![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।
আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১ মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের সম্মান জানাতে সহকারী পুলিশ সুপারের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা এবং সেবানন্দ সংগঠনের উদ্যোগে ছাতা ও বিস্কিট দেয়া হয়।
বেড়েছে বয়স, পেকেছে চুল ও দাঁড়ি। বিশ্রামের কথা না ভেবে তবু পরিবার পরিজনের জন্যে রোজ রোজ যেথে হয় কর্মে কাঠপোড়া রোদ আর ঝর বৃষ্টি উপেক্ষা করে। তেমনি এক বৃদ্ধ বাবাকে একটি গামছার পাশাপাশি নিজ হাতে ফুল দিয়ে সম্মান জানান সরাইল সার্কেল অফিসার মনিরুজ্জামান।
বৃষ্টি আমাদের কাছে উপভোগ্য কিন্তু অনেকের কাছেই সেটা সর্বনাশা... বৃষ্টিতে ভিজে রোদে পোড়ে খোলা আকাশের নীচে তাদের কাজ করতে হয়। মুছিও তেমনি। তাদেরকে আমাদের সেবানন্দের সংগঠনের পক্ষ থেকে ছাতা দেয়া হয়। তাদের হাসিতেই বুজা যাচ্ছে যে ছাতা পাওয়ার আনন্দটুকু তাঁদের সীমাহীন.... বাঁধভাঙা....
সেবানন্দ সংগঠনের পক্ষ থেকে রিকশাওয়ালা চাচার হাতে ছাতা তুলে দিচ্ছেন দেলোয়ার উদ্দিন ভাই ও এ এস পি মনিরুজ্জামান স্যার।
রিকশাচালক ভাই এর হাতে ছাতা তুলে দেওয়ার পর শ্রমিকদের অধিকার ও সম্মান জানানোর জন্যে প্লেকার্ড হাতে আমি, রিপন ও রাশেদ (বাঁ দিক থেকে)
সরাইলের বিভিন্ন স্থানে আমাদের সেবানন্দ সংগঠন থেকে প্লেকার্ড হাতে র্যালি করা হয় যাতে শ্রমজীবী মানুষেরা তাদের ন্যায্য অধিকার ও সম্মান পায়।
মুছিকে ছাতা দেয়ার পরে তার সাথে বসে আড্ডা দেয় এবং প্লেকার্ড হাতে ছবি তুলি। প্লেকার্ডের কি শ্লোগান আছে বুদ্ধিমান মানুষের জুম করে দেখতে হবে না। কারণ এই ছবিটিই যেন নিজেই কথা বলছে। "মালিক-শ্রমিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ "
সেবানন্দ সংগঠনের ভলান্টিয়ার শরিফ ভাই বিস্কিট দিচ্ছেন এক সি এন জি চালক ভাইয়াকে। /sb]
ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে বাস চালক ভাইকে ফুল দিয়ে সম্মান জানাচ্ছেন এ এস পি মনিরুজ্জামান স্যার।
রিকশা চালক ভাই এর হাতে বিস্কিট দেয়ার সময় সেবানন্দের জাকির ভাই।
.......
স্বপ্ন বাস্তবায়নের অনুভূতি যেমন সেদিনের(১ মে) অনুভূতিটাও আমার তেমন।
কারণ এমন কিছু শ্রমজীবী মানুষদেরকে আমরা ছাতা ও বিস্কিট দিয়েছি এবং ফুল দিয়ে সম্মান জানিয়েছি যাদের পাহাড়তুল্য শ্রমের বদৌলতে আজকের এই পৃথিবী এমন সুন্দর ও সুসভ্য হিসেবে গড়ে উঠেছে।
রিকশা চালক ভাইদের জন্যে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হলো রেইনকোট। তাই ইচ্ছে ছিল রিকশাচালক ভাইদের রেইনকোট দিব কিন্তু সাধ্যে কুলায়নি বিধায় ছাতা দিতে হয়েছে।
তারপরেও তাদেকে সম্মান জানিয়ে নিজেকে একদিনের জন্যে হলেও মানুষ মনে হচ্ছে...
০৩ রা মে, ২০১৮ রাত ৯:৫৪
আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ...
২| ০৩ রা মে, ২০১৮ রাত ১০:০১
তারেক_মাহমুদ বলেছেন: খুব ভাল উদ্যোগ, এইসব মেহনতি মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।
০৩ রা মে, ২০১৮ রাত ১০:১৬
আকতার আর হোসাইন বলেছেন: অবশ্যই ভাই... কষ্ট লাগে খুব কষ্ট লাগে যখন শুনি এসব শ্রমজীবী মানুষেরা তাদের প্রাপ্য সম্মানটুকু পায় না..
৩| ০৩ রা মে, ২০১৮ রাত ১০:২৩
তারেক_মাহমুদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর কাজে নিজেকে সামিল করার জন্য।
০৪ ঠা মে, ২০১৮ রাত ১২:৪৮
আকতার আর হোসাইন বলেছেন: আপনাদের দোয়া ও ভালবাসা ভাই....
৪| ০৩ রা মে, ২০১৮ রাত ১০:৫৪
প্রামানিক বলেছেন: প্রশংসা পাওয়ার মত কাজ। ধন্যবাদ
০৪ ঠা মে, ২০১৮ রাত ১২:৫১
আকতার আর হোসাইন বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ... ভালবাসা অবিরাম...
৫| ০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৩:৫৯
রাজীব নুর বলেছেন: ভালো উদ্যোগ।
০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৫:২৮
আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজিব ভাই...
৬| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:১০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সবাই মিলে গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ।।
ভাই ব্যস্ত ছিলাম।
এখন আপনাকেও ব্লগে পাচ্ছি না???
০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:১৭
আকতার আর হোসাইন বলেছেন: এখনতো বেশির ভাগ সময়ই সামুতে কাটাই... ফেবু থেকেও অনেক বেশি ভাই...
আর ভাই আমি কাজী নজরুল ইসলামের মারাত্মক একজন ভক্ত... সেই জন্যে আপনার সাথে সব সময় কানেক্টেড থাকতে চাই..
ফেবু যদি চালান তাহলে আইডি লিংকটা কাইন্ডলি দিয়েন ভাই...
ভালবাসা অফুরান....
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৮ রাত ৯:২৮
অর্থনীতিবিদ বলেছেন: খুব ভালো কাজ করেছেন। ধন্যবাদ।