![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।
চলি তোমার নামে তোমারি সরল পথে
পথিমধ্যে কুচক্রী বসে থাকে ওতপেতে।
তারি পাতা ফাঁদে মোর দেহমনে কেবল, কেবলি আতঙ্ক
অতঃপর দিকভ্রান্ত হয়ে অনুসরণ করি কুচক্রীর পদাঙ্ক।।
সারাটিক্ষণ কুচক্রী দেয় মোরে ভয়ের তাগাদা
ভয়ে ভয়ে পাপের বুজা নিয়ে বেড়ায় আমি গাধা।
দিকে দিকে কুচক্রীর মায়াজাল
যাই আমি কোথা?
সর্বত্রই তার ফাঁদ পাতা
তবে কি মোর মানবজনম যাবে বৃথা?
কুচক্রীর কুমন্ত্রণা ও প্ররোচনায় পড়ে
যাই তোমার পথ থেকে দূরে, বহুদূরে।
তার ধোঁকায় আমি আজ বিবেকের আয়নায় পথভ্রষ্ট, জীব নিকৃষ্ট
তুমিতো চাইলেই আবার বানাতে পার মোরে জীবকুলের শ্রেষ্ঠ।।
সর্বত্র সর্বদা কুচক্রীর কুচক্রে আমি বিপথগামী
তুমি ছাড়া নেই কোন রক্ষাকর্তা ওগো অন্তর্যামী।
হে আমার প্রভু, তোমার সরল পথে কর প্রদর্শন
মোর অন্তর করোনা তোমার সত্য হতে লঙ্ঘন।
একটু যদি করুণা হয়গো তোমার
বিপথে নেবে এমন সাধ্য আছে কার?
আমি পাপী তাই আছি অধীর অপেক্ষায়
কুচক্রী থেকে বাঁচতে তোমার যেন করুণা পায়।
চাই তোমার কুদরতি শীতল কুলে আশ্রয়
তুমি তো মহাদাতা, পরম দয়াময়।।
লেখার সময়কাল : ৭ জুন ২০১৮
০৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৮
আকতার আর হোসাইন বলেছেন: ভুলগুলো শুধরে দিন প্লিজ... অনেক উপকৃত হব..
২| ০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৫২
স্বচ্ছ দর্পন বলেছেন: সব কুচক্র থেকে দুরে রাখতে পারেন শুধু সৃষ্টিকর্তা
আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো
ভালোবাসার প্রকারভেদ - স্বচ্ছ দর্পন
০৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৭
আকতার আর হোসাইন বলেছেন: এই জন্যেই মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা চেয়েছি তেমন করে যেমন করে সূরা আল এমরানের ৮ নং আয়াতে বলেছেন...
হে আমার প্রভু, তোমার সরল পথে কর
প্রদর্শন
মোর অন্তর করোনা তোমার সত্য হতে
লঙ্ঘন।
একটু যদি করুণা হয়গো তোমার
বিপথে নেবে এমন সাধ্য আছে কার?
অসংখ্য ধন্যবাদ আপনাকে....
৩| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৪০
লাবণ্য ২ বলেছেন: সুন্দর
০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৫
আকতার আর হোসাইন বলেছেন: অসংখ্য ধন্যবাদ....
৪| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৬
বিজন রয় বলেছেন: কিছু বানান ভুল আছে ঠিক করে দিন।
০৯ ই জুন, ২০১৮ সকাল ৭:২৮
আকতার আর হোসাইন বলেছেন: শুধরে দিলে উপকৃত হতাম..
।
৫| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:২৯
রাজীব নুর বলেছেন: কুচক্রী শব্দটা এত বার করে লিখেছেন কেন?
০৯ ই জুন, ২০১৮ সকাল ৭:৩০
আকতার আর হোসাইন বলেছেন: কিছুটা দৃষ্টিকটু হয়েছে হয়তো... ধন্যবাদ ভাই...
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৫
সনেট কবি বলেছেন: কিছু ভাষাগত ত্রুটি রয়েছে।