![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।
আসুন এই রাত্তিরে একটা গান শুনি... আত্মা শুদ্ধ করার গান...
লিরিক শেষ হলে সামু বিষয়ক কথা আছে। কিভাবে সামুতে ঢুকা যাবে, ছবি যোগ করা যাবে সেসব নিয়ম।
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা।
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না।।
আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে।
কি জাত হবা যাবার কালে
সেই কথা ভেবে বলো না।।
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
এক জলে সব হয় গো শুচি।
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছাড়বে না।।
গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কী ক্ষতি হয়।
লালন বলে জাত কারে কয়
এই ভ্রম তো গেল না।।
জাত গেলো জাত গেলো বলে
একি আজব কারখানা।
ব্লগে হাহাকার চলতেছে। পোস্ট কম পড়ছে। মন্তব্যও কম হচ্ছে। অনেকে ব্যস্ততার কারণে ব্লগে আসতে পারছে না।
তবে বেশিরভাগই আসতে পারছে না আই এস পি এস এর সমস্যার কারণে। আবার অনেকে ভিপিএন ব্যবহার করে ঢুকতেছে। কিন্তু ছবি আপলোড করতে পারছে না।
নীচের লিংক দেয়া পোস্টটি দেখেন... উপকার হলেও হতে পারে..
লিংক: Click This Link
আমি অপেরা মিনি দিয়ে চালাই। কোন সনস্যা হচ্ছে না। কোন ঝামেলা ছাড়াই ঢুকতে পারছি সহজভাবে। ছবিও যোগ করতে পারছি সহজভাবে। যাদের ছবি আপলোড করতে সমস্যা হচ্ছে আপনারা অপেরা মিনি ব্যবহার করে দেখতে পারেন।
আপনাদের ধোঁকা দিলাম বোধ হয়।তবে ইচ্ছাকৃত নয়। দুদিন আগেও আমি ছবি যোগ করতে পেরেছিলাম অপেরা মিনি দিয়ে। কিন্ত এখন পারছিনা।
যাইহোক সবাইকে শুভ রাত্রি।
একদিন আমাদের এই দুর্দিন কেটে যাবে। বসন্ত আসবে আবার। নতুন নতুন ফুল ফুটবে ব্লগে। ফুলের সৌরভ ছড়াবে প্রতিটি ব্লগার, প্রতিটি লেখক ও প্রতিটি পাঠকের মনে।
ইনশাআল্লাহ একদিন বসন্ত আসবে। সেই বসন্ত আসার অপেক্ষায় আমরা।
১২ ই মার্চ, ২০১৯ সকাল ১১:০৯
আকতার আর হোসাইন বলেছেন: হ্যাঁ... এমন মর্মস্পর্শী গান খুব কমই আছে...
নিরভে নিভৃতে এই গানটা শুনলে...
আর গানের মর্মকথা ভাবলে চোখে জল এসে যায় ভাই...
মনে হয় আমরা আসলে মানুষের দলে পড়ি না...
ঘৃণা করি... পেশাকে অসম্মান করি..
অথচ আমরা একই জলে সূচিত হব...
আসার আগে একই জাত ছিলাম...
যাববার পরর একই জাতে হবে..
তবুও..
২| ১২ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৫০
রাজীব নুর বলেছেন: দারুন মর্মস্পশী গান। যা মুগ্ধ করে বারবার।
১২ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১১
আকতার আর হোসাইন বলেছেন: চোখে জল এনে দেয়ার মত একটি গান।
৩| ১২ ই মার্চ, ২০১৯ সকাল ১১:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: লালন গুরুর গানতো গান নয় জ্ঞান।
বুঝতেই জনম যায়- - - -
আপনার শেষ লাইন পড়ে মনে পড়লো গানটি
বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে - -
কবে আসবে সামুর সে দিন
মন বসে ভাবে সইগো মন আশায় হাসে
১২ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:০৯
আকতার আর হোসাইন বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ...
লালন এর গান শুধু গান না, জ্ঞান। এখনো অনেক গান আছ যেগুলো ভাল লাগেই বলেই শুনি। কিন্তু অর্থতত্ত্ব বুঝে উঠতে পারি না। এর মধ্যে একটা হল
"চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা তারে বলবে কি"
বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে - -
কবে আসবে সামুর সে দিন
মন বসে ভাবে সইগো মন আশায় হাসে
বেশিদূর নয় আশা করি। সেদিনের অপেক্ষায়...
ভালবাসা অবিরাম...
৪| ১২ ই মার্চ, ২০১৯ দুপুর ১:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভায়া আপনার জন্য লালন গুরু দিশার ইশারা পাঠিয়েছেন
চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা তারে বলবে কি"- এর অর্থ
তত্ত্ব পেতে একটু ঘুরে আসুন
http://kalerlikhon.blogspot.com/2016/01/blog-post_26.html
আশাকরি তৃপ্ত হবেন।
১৩ ই মার্চ, ২০১৯ দুপুর ১:০০
আকতার আর হোসাইন বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে...
লিংক এ একটা স্পেস থাকায় কাজ করছে না লিংকটা...
তা স্পেসটা কেটে নীচে লিংকটা দিলাম... যাতে অন্য কেই ঢুকতে চাইলে ঢুকতে পারে
লিংক: Click This Link
৫| ১২ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২২
মাহমুদুর রহমান বলেছেন: ব্লগে আপাতত ছবি যোগ করা যাবে না।
১৩ ই মার্চ, ২০১৯ দুপুর ১:০২
আকতার আর হোসাইন বলেছেন: মাহমুদুর ভাই, ধন্যবাদ ও ভালবাসা জানবেন...
অনেকেই তোহ দেখছি পোস্ট করছে ছবিসহ..
৬| ১২ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: প্রবল বর্ষন শেষের রংধনুর অপেক্ষায় আছি..।
১৩ ই মার্চ, ২০১৯ দুপুর ১:০৪
আকতার আর হোসাইন বলেছেন: প্রবল বর্ষন
শেষের রংধনুর অপেক্ষায়
আছি..।
অপেক্ষাটা যেন দীর্ঘ না হয় সেই কামনা করি...
ভালবাসা জানিবেন....
৭| ১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৫২
স্বপ্নডানা১২৩ বলেছেন: গানের কথাগুলো দারুণ । তবে গান হিসেবে আমায় টানে না মানে আমি শুনি না ।
১৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
আকতার আর হোসাইন বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ...
সব গান সবাইকে টানে না... একেকজন এর একেক রকম পছন্দ। তবে গানের কথাগুলো তাঁদের ভাল লাগবে যারা মন থেকে একজন মানুষ।
নীরবে এই গানটা শুনকে প্রায়ই চোখে জল এসে যায়।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৫০
রাজীব নুর বলেছেন: দারুন মর্মস্পশী গান। যা মুগ্ধ করে বারবার।