![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।
কাজী নজরুলের গানের বাণী থেকে জ্ঞান কুঁড়িয়ে কুঁড়িয়ে আনি।
কারণ, আমি করিরে চাই সত্যের সন্ধান, আমি সত্যের সন্ধানী।
সত্যরে করি মনেপ্রাণে পূজা, আমি হতে চাই সত্যের পূজারী
তাই তো শুনি নজরুলের গান, আমি নজরুলের অনুসারী।
জ্ঞানপিপাসু আমার, আমার এ তৃষার্ত প্রাণ
সর্বদাই করে বিশুদ্ধ আর সত্য জ্ঞানের সন্ধান।
পড়ে নজরুল গ্রন্থ, শুনে তাহার গান
অল্প অল্প করে স্বল্প অর্জন বিশুদ্ধ-সত্য জ্ঞান
সত্য বলিতে গিয়ে, সত্য লিখিতে গিয়ে যিনি যান জেলে
শিকলাবদ্ধ হয়েও যিনি ভিড়েন না অত্যাচারীদের দলে
সত্যের গলায় বিজয়মালা পড়াবার লাগি যিনি দিনের পর দিন করেন অনশন
করি বন্ধনা, গাহি তাহার গান, করি তাহার পথের অনুসরণ।
যার লেখায় নির্যাতিত ও নিপীড়িতের অধিকার ফিরে আসে
গরীব দুঃখী সর্বহারাদের কান্নার বন্যায় নিজেও যান ভেসে
যার কলম-তরবারির হুঙ্কারে মেলে সাম্য শান্তি মুক্তির জয়গান
জুরাইত আমার প্রাণ, রচে যেতে পারিলে তাহার তরে গান।
লেখার সময়কাল: ২৪-০৫-২০১৮
[বিশেষ দ্রষ্টব্য - কবিতা লেখার নিয়ম জানিনা, তবে একটু একটু ছন্দ মেলাতে পারি। ছন্দে ছন্দে মনের ভাবনাগুলো প্রকাশ করে আত্মতৃপ্তি পাই। কাজেই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি]
সিনিয়র ব্লগার ভাইদের কাছে জানতে চাচ্ছি, যদি একদিনে দুই বা তিনটি লেখা পোস্ট করি তাহলে কি কোন লেখা মুছে ফেলা হবে...?
অগ্রিম ধন্যবাদ।
২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:১০
আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ ভাই.... অবশ্যই.. আপনি তো মাত্র দুইদিনে প্রথম পাতায় এসে রেকর্ড করে ফেলেছিলেন.....
২| ২৪ শে মে, ২০১৮ দুপুর ২:৩২
সেলিম আনোয়ার বলেছেন: বিদ্রোহী কবি কাজী নজরুল নিয়ে চমৎকার স্মৃতিচারণ।
কবি অন্যায়ের আপোষ করেননি। জেল জুলুম পরোয়া করেন নি ।
২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:১৪
আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যনাদ আপনাকে....
৩| ২৪ শে মে, ২০১৮ দুপুর ২:৫১
আখেনাটেন বলেছেন:
অাজকে দেখি হিংসা-মদের মত্ত বারণ-রণে
জাগছে শুধু মৃণাল-কাঁটা আমার কমল-বনে।
উঠল কখন ভীম কোলাহল,
আমার বুকের রক্ত-কমল
কে ছিঁড়িল---বাঁধ-ভরা জল
শুধায় ক্ষণে ক্ষণে।
ঢেউ-এর দোলায় মরাল-তরী নাচবে না আনমনে। ---কবির লেখা আমার অন্যতম প্রিয় কবিতা।
---ভালো লাগল আপনার লেখা। শুভকামনা।
২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:১৭
আকতার আর হোসাইন বলেছেন: কবির প্রতিটি লেখায় যেন হৃদয় ছুঁয়ে দেয়। অত্যন্ত সুন্দর একটি মন্তব্য করে আমার লেখাটিকেই সার্থক করেছেন। ভালবাসা নিবেন...
৪| ২৪ শে মে, ২০১৮ দুপুর ২:৫৭
তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো
না একদিন দু তিনটি লেখা দিলে মুছে ফেলা হবে না,তবে একটি লেখা প্রথম পাতা থেকে সরে যাওয়ার পরই অন্য আর একটি লেখা দিবেন।
২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:২৭
আকতার আর হোসাইন বলেছেন: ওকে ভাই... প্রিয় তারেক ভাই, আরেকটা উপকার করতে হবে আমাকে। মানে কোন লিংক দিলে লিংকটা লিংকের নামেই দিতে চাই যাতে "click this link" লেখাটি না উঠে। আমি এইচটিএমএল কোড দিয়ে চেষ্টা করেছি। কাজ হয়নি। তারপরে লেখার সময় লিংক এড করার একটা অপশন আসে সেইখান থেকেও চেষ্টা করেছি।
এটি কাজ হয়েছে। কিন্তু লিংক যুক্ত করা লেখাটি ক্লিক করলে সেখানে প্রবেশ করে না। কারণ, এড্রেসে দেখায় লিংকটি একসাথে দুইবার এসেছে। আপনি অনুগ্রহ করে আমার এক পূর্ণ হওয়ার পরে যে পোস্টটি করেছি সেখানে গিয়ে একটু দেখুন।
"আমার কাণ্ডারি" লেখাটাতে ক্লিক করে দেখুন।
যদি সমাধান থাকে তাহলে ভাই একটু কষ্ট করে ফেবুতে আমাকে নক করিয়েন... অথবা এখানেই বলিয়েন...
৫| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৩১
বৃষ্টি বিন্দু বলেছেন:
অসম্ভব সুন্দর হয়েছে।
নজরুলের গাণের নৃত্য আপনার কবিতায় দৃশ্যমান।
২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৫২
আকতার আর হোসাইন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা..
৬| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৩
আবু তালেব শেখ বলেছেন: আমি যদি আরব্য হইতাম মদিনার ও পথ,,,,,,,,,,,,
২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৬
আকতার আর হোসাইন বলেছেন: আমি যদি আরব হতাম মদিনার ঐ পথ
মসজিদের ঐ পাশে আমার কবর দিও ভাই
নবী মোর পরশমণি
আল্লাহকে যে পাইতে চাই
কোথা সে মুসলমান
তাওহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম
প্রত্যেকটা গজল পাথরের মতো শক্ত হৃদয়কে মোমের মতো গলিয়ে দেয়, হৃদয় ছুঁয়ে দেয়...
৭| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:১৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৯
আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ প্রিয়...
৮| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৭
চাঁদগাজী বলেছেন:
আপনি লিখেছেন, "সত্য বলিতে গিয়ে, কি সত্য লিখিতে গিয়ে যান জেলে"
কি সত্য বলতে গিয়ে, কি সত্য লিখতে গিয়ে কবি নজরুল ইসলামের জেল হয়?
২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৮
আকতার আর হোসাইন বলেছেন: আমার মনে হয়, বিষয়টা আপনার অজানা নয়। আমাকে বিভ্রান্ত করার জন্যই প্রশ্নটি করেছেন।
যাইহোক, আমি নিশ্চিত নয় বলে উত্তর দিতে বাধ্যই এক প্রকার। নীচে বললাম..
সত্য বলতে গিয়ে বা লিখতে গিয়ে নয়, সত্য বলার কারণে, সত্য লিখার কারণে তাকে জেলে যেতে হয়...
আমার কৈফিয়ত কবিতায় কাজী নজরুল ইসলাম লিখেছিলেন,
প্রার্থনা করো যেন আমার রক্তলেখায় হয় তাদের সর্বনাশ
যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস।
আনন্দময়ীর আগমনে, প্রলয় শিখা, আমার কৈফিয়ত কবিতা কাজী নজরুল ইসলাম ইংরেজদের অত্যাচার অনাচার শোষণের বিরুদ্ধে কলম ধরেছিলেন বিধায় ইংরেজরা তাকে কারাবন্দী করেছিল।
৯| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:২৩
অর্ক বলেছেন: তাবৎ কবি সাহিত্যিকগণই অনুসরণযোগ্য। যেমন মহান কবি কবি কাজী নজরুল ইসলাম, তেমনি কবি জীবনানন্দ দাস, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, সত্যেন্দ্রনাথ দত্ত... এঁরা সকলেই সমসাময়িক। আরও অনেকেই আছেন। প্রত্যেকেরই সৃষ্টি সম্ভারে মহামূল্যবান রত্ন পড়ে আছে। আরও পড়ুন আরও জানুন।
অনেক শুভেচ্ছা আকতার আর হোসাইন।
২৪ শে মে, ২০১৮ রাত ৮:০৪
আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর পরামর্শ ও সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ....
১০| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৪
চাঁদগাজী বলেছেন:
সত্য, বা মিথ্যার জন্য জেল হয়নি, উনি "ধুমকেতু" পত্রিকায় কলোনিয়েল সিষ্টেমের বিপক্ষে লেখেন; অন্যেরাও লেখেন; সম্পাদক হিসেবে উনার জেল হয়।
২৪ শে মে, ২০১৮ রাত ৮:০১
আকতার আর হোসাইন বলেছেন: হলেও হতে পারে। তবে মূলত নজরুলকে জেলে যেতে হয়েছিল তার কবিতাগুলোর জন্য। তবে হ্যাঁ, তারই সম্পাদিত পত্রিকায় কবিতাগুলো প্রকাশিত হয়েছিল। আর এসব কবিতায় তিনি ইংরেজদের অত্যাচার অনাচারের চরম বিরোধিতা করেছিলেন।
যার ফলে তাকে জেলে যেতে হয়েছিল।
নজরুলকে কবিতা লেখার জন্যেই জেলে যেতে হয়েছিল এই সমস্ত বিষয়ে নীচে কয়েকটি পত্রিকার লিংক দিচ্ছি, সময় থাকলে পড়ে নিয়েন...
বিডিনিউজ টোয়েন্টি ফোর : https://arts.bdnews24.com/?p=14317
দৈনিক ভোরের ডাক: http://bhorer-dak.com/2016/06/01/48943.php
দৈনিক ইত্তেফাক: Click This Link
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৮ দুপুর ২:৩২
কাইকর বলেছেন: একদিনে ২-৩ টি পোস্ট করলে মুছে ফেলা হবে না। তবে,না করাটাই ভাল।কবিতা খানি খুব ভাল লাগলো। অনেক সুন্দর শব্দের গাঁথুনি। সময় পেলে আমার ব্লগে গিয়ে ঘুরে আসবেন।আমিও ব্লগে নতুন।