![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।
স্মার্টফোনের ছড়াছড়ি নতুনত্বের এই যুগে
সেলফি রোগে কে না ভোগে?
ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, বন্ধু-বান্ধবসহ সর্বমহলে
আবেগঘন উচ্চ্বাসে স্মার্টফোনে সেলফি তুলে সকলে
অটোগ্রাফ-ডায়েরীর প্রতিচ্ছবি সেলফির ধরণ ধারণের বহুরুপ
সেলফির মাঝেই যেন জমা হয় শত শত স্মৃতির স্তুপ
আনন্দ-ভ্রমণও লোকের কাছে নিরানন্দ সেলফি ছাড়া
তাই ছোট বড় সবাই সেলফি তুলাতেই মাতোয়ারা
অখ্যাত সাধারণ মানুষ থেকে শুরু করে বিখ্যাত সেলিব্রেটি
সেলফিতেই যেন জমা রাখে আনন্দ বেদনার মুহুর্ত প্রতিটি
কি বলবো আফসোসের কথা!
সেলফির কারণে অলেখা থেকে যায় স্মৃতির পাতা
কিছুটা বিষাদগ্রস্ত মন মম
তবু বলি জানিয়ে নতুনত্বকে স্বাগতম
স্মার্টফোনের ছড়াছড়ি প্রযুক্তির এই পৃথিবীতে
অলেখা কাব্য সব বেঁচে থাকুক সেলফিতে
[একটি লেখা প্রতিযোগিতারর জন্য বহু আগে লিখেছিলাম। বিষয় ছিল সেলফি। কিন্তু আমি প্রথম হবো বলে লেখাটি আর পাঠাইনি। হাহা...]
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০
আকতার আর হোসাইন বলেছেন: প্রিয় রাজীব নূর ভাই, ধন্যবাদ আপনাকে..
গুগলে সার্চ দিয়ে দেখলাম, এটি হল থমাস গ্রে এর উদ্ধৃতি যার অর্থ এরকম দাঁড়ায়। [অর্থটিও দেখতে হল ওয়েবসাইট ঘুরে, ইংরেজিতে আমি দুর্বল, এই কারণে।]
সম্পূর্ণ ফুল একটি ফুল অদৃশ্য
অঙ্কুর জন্ম হয়,
এবং মরুভূমি বায়ু তার মিষ্টিতা নষ্ট।
এইখানে ভাই, এই মন্তব্যের অর্থ বুঝলাম না।
২| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:১৬
তারেক ফাহিম বলেছেন: সেলফি কাব্য
রজিব ভাইর মন্ত্যটি আমিও ঠিক বুঝলাম না
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৮
আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ ভাই.. রাজীব নূর ভাই সব সময় ব্লগে একটিভ থাকেন। এবং সব সময় লেখায় মন্তব্য করেন। শাদাকে শাদা বলেন। কালো কালো বলেন।
কিন্তু প্রায় সময় এমন কিছু মন্তব্য করেন যেগুলো আমরা বুঝে উঠতে পারি না।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:২০
রাজীব নুর বলেছেন: Full many a flower is born to blush unseen/ And washed its sweetness in the desert air .