নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com \n \nফেসবুক আইডি : Akter R Hossain \n\n\nফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

আকতার আর হোসাইন

খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।

আকতার আর হোসাইন › বিস্তারিত পোস্টঃ

পাপে নয়, পুণ্যেই বাঁচতে চাই।

১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০১

বহুদিন ধরেই আমার চারপাশে পাপ আর পাপ বিরাজ করছে।
পুণ্যও আছে, তবে পুণ্যের চেয়ে পাপ বহুগুণ শক্তিশালী হয়ে উঠেছে।



পাপ আমার ভিতরে প্রবেশ করে সেখানে বসতি গড়তে চাইছে..
আর আমি চাইছি ওঠাকে ভয় দেখাতে, ঝেড়ে ফেলে দিতে...

হয়তো আমি পারবো ওঠাকে তাড়িয়ে দিতে নয়তো চারপাশে ছড়িয়ে থাকা পাপের জালের মধ্যে আমার শুদ্ধ মনটা আটকা পরে অশুদ্ধ হয়ে যাবে... তারপর.. তারপর সুমহান স্রষ্টার শ্রেষ্ঠ দান বিবেকটা ঘুমিয়ে যাবে তার অজান্তেই । সেই সুযোগে মনটা পৈশাচিক স্টাইলে নারকীয় আনন্দে মেতে উঠবে স্বল্প সময়ের জন্য।

আর এই স্বল্প সময়ের আনন্দ আমায় কত সুখ দেবে জানেন..?

এই স্বল্প আনন্দ একদিন নয় দু দিন নয়, সারাটা জিবনই আমার বিবেক আমাকে প্রশ্ন করবে..


"কি করলিরে তুই কি করলি..
নিজ হাতে তোর শ্রেষ্ঠ সম্পদ মেরে ফেললি
তোর ভিতর আর মনুষ্যত্ব নাই রে
বহুকাল আগই ছাই হয়েছে সেটা আগুনে পুড়ে
আফসোস! পশু আর তোর মাঝে আর যে ফারাক নাই রে
দুঃখজনক! তুই এখন অমানুষ, পশুর চাইতেও নিকৃষ্ট কাতারে"


নিজের বিবেক নিজেকে এইভাবে প্রশ্ন করবে আর অসহনীয় কষ্ট দিবে, বিষাদের সাগরে ভাসাবে...


অতঃপর একদিন, হয়তো একদিন সেই কষ্ট সহ্য করতে না পেরে ডায়েরীরর পাতায় কিছু একটা লিখে কেবিন কার্টারের মতো বিদায় নিব এই ধরণী থেকে...
.........
এমনটা হোক, সেটা সেও চাই না যে সবচেয়ে বেশি ঘৃণা করে আমায়। এমনটা কেউই চাই না, চাই না আমিও।

শতভাগ বিশ্বাস আছে পাপটাকে ঝেড়ে ফেলা দেয়ার। যেভাবেই হোক, যেকোন পন্থায় হোক সেটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। ভয় দেখাতে হবে।


কারণ, আমি যে বাঁচতে চাই...

বিশ্বকবির মতোই বলি

" মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই ।

এই সূর্যকরে এই পুষ্পিত কাননে
জীবন্ত হৃদয় – মাঝে যদি স্থান পাই ।
ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত ,
বিরহ মিলন কত হাসি – অশ্রু – ময় ,
মানবের সুখে দুঃখে গাঁথিয়া সংগীত
যদি গো রচিতে পারি অমর – আলয় ।
তা যদি না পারি তবে বাঁচি যত কাল
তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই
,তোমরা তুলিবে বলে সকাল বিকাল
নব নব সংগীতের কুসুম ফুটাই ।
হাসিমুখে নিয়ো ফুল , তার পরে হায়
ফেলে দিয়ো ফুল , যদি সে ফুল শুকায়।"

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

আবু আফিয়া বলেছেন: সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন, ভাল লেগেছে, ধন্যবাদ

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪২

আকতার আর হোসাইন বলেছেন: আপনাদের প্রশংসা, আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। ভালবাসা অবিরাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.