![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।
বসন্তের সুশোভিত সুরভিত ফুলের ঘ্রাণে
পাখিদের মন মাতানো প্রাণ ভুলানো গানে
রঙ লেগেছে মোর বিষাদে ভরা প্রাণে
আজি বসন্তের সূচনা দিনে
মোর দেহ-মনের ঝংকার মিশেল ঐকতানে
অনাগত আগামীর স্বপ্নপানে
স্বপ্নফুল উঠুক ফুটে পুষ্পহীন কাননে
আজি বসন্তের সূচনা দিনে
আজি বসন্তের সূচনা দিনে
সবার জীবন হোক স্বর্গীয় স্বপ্নের
আর সূচনা হোক অন্যরকম একটা গল্পের
আজি বসন্তের সূচনা দিনে।
-------- আকতার আর হোসাইন
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
[পহেলা ফাল্গুন ১৪২৫]
ফুল ফুটুক কিংবা না ফুটুক আজ বসন্ত। ব্লগের সবাইকে বসন্তের ফুলেল শুভেচ্ছা জানাই।
ফাগুন এসেছে প্রাণ মাতাতে তোমার আমার
শুভেচ্ছা নাও প্রিয় বন্ধু আমার।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৭
ল বলেছেন: বাসন্তী শুভেচ্ছা প্রিয় আকতার ভাই,
সুচনা হোক অন্য রকম গল্পের - এটাই চাওয়া।
ভালো থাকুন।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২২
চাঁদগাজী বলেছেন:
মোটামুটি ভালো হয়েছে কবিতা
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪০
কাওসার চৌধুরী বলেছেন:
বসন্ত নিয়ে কবিতা, গান সবই ভাল লাগে। আপনার এলোমেলো কবিতাটি ভাল লেগেছে। আপনার লেখার হাত ভাল। চেষ্টা অব্যাহত থাকুক। এক সময় দারুন কবিতা ঠিকই পাব। প্রিয় ভাইকে পয়লা ফালগুণ আর ভ্যালেন্টাইন ডে'র শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১১
পদাতিক চৌধুরি বলেছেন: আমার ভালো লেগেছে এলোমেলো বসন্ত ।
ফুল ফুটুক কিংবা না ফুটুক আজ বসন্ত ..
বাসন্তিক শুভেচ্ছা রইল।