নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com \n \nফেসবুক আইডি : Akter R Hossain \n\n\nফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

আকতার আর হোসাইন

খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।

আকতার আর হোসাইন › বিস্তারিত পোস্টঃ

আমার অসম্ভব প্রিয় বইগুলোর একটি \'মেঘ বলেছে যাব যাব\' - রিভিউ

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩



জীবন মানেই সংগ্রাম। তবে মধ্যবিত্তের সংগ্রামটা বোধ হয় একটু বেশিই থাকে। মধ্যবিত্তের একজন বেকার যুবকের চাকরির হাহাকার থাকে, থাকে তাঁর ব্যর্থ প্রেমের করুণ গল্প, আরো থাকে ভালো না থেকেও ভালো থাকার মিথ্যে অভিনয়।

মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রায় থাকা সুখ-দুঃখ, চাওয়া-পাওয়া, প্রেম-ভালবাসা কিংবা স্বপ্ন সব কিছুর মিশ্রনে রচিত অসাধারণ একটি উপন্যাস - 'মেঘ বলেছে যাব যাব'।

বইটির ফ্ল্যাপের লেখাগুলো যে কাউকেই আকৃষ্ট করবে।

"মেঘ বলেছে যাবো।আকাশের মেঘেরা

কি কথা বলে? তারা কি যেতে চায়
কোথাও? তারা কোথায় যেতে চায়?

বর্ষর ঘন কালো আকাশের দিকে
তাকিয়ে চিত্রলেখার হঠাৎ এই কথা
মনে হল। দশ-বার বছরের কিশোরীর মনে
এর রকম একটা চিন্তা আসতে পারে,
চিত্রলেখার বয়স পঁচিশ। এ রকম উদ্ভট
তার জন্যে স্বাভাবিক নয়। তবুও কেন
জানি নিজেকে তার মেঘের মতো মনে
হয়। তার কোথায় জানি যেতে ইচ্ছা
করে।

এ রকম ইচ্ছা তো সব মানুষেরই
করে। সব মানুষের ভেতরই কি তাহলে
এক টুকরা মেঘ ঢুকে আছে, যে কেবলি
কোথাও যেতে চায়?"



আমাদের রোজকার প্রিয়,অপ্রিয়, চাওয়া এবং না চাওয়ার বাস্তব ঘটনাগুলো এই বইটিতে গল্পের মোড়কে রূপায়িত করেছেন হুমায়ূন আহমেদ।

গল্পটা সত্যিই অনেক কষ্টের, অনেক বেদনার। হৃদয়ের গভীর থেকে বেদনাগুলো ফোঁটা ফোঁটা জলকণা হয়ে চোখ থেকে ঝরে পড়েছে বারবার।

শেষের দিকে কষ্টটা একটু কমেছিল। কান্নাটা একটু থেমেছিল। কিন্তু সেটা দীর্ঘ হয়নি।খুব সুখকর না হলেও তখন দুঃখের গাঁয়ে একটু প্রলেপ দেয়া সম্ভব হয়েছিল।

কিন্তু একদম শেষ পাতার লেখাটা দুঃখটাকে আরো আরো তীব্র করে দিয়েছিল। হৃদয়ের গভীর থেকে বেদনাগুলো ফোঁটা ফোঁটা জলকণা হয়ে চোখ থেকে তখন দ্বিগুণ বেগে ঝরে পড়তে শুরু করে।

"বাস্তব কখনো গল্পের মত হয় না। বাস্তবের রীনা ফিরে আসে না। বাস্তবের হাসানদের সঙ্গে কখনো বুড়িগঙ্গার জলের উপর চিত্রলেখার দেখা হয় না। তবে বাস্তবেও সুন্দর সুন্দর কিছু ব্যাপার ঘটে। যেমন - লিটনের ফুটফুটে একটা মেয়ে হয়। লিটন তার বন্ধু হাসানের পাঠানো দুটি নাম থেকে একটি নাম তার মেয়ের জন্য রাখে। দুটি নামের কোনটাই তার পছন্দ না-তিতলী, চিত্রলেখা । তারপরেও সে মৃত বন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মেয়ের নাম রাখল - "চিত্রলেখা"।

জীবন বয়ে যায়। আবার এক নতুন গল্প শুরু হবে নতুন চিত্রলেখাকে নিয়ে। কোনো এক লেখক লিখবেন নতুন গল্প, আশা ও আনন্দের অপূর্ব কোনো সঙ্গীত।"

.
শুধু হুমায়ূন আহমেদই না, সব মিলিয়ে যে কয়েকটি বই আমার অসম্ভব প্রিয় তার মধ্যে অন্যতম হল 'মেঘ বলেছে যাব যাব'।

'বই পড়ে কি লাভ?' বলা ছেলেপিলেরা যার লেখা পড়ে আস্ত বইপোকা বনে গিয়েছেন, লাখো তরুণ তরুণীর হৃদয় জুড়ে যার অবস্থান, সেই প্রিয়, সেই নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর জন্মদিন আজ। ১৯৪৮ সালের আজকের এই দিনে (১৩-১১-১৯৪৮) তিনি পৃথিবীতে এসেছিলেন।

প্রার্থনা করি, আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উঁচা মাকাম দান করেন। আমিন।

বইটির প্রকৃত মূল্য জানতে পারিনি। বিভিন্ন রিভিউতে দেখলাম কেউ লিখেছেন ২৫০ মুদ্রিত মূল্য আবার কেউ লিখেছেন ৩২৫ টাকা।
যাইহোক, হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে রকমারিতে ২৫-৩০% ছাড়ে তার বই পাওয়া যাচ্ছে। যারা কিনে পড়তে উৎসাহী রকমারি থেকে বিশাল এই ছাড়টা মিস করবেন না।

আর যারা আমার মতো গরিব তাঁদের জন্য নীচে পিডিএফ লিংক দিলাম।

বই হোক পৃথিবীর, পৃথিবী হোক বইয়ের।

পিডিএফ ডাওনলোড লিংক: http://www.mediafire.com/?8686fma3f3sd5ua

বিঃদ্রঃ রিভিউটি হুমায়ূন আহমেদ এর জন্মদিন উপলক্ষে লিখেছিলাম।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

শাহারিয়ার ইমন বলেছেন: পড়া হয়েছে অনেক আগেই ।ভাল লেগেছিল খুব ।
আরেকটা বই আরো বেশি ভাল লেগেছিল "আকাশ জোড়া মেঘ " ।

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ জানবেন। বইটা লিস্টে নিলাম।

আকাশ জোড়া মেঘ কি হুমায়ূন আহমেদ এরই কোন বই..??

২| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: বইটা পড়ব।
রিভিউ ভালো হয়েছে।

মেঘ নিয়ে আরেকটা বই -
মেঘ বলে চৈত্রে যাব
আহসান হাবিব এর লেখা.....

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

আকতার আর হোসাইন বলেছেন: আহসান হাবিবের বইটা কেমন লেগেছে...?? পিডিএফ থাকলে পড়ব অবশ্যই...

৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

নজসু বলেছেন:



হুমায়ূন স্যারের প্রায় সব বই আমি পড়েছি।
সব বই-ই আমার পছন্দের।

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

আকতার আর হোসাইন বলেছেন: মাশা আল্লাহ... সবচেয়ে প্রিয় বইগুল নিয়ে রিভিউ দিতে পারেন। পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ জানিবেন..

৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

মাহমুদুর রহমান বলেছেন: জীবন বয়ে যায়। আবার এক নতুন গল্প শুরু হবে নতুন চিত্রলেখাকে নিয়ে। কোনো এক লেখক লিখবেন নতুন গল্প, আশা ও আনন্দের অপূর্ব কোনো সঙ্গীত।"

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

আকতার আর হোসাইন বলেছেন: আহ.. লেখাটা পড়লেই কষ্টে হৃদয়টা মোচড় দিয়ে উঠে। ভালবাসা জানবেন..

৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদের সব বই গুলোই আমার প্রিয়। অসম্ভব প্রিয়।

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

আকতার আর হোসাইন বলেছেন: কিছু বই নিয়ে রিভিউ লিখে আমাদের মনের খোরাক মেটায়েন প্রিয় রাজিব ভাই..

৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

শাহারিয়ার ইমন বলেছেন: হ্যা হুমায়ূন আহমেদের বই ।

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

আকতার আর হোসাইন বলেছেন: কি বুঝাতে চাইলেন বুঝলাম।।বইটা হুমায়ূন আহমেদ এরই..

৭| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আহসান হাবিবের বইটা কেমন লেগেছে...?? পিডিএফ থাকলে পড়ব অবশ্যই...
সব বই ই কি পিডিএফ এ পড়েন নাকি B:-)

কেমন লেগেছে বলব না ;)
রিড ইট B-))

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

আকতার আর হোসাইন বলেছেন: গরিব ভাই... প্রতি বছরের জন্য ৫০০ টাকা বাজেট রাখি.. অধিকাংশ সময়েই পিডিএফ পড়তে হয়। এই ৫০০ টাকাও আলাদা করতে অনেক কষ্ট করতে হয়...

ওকে।। কেমন লেগেছে বলতে হবে না.. পড়ার লিস্টে নিয়ে নিলাম। নোটেড..

৮| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ডাউনলোড করলাম। পড়ে দেখি কেমন লাগে

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

আকতার আর হোসাইন বলেছেন: আপনার উৎসাহে আমার রিভিউ স্বার্থক। ভালবাসা জানবেন..

৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

কালো_পালকের_কলম বলেছেন: আমার প্রিয় একটা উপন্যাস

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

আকতার আর হোসাইন বলেছেন: গল্পটা রোজকার জিবনের বাস্তব ঘটনা। একে বলা যেতে পারে, জিবনের গল্প, গল্পের জীবন। প্রিয়তো হবেই। পাঠ ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১০| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৩২

উম্মে সায়মা বলেছেন: আমার অসম্ভব প্রিয় একজন লেখক।
'শান্তিতে ঘুমাও তুমি গল্পের যাদুকর.....'

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

আকতার আর হোসাইন বলেছেন: সময় হলে অসম্ভব প্রিয় লেখকের কিছু বইয়ের রিভিউ দিয়ে আমাদের মনের খোরাক মিটিয়েন...!

'শান্তিতে ঘুমাও তুমি গল্পের যাদুকর.....'

১১| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৬

পল্লব কুমার বলেছেন: অসম্ভব সুন্দর বই একটা। আমার অনেক প্রিয়।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

আকতার আর হোসাইন বলেছেন: বাহ। ভাল লাগলো। পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

১২| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: আমি একদম নতুন । পিডিএফ ডাউনলোড করে পড়বো ।

শুভকামনা প্রিয় হোসাইনভাইকে।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

আকতার আর হোসাইন বলেছেন: আপনার উৎসাহে খুশি হলাম। পাঠ। মন্তব্যের জন্য ধন্যবাদ জানিবেন

১৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট করার জন্যে।

১৪| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: পিডিএফ দিয়ে ভাল করেছেন, মূল্য খোঁজতে গিয়ে আপনার মত মতপার্থক্যে ভুগতে হবে না! এক ক্লিকে ডাউনলোডকরে নিব ;)
হুমায়ূন আহমদের "দেয়াল" আমাকে বেশি আকর্ষিত করেছিল।

ধন্যবাদ; সুন্দর রিভিউয়ের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.