা করাই শুধু আমাদের উচিৎ না। মানবাত্মার সেবা ও উন্নতি সাধনই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিৎ । মানবাত্মা উন্নতি না হলে মানবতার সেবায় আসবে কে...?
আর হ্যাঁ,
আপনি যেখানেই থাকুন না কেন মানুষ হবার চেষ্টা করুন, মানুষ দেখার চেষ্টা করুন।
মনে রাখেবন...
আপনি যদি দৃশ্যমান মানুষকে দেখতে না পান তবে কিভাবে আপনি অদৃশ্য স্রষ্টাকে দেখতে পাবেন...?
......
সর্বদা হোক মোদের অভ্যুত্থান
গাহিতে মানবতার জয়গান
©somewhere in net ltd.