নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com \n \nফেসবুক আইডি : Akter R Hossain \n\n\nফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

আকতার আর হোসাইন

খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।

আকতার আর হোসাইন › বিস্তারিত পোস্টঃ

বইকে ভালোবাসলে, বইও আপনাকে ভালবাসবে, তার প্রেমে মশগুল।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৬

এতদিন বই পড়তাম, কিন্তু খুব, খুব কম। মাসে সর্বোচ্চ তিন বা চারটি। এর বেশি ভুলেও পড়া হতো না।

কিন্তু ইদানীং বইয়ের নেশাটা মারাত্মক হারে বাড়ছে। পরীক্ষা চলছে। তারপরেও এক সপ্তাহে তিনটা বই পড়া হল।

গতকাল বাংলাদেশ জেতার একটু পরই হুমায়ুন আহমেদ এর হিমু সিরিজের "দরজার ওপাশে" শুরু করি। মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আধা ঘন্টার মতো পড়ে ঘুমিয়ে পড়ব।আর বাকিটা সকালে ঘুম থেকে উঠার পর।
কিন্তু সময়ের কথা কি বলবো আসলে।

আধা ঘন্টা হয়েছে কিনা চেক কিরতে গিয়ে দেখি ৩ বেজে ৫৮ মিনিট। রীতিমতো অবাক হই। তারপর ঘুমাই..
....

এক সময় ভাবতাম। আমার দ্বারা কখনো কোন সময় বই টই পড়া হবে না। হলেও সেটা খুব কম।

কিন্তু এই বই এর জগতটা হল জোছনার মত। যে জোছনার অপরূপ সৌন্দর্যের সন্ধান পায় না সে কখনো জোছনা উপভোগ করতে পারে না। আর যে একবার সেই সৌন্দর্যের সাগরে ডুব দিতে সক্ষম হয়। তখন জোছনা তাকে ছাড়ে না। জোছনা তাকে টানে, আকর্ষিত করে, তার প্রেমে মশগুল করে তুলে

বইও আমার কাছে তেমনি মনে হয়।
যে একবার বই পড়ার মজা পেয়ে যায় সে বই জগতে আটকা পড়ে। চাইলেও বের হতে পারে না। বই তাকে তার প্রেমে মশগুল করে তুলে।

এই নেশাটা যদিও দরকার ছিল, তবুও বোধ হয় আমার জন্যে ভালো হবে না। কারণ বেশিরভাগ সময়েই যে পিডিএফ ফাইল পড়তে হয় আমাকে।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

ডার্ক ম্যান বলেছেন: আপনি কোন ধরণের বই পড়তে পছন্দ করেন

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১১

আকতার আর হোসাইন বলেছেন: বই পড়া বলতে গেলে মাত্রই শুরু করেছি। রহস্যোপন্যাস পছন্দ আমার... ভালবাসা জানবেন..

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৭

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ চাচাজি...

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হুমায়ূন আহমেদের বই পড়লে সময় কাটে, মাথাও একটু আধটু খোলে। তবে আহমদ ছফা বেস্ট।।

বই পড়ে পারলে তার রিভিউ দিন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১

আকতার আর হোসাইন বলেছেন: রিভিউ লিখি মাঝে মাঝে.. তাছাড়া এখন পরীক্ষা চলছে এখন। ধন্যবাদ....

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৩

মনিরা সুলতানা বলেছেন: কিন্তু এই বই এর জগতটা হল জোছনার মত। যে জোছনার অপরূপ সৌন্দর্যের সন্ধান পায় না সে কখনো জোছনা উপভোগ করতে পারে না। আর যে একবার সেই সৌন্দর্যের সাগরে ডুব দিতে সক্ষম হয়। তখন জোছনা তাকে ছাড়ে না। জোছনা তাকে টানে, আকর্ষিত করে, তার প্রেমে মশগুল করে তুলে


সুন্দর বলেছেন !!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১২

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ ও ভালবাসা জানবেন...

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: আড্ডা না দিয়ে বই পড়া ভাল।
অনেক ভালো।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

আকতার আর হোসাইন বলেছেন: হ্যাঁ ভাই, আড্ডার চেয়ে হাজারগুনে বই পড়া ভালো। কিন্তু পিডিএফ পড়ি তো চোখ নিয়ে খানিকটা চিন্তিত।

৬| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: বই ই তো আমার প্রথম প্রেম,প্রথম ভালোবাসা B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.