![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।
সাজবে বলে ভালো মানুষ
সবাই পড়ে কালো মুখোশ
যে মুখোশ পড়লে পরে
দোষগুলো রয় দৃষ্টির অগোচরে।
কেউ পড়ে ওই মিথ্যে মুখোশ
ঢাকতে তাদের সমস্ত দোষ
কেউবা আবার লয়, এই মুখোশেরই আশ্রয়
বড় করে তুলতে তাদের আত্নপরিচয়।
মুখোশধারীরা ভূবন জয় করতে চায়
মিথ্যে হাসি নতুবা কান্নার বাহানায়
এই মুখোশ দিয়েই হয় তারা অন্যজনের প্রিয় ব্যাক্তিত্ব
আবার এই মুখোশের কারণেই হারায় নিজের সব অস্থিত্ব।
মুখোশের হয় যখন উন্মোচন
হায়! ঘটে তাদের ছন্দপতন..
শাঁক দিয়ে যে মাছ ঢাকা যায়না
বোকার দল দেখি ! তাহার কিছুই জানে না
লেখার সময়কাল: ১৯-০৫-২০১৭
বিঃদ্রঃ লেখাটি ' বৃষ্টি বিন্দু ' আপু/ভাই এর কথায় শেয়ার করেছি।
২৩ শে মে, ২০১৮ ভোর ৪:১৮
আকতার আর হোসাইন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ... আপনাদের প্রশংসা, আমাদের অনুপ্রেরণা...
২| ২৩ শে মে, ২০১৮ ভোর ৪:৪৩
চাঁদগাজী বলেছেন:
আপনি কি ধরণের মুখোশ পরেন?
২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:১২
আকতার আর হোসাইন বলেছেন: মিথ্যে হাসিও হাসি না, কান্নাও করি না... কারো তোষামোদও করি না... স্পষ্ট বলতে পছন্দ করি...
তবে ভাল সাজার একটা চেষ্টা করি যতটুকু ভালো আমি নই...
৩| ২৩ শে মে, ২০১৮ ভোর ৬:২০
অনুতপ্ত হৃদয় বলেছেন: অনেক ভালো হয়েছে @... ভালো লাগলো
২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:১৫
আকতার আর হোসাইন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে.
৪| ২৩ শে মে, ২০১৮ সকাল ৮:৫৭
গালিব আফসারৗ বলেছেন: মুখোশে ঢাকা এই দুনিয়া।
২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:১৮
আকতার আর হোসাইন বলেছেন: দুনিয়া ভরে গেছে মুখোশে
বিশ্বাস করি কোন মানুষে...?
মন্তব্যের জন্য ধন্যবাদ....
৫| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: মৃত্যুই পরম মুক্তি। জীবদেহে আত্মা বন্ধী, বস্তুর মত ব্যাবহৃত হয়। কখন দেহের আবার কখনো মনের দাসত্ব করে। মৃত্যুর মাধ্যমে বস্তুতুল্য আত্মা পরমাত্মায় পরিনত হয়। এমনই মৃত্যু জীবনের কামনা হওয়া উচিত।
২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৩১
আকতার আর হোসাইন বলেছেন: জ্বি ভাই, এমন মৃত্যুই আমাদের কামনা হওয়া উচিৎ।
কি বলব। এমন অপূর্ব একটি মন্তব্য করেছেন যে আমি মনে করি আমার এই লেখাটাই সার্থক হয়েছে। ভালবাসা নিবেন...
৬| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: মুখোশের দুনিয়া, মুখোশের উন্মোচনে ছন্দপতন জেনে আশায় বুক বাঁধে হরদোম বোকার দল। ভাল লাগলো +++
শুভ কামনা রইল হোসাইন ভাই।
২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৩
আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর মন্তব্যের জনয়য় আপনাকে ধন্যবাদ.
আনাদের সুন্দর সুন্দর মন্তব্যে যেন আমার লেখাটিই সার্থক
৭| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:০৫
কথার ফুলঝুরি! বলেছেন: আসলেই কোনটা যে মানুষের আসল চেহারা তা বোঝা দায়! সবাই মুখোশ পরিহিত আর প্রয়োজনের এবং স্বার্থের সাথে সাথে সেই মুখোশ ও পাল্টায়।
কবিতা ভালো লেগেছে ভাইয়া
২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৮
আকতার আর হোসাইন বলেছেন: একটি মানুষের অনেক রুপ থাকে। যখন যেটা প্রয়োজন সেটা পড়ে নেয়। স্বার্থ শেষ হলে বা প্রয়োজন ফুরিয়ে গেলে আবার সে মুখোশ বদলে নেই। এইই দুনিয়া..
অসংখ্য ধন্যবাদ... সেই সাথে ভালোবাসা...
৮| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:০৩
কানিজ রিনা বলেছেন: খুব ভাল লিখেছেন। পাপি রয় মূখোশের
আড়ালে আসলে সেকি জানে আল্লাহ্
সবই দেখে। ধন্যবাদ।
২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:১৪
আকতার আর হোসাইন বলেছেন: শাঁক যিয়ে যে মাছ ঢাকা যায় না, বোকার দল তাহার কিছুই জানে না...
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে...
৯| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:০০
ব্লগার_প্রান্ত বলেছেন: কথা ছাড়াই লাইক
২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:২১
আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ ও ভালোবাসা.... প্রিয় প্রান্ত ভাই...
১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০৬
ইসিয়াক বলেছেন: আসলে আমরা প্রত্যেকটি মানুষ ই মুখোশধারি,বিভিন্ন প্রয়োজনে ,নিজের স্বার্থে ।
কবিতায় সত্যকথন ফুটে উঠেছে।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৮ ভোর ৪:০০
বৃষ্টি বিন্দু বলেছেন: বোকার দল আসলেই কিছু দেখেনা
অনেক ভালো লাগলো।।।