![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।
ড. লুৎফর রহমান গভীরভাবে বিশ্বাস করতেন যে, জ্ঞান মানুষের শক্তির অন্যতম মূল উৎস। তিনি বলেন,
"মনুষ্যত্ব লাভের পথ- জ্ঞানের সেবা। জিবনের সকল অবস্থায়, সকল সময়ে আহার স্নানের মতো মানুষের পক্ষে জ্ঞানের সেবা করা প্রয়োজন।... জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ ধনসম্পদশালী, উন্নত ও সুখী করতে হলে শিক্ষা ও জ্ঞান বর্ষার বারিধারার মতো সর্বসাধারণের মধ্যে সমভাবে বিতরণ করতে হবে।...দেশকে বা জাতিকে উন্নত করতে ইচ্ছা করলে সাহিত্যের সাহায্যেই তা করতে হবে। মানবমঙ্গলের জন্য যত অনুষ্ঠান আছে তার মধ্যে এইটাই প্রধান ও সম্পূর্ণ।"
জ্ঞান বিলালে কখনো জ্ঞান কমে না বরং বাড়ে। জ্ঞান বিতরণের মাধ্যমে মানুষের যে সেবা করা হয় সেই সেবায় নিহিত আছে পরমানন্দ ও স্বর্গানন্দ। আমার ধারণা এই জন্যেই কবি কবিতা লেখেন, গল্পকার গল্প লেখেন, ব্লগার ব্লগ লেখেন। মোদ্দাকথা, সাহিত্যিকরা সাহিত্য রচনা করেন এই জ্ঞানের সেবা করে পরমানন্দ ও স্বর্গানন্দ লাভের জন্য।
প্রথমত একজন জ্ঞানপিপাসু হিসেবে সামুতে এসেছি জ্ঞান আহরণ করার জন্য। হয়তো সামুতে সময় কম দিই বলে এখন পর্যন্ত সামু তেমন কিছু শিখতে পারিনি। তবে কিছু কিছু বিষয়ে যে জ্ঞান অর্জন করেছি তা আমার কাছে কোনভাবেই কম নয়। কেননা সামু থেকে অর্জিত এই সামান্য জ্ঞানই আমার সারাজীবন কাজে লাগতে পারে, এমনকি মহাকালেও। যেসব ব্লগারের কাছ থেকে এই জ্ঞানটুকু অর্জনের করতে পেরেছি তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর দোয়া করি অন্য ব্লগার ভাইয়েরাও যেন আরো ভালো লিখেন, আরো জ্ঞান বিলিয়ে দিতে পারেন।
সুমহান আল্লাহ তা'আলা প্রত্যেককে ততটুকু পরিমাণ জ্ঞান দিয়েছেন যতটুকু তার প্রয়োজন। উদাহরণস্বরূপ বলতে পারি, সদ্য জন্ম নেয়া একটা মুরগির বাচ্চা পানিতে ঝাঁপ দেয় না অথচ হাঁসের বাচ্চা ঠিকই ঝাঁপ দেয়। দার্শনিকভাবে চিন্তা করলে এখানে প্রশ্ন দাঁড়ায় মুরগির বাচ্চাটি কিভাবে জানে যে সে আনির অনুপযুক্ত....?
এই কথাটির মর্মার্থ যে বুঝে আশা করি সে এটাও বিশ্বাস করবে যে সুমহান আল্লাহ যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকুই জ্ঞান দান করেছেন।
এখন আরেকটি প্রশ্ন জাগতে পারে যে, চায়ের দোকানে কাজ করা কাজী নজরুল ইসলাম, ফকির লালন শাহর প্রাতিষ্ঠানিক বিদ্যা তেমন একটা না থাকার পরেও, তারা ভালো কোন প্ল্যাটফর্ম না পেয়েও তারা কিভাবে এত এত জ্ঞান অর্জন করেছিলেন, কিভাবে তারা অসাধ্য সাধন করেছিলেন..?
অথচ অনেকে অনেক ভালো প্ল্যাটফর্ম পেয়েও, নিজেকে নিঙরে দিয়ে দিন রাত অহরহ পরিশ্রম করেও তারা কেন পারছে না..?
এই প্রশ্নের সঠিক ও যথার্থ উত্তর আমার জানা নেই। ভালো আলেম বা জ্ঞানী লোকেরা এই বিষয়ে বলতে পারবেন।
আমি শুধু এতটুকু বিশ্বাস করি যে, কারো জ্ঞান স্রেফ আল্লাহ প্রদত্ত হয়। আর যাদের জ্ঞান চলার জন্য একেবারে বেশি কম সেটা হয় আল্লাহর একটি পরীক্ষা নয় আল্লাহ এমনটি করেছেন অন্যদেরকে সতর্ক করার জন্য
সে যাইহোক, বলতে চেয়েছিলাম সামুতে কি কি কারণে আমার আসা হয়েছে তা নিয়ে।
১। আমি বিশ্বাস করি যে, সুমহান আল্লাহ আমাকেও সবার মতো জ্ঞান দান করেছেন। সেই জ্ঞানকে বিকশিত করার জন্যেই সামুতে আমার আসা।
২। আমার মাঝেও এমন কিছু জ্ঞান থাকতে পারে যেটা অন্যদের নেই। আমার মাঝে আছে এমন যে জ্ঞান অন্যদের নেই, সেই না থাকা জ্ঞানটুকু অন্যদের মধ্যে সানন্দে বিলিয়ে দিতে সামুতে আমার আসা।
শেষ কথা:
প্রথম পাতায় সুযোগ পাওয়ার পর এটি আমার প্রথম পোস্ট। আমি লিখতে চাই, সামান্য হলেও লিখতে চাই।
আমার মাঝে যে জ্ঞান আছে যদিও সে জ্ঞান খুবই অল্প, খুবই নগণ্য তবুও সে জ্ঞান মানুষের মাঝে আমি ছড়িয়ে দিতে চাই।
ব্লগটি যদি সচল থাকে তাহলে হাজার থেকে লক্ষাধিক শব্দ পর্যন্ত এখানে নিঃসৃত হলেও হতে পারে আমার অতি নগণ্য, তুচ্ছ জ্ঞান থেকে।
সেই শব্দভাণ্ডার থেকে একটি শব্দও যদি মানুষের উপকারে আসে তাহলে আমার ব্লগিং জীবন বা লেখার জীবন স্বার্থক হবে। কেননা, লাভের পথ- জ্ঞানের সেবা।
০১ লা মে, ২০১৮ সকাল ১০:৫৮
আকতার আর হোসাইন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২| ০১ লা মে, ২০১৮ ভোর ৬:২৪
মৌরি হক দোলা বলেছেন: প্রথম পাতায় সুযোগ পাওয়ার জন্য আন্তরিক অভিনন্দন
০১ লা মে, ২০১৮ সকাল ১০:৫৮
আকতার আর হোসাইন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ...
৩| ০১ লা মে, ২০১৮ সকাল ১০:২৮
রাজীব নুর বলেছেন: অনেক শুভ কামনা।
০১ লা মে, ২০১৮ সকাল ১১:০১
আকতার আর হোসাইন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ...
৪| ০১ লা মে, ২০১৮ বিকাল ৪:২৭
তারেক_মাহমুদ বলেছেন: ভাললাগলো এবার পুরোদমে চলুক লেখালেখি, অনেক শুভ কামনা।
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
আকতার আর হোসাইন বলেছেন: ভালবাসা অবিরাম... ভাই...
৫| ০১ লা মে, ২০১৮ বিকাল ৪:৩৫
আখেনাটেন বলেছেন: শুভ ব্লগিং।
জানেন এবং আমাদেরও জানার সুযোগ করে দিন।
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
আকতার আর হোসাইন বলেছেন: ইনশাআল্লাহ....
দোয়া রাখবেন...
৬| ০১ লা মে, ২০১৮ রাত ৮:২৪
সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। ভালো লিখেছেন। +।
শুভ ব্লগিং........
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
আকতার আর হোসাইন বলেছেন: ভালবাসা সহকারে ধন্যবাদ নিবেন ভাই...
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৮ রাত ২:০৭
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন।