নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com \n \nফেসবুক আইডি : Akter R Hossain \n\n\nফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

আকতার আর হোসাইন

খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।

আকতার আর হোসাইন › বিস্তারিত পোস্টঃ

মাশরাফি ভাইয়ের জন্যে হলেও এবারের এশিয়া কাপটা খুব করে চাই- আকতার আর হোসাইন

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৩

মনে পড়ে ২০১৫ সালের সেই বাংলাদেশ দলটির কথা যখন বাংলাদেশের সিনিয়র প্লেয়ারদের পারফর্মেন্স ছাড়ায় বাংলাদেশ হেসে খেলে জিততো।


সাব্বির, সৌম্য, আর আমাদের ড্যাশিং ওপেনার তামিম ভাই এত ভালো খেলতো যে সাকিব ভাই, মুশি ভাই, রিয়াদ ভাই তোহ ভালোমতো ব্যাটিং এর সুযোগই পেত না।

আর বোলিংয়ে অদম্য অপ্রতিরোধ্য মুস্তাফিজ। যার একেকটা বল ছিল বিষের মত। মূলত তার বিষাক্ত বোলিং এর হাত ধরেই সে বছর বাংলাদেশের এত সব অভাবনীয় সাফল্য এসেছিল।

মুস্তাফিজের বলে ব্যাটসম্যানরা রান করবে দূরের কথা, নিজেকে বাঁচাতেই কষ্ট হত।

সেই বছরই বাংলাদেশ প্রথমবারের মতো ইন্ডিয়া, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে।


তখনকার সাব্বির, সৌম্য বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিল। সাকিব ভাই, তামিম ভাই, মাশরাফি ভাই, রিয়াদ ভাই মুশি ভাইয়য়েরা অবসরে চলে গেলে অন্তত আমাদের টিমটাকে আগলে রাখার মতো প্লেয়ার আছে- এটা ভেবে আমরা ক্রিকেটপ্রমীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পাড়ছিলাম।

কিন্তু তারা ফর্ম হারিয়ে ফেলে। ধারাবাহিতারর অভাব আছে। ঘুরেফিরে বাংলাদেশকে নির্ভর করতে হয় ওই সিনিয়র পঞ্চপাণ্ডব- মাশরাফি ভাই, তামিম ভাই, মুশি ভাই, সাকিব ভাই এবং রিয়াদ ভায়ের উপরে।

এদের উপরে নির্ভরতা যত বাড়ছে তত ভয়ের কারণ দেখা দিচ্ছে। কারণ এরা সব সময় খেলবে না। আজকে যারা নতুন তাদেরকেই আমাদের ভবিষ্যৎ। লিটন,মিরাজ, মুস্তাফিজ, সৌম্য। এরাই বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি।
.
এরা এখনই ফুরিয়ে যাই নাই। টিমকে অনেক কিছুই দেয়ার আছে। প্রয়োজন প্রচুর হার্ডওয়ার্ক করে নিজেকে গড়ে তোলার। তাদের আইডল তাদের সামনেই আছে। পঞ্চপাণ্ডবইই হল তাদের আইডল। মিরাজের জন্যে সাকিব ভাই সবচেয়ে বড় আইডল।
.
এশিয়া কাপ ফায়নাল। আফসোস, দুজন অপরিহার্য প্লেয়ার দলে নেই। কিছুটা টেনশান হচ্ছে, ইশ এই ফায়নালটা যদি তারা খেলতে পারত।
.
সৌম্য আজ খারাপ খেলেছে। আশা করি ফায়নালে আরেকটা সুযোগ পাচ্ছে। বেটা আর, আরেকটিবার জ্বলে উঠ না ভাই।

মুস্তাফিজ তার ফর্ম ফিরে পাচ্ছে ধীরে ধীরে। এক মুস্তাফিজ যদি তার খেলাটা খেলতে পারে আমার বিশ্বাস বাংলাদেশের কাছ থেকে শিরোপা ভারত কোনভাবেইই নিতে পারবে না।

ভাই মুস্তাফিজ,

আরেকটিবার, কেবল আরেকটিবার

তুমি তোমার স্বরূপে ফিরে এসো।
.

হতে পারে এটাই মাশরাফি ভাই এর শেষ এশিয়া কাপ। এই লোকটার জন্যে হলেও আমাদের একটা শিরোপা খুব দরকার।

আশা করি, তীরে এসে এবার তরী ডুবানো হবে না।

ইনশাআল্লাহ, এবার আমাদের ঘরেই ট্রফি আসবে।
.
ইনশাআল্লাহ...
টাইগাররা ইতিহাস গড়বে

স্বপ্নের ট্রফিতে চুম্বন খাবে

থাকবে না সাকিব ভাই, তামিম ভাই,
কিছুটা আফসোস হবে।
.
তরুণ তুর্কিরা উঠলে জ্বলে
দেখবে টাইগারের হুংকার কাকে বলে।

অনেক অনেক শুভকামনা টিম টাইগারের জন্যে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:১৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ফাইনালে সবাই মাথাটা একটু ঠান্ডা রেখে খেললে এবং নার্ভাস না হলে কোনো কিছুই অসম্ভব নয় |

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০০

আকতার আর হোসাইন বলেছেন: হ্যাঁ, আমিও তাই মনে করি। মন্তব্যের জন্যে ধন্যবাদ আপনাকে।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০২

বলেছেন: সহমত -ফাইনাল টা চাই আমাদের

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১০

আকতার আর হোসাইন বলেছেন: ইনশাআল্লাহ এবার হয়ে যাবে....

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৪

সনেট কবি বলেছেন: এবার অবশ্যই কাপটা চাই। কত আর পিরিচে চা পান করব?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৩

আকতার আর হোসাইন বলেছেন: হাহা... ভালো লাগলো মন্তব্যটা.. এবার কাপ দিয়েই চা পান করা যাবে।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ফাইনালে সবাই মাথাটা একটু ঠান্ডা রেখে খেললে এবং নার্ভাস না হলে কোনো কিছুই অসম্ভব নয় |


সহমত।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৬

আকতার আর হোসাইন বলেছেন: আমিও ওনার সাথে সহমত। লাক একটা বড় ফ্যাক্টর কিন্তু ভাই। নাহলে দুইজন অভিজ্ঞ জেনুইন ব্যাটসম্যান থাকতেও কিভাবে ৩ বলে ২বকরতে ব্যর্থ হয়।

এবার পজিটিভ কিছু হবে ইনশাআল্লাহ...

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

বিজন রয় বলেছেন: ব্যক্তির চেয়ে দেশ বড়।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৭

আকতার আর হোসাইন বলেছেন: অবশ্যই ব্যক্তির চেয়ে দেশ বড়.. এখানে বা বলা হলো কোথায়।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

নজসু বলেছেন: পুরো বাংলাদেশ তাকিয়ে আছে ভাই। হোক না একটা ম্যাজিক।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৮

আকতার আর হোসাইন বলেছেন: ইনশাআল্লাহ, এবার হয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

কে ত ন বলেছেন: ক্রিকেটের কোন ফরমেটেই ফাইনালে জেতার অভিজ্ঞতা বাংলাদেশের নেই। এবারও বাংলাদেশ হারবে নিশ্চিত। এমনিতেই ভারতের সামনে হাঁটু কাপে, তার ওপর দলে পঞ্চপান্ডবের প্রধান দুই পান্ডবই (তামিম ও সাকিব) নেই। বাংলাদেশ জিতবে এই আশা করেন কেমন করে?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২১

আকতার আর হোসাইন বলেছেন: স্টিফেন কিং বলেছেন, "Hooe is a good thing, maybe the best of things, and no hope ever dies."


অভিজ্ঞতায় ভারত অবশ্যই এগিয়ে। যেকোন দিক দিয়েই কাগজে কলমে ভারতই এগিয়ে।

তাই বলে আশা করতে দোষ কি....???

বেশি প্রত্যাশা করলে কষ্ট পেতে হয় যদিও.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.