নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com \n \nফেসবুক আইডি : Akter R Hossain \n\n\nফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

আকতার আর হোসাইন

খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।

আকতার আর হোসাইন › বিস্তারিত পোস্টঃ

চুপ করে বসে থাকা ভাল মানুষদের প্রতি আমার একটি খোলা চিঠি [খোলা চিঠি -

১৫ ই মার্চ, ২০১৯ রাত ২:০৯



রাজনীতি ভাল মানুষদের জায়গা। একটা পবিত্র স্থান বলতে গেলে। এখান থেকেই জাতির ভবিষ্যৎ নির্মান হয়।







কিন্তু এখন ঘৃণ্য মানুষে ভরে গেছে রাজনীতির ময়দান। তাঁদের ঘৃণ্য রাজনীতির কারণে রাজনীতি নামটা শুনলেও ঘৃণা লাগে। আর ভাল মানুষরা সেই ঘৃণ্যতা থেকে বাঁচতে রাজনীতি নাম শুনলেই নমস্কার জানিয়ে পিছ ফিরে। রাজনীতি থেকে ভালো মানুষদের এই মুখ ফিরিয়ে নেয়ায় খারাপ মানুষদের খারাপ কাজ করতে আরো সহজ হয়ে যাচ্ছে। ফলে, ধনীরা হয় আরো ধনী, আর গরীবরা হয় আরো গরীব।

যাদের পরিশ্রমের বদৌলতে আজকের এই সুন্দর ও সুসভ্য পৃথিবী গড়ে উঠেছে তারা আজ অবহেলিত। তারা আজ লাঞ্ছিত। তারা আজ বঞ্চিত। কাজী নজরুলের কবিতার মতো এখনো বাবু সাবরা কুলি মজুরদের ফেলে দেয় টেলে। বুকফাটা কষ্টে চোখে আসে জল।


আজকের  সুন্দর ও সুসভ্য পৃথিবী যারা গড়ে তুলেছেন তাঁরা কতটা অবহেলিত,  কতটা লাঞ্ছিত, কতটা দুঃখ কষ্ট বুকে নিয়ে তাঁদের বাঁচতে হয় জানেন?

একটা উদাহরণ দিলে বুঝবেন...

যিনি রিকশা চালান, যিনি রঙ মিস্ত্রি বা রাজমিস্ত্রি, যিনি কুলমজুর, যিনি নাপিত, যিনি ফেরিওয়ালা, যিনি কৃষক, যিনি জেলে তাদের ছেলে মেয়েরা পর্যন্ত তাঁদের পিতা মাতার পরিচয় দিতে লজ্জা করে....?

এরচেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর কিইবা আছে।

তাই আমি বলি কি , আপমারা যারা  ভালো মানুষ, আপনারা যারা শান্তিপ্রিয় মানুষ  আপনারা রাজনীতি এড়িয়ে চলিয়েন না অনুগ্রহ করে। আপনাদের দূরে থাকার ফলেই খারাপ মানুষদের খারাপ কাজ করা আরো সহজ হয়ে যাচ্ছে। তাঁদের রাজত্ব আরো বাড়ছে। তাঁদের স্পৃহা দিনকে দিন বেড়েই চলছে। অসহায়দের প্রতি তাঁদের অত্যাচার, অনাচার, নিপীড়ন বাড়ছে তো বাড়ছেই।

তাঁদের রাজত্ব, তাঁদের জুলুমের স্পৃহা আর বাড়তে দেয়া যাবে না। তাঁদের পথে রুখে দাঁড়াতে হবে আপনাদের। দিতে হবে বাঁধা, ভাঙতে হবে বাঁধ।

তাই  ভালো মানুষদের প্রতি আমার একখান খোলা চিঠি,








প্রিয় ভালো মানুষ ও শান্তিপ্রিয় মানুষ,  




             প্রথমে আমার ভালবাসা জানবে।                             আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি।           ঠিক অনুরোধ না। আপনার উপরে জোড়                      খাটাতেই এসেছি।




এগিয়ে আসুন আপনারা। রাজনীতিতে আসুন। ঘুণে খাওয়া সমাজকে বদলে দিতে আসুন। জং ধরা দেশকে চকচকে করতে আসুন। কুলিমজুরদের অধিকার ফিরিয়ে দিতে আসুন। সর্বহারার কান্নাকে হাসিতে রূপান্তর করতে আসুন। খাবার এর অভাবে ব্যাথায় চিনচিন করছে যার পেট তাঁকে আহার করার ব্যবস্থা করতে আসুন। ক্ষুদার ব্যাথায় কাতরানো আর্তনাদরত দেবশিশুর মুখে স্বর্গীয় হাসি ফুটাতে আসুন।


হে ভালমানুষ, হে শান্তিপ্রিয় মানুষ এগিয়ে আসুন আপনি/আপনারা। ঘৃণ্য রাজনীতিকে প্রেমময় আদর্শ রাজনীতিতে পরিণত করতে আসুন। অপবিত্র রাজনীতিকে পবিত্র করতে আসুন। রাজনীতিতে আসুন। রাজনীতিতে আসুন। অতঃপর রাজনীতিতে আসুন।


ও হ্যাঁ, একটি কথা মনে রাখবেন সব সময়। আলবার্ট আইনস্টাইন বলেছেন, "The world will not be destroyed by those who do evil, but by those who watch them without doing anything." 



ইতি

রাজনীতির কষাগাতে জর্জরিত

এক উদ্ভ্রান্ত যুবা দুচোখে যার স্বপ্ন পৃথিবীতে স্বর্গ দেখার।










মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ৩:১২

মাহমুদুর রহমান বলেছেন: লেখাটি ভালো লাগলো খুব।
আসলে আমরা সবাই বলি আমাদের এগিয়ে যাওয়া উচিৎ কিন্তু এই কথা পর্যযনতই আমাদের দৌড়।

১৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:১৭

আকতার আর হোসাইন বলেছেন: হ্যাঁ ভাই.. আমরা জাস্ট মুখে বলি... কিন্তু বাস্তবে নেই তেমন কোন উদ্যোগ। আমাদের দৌড় ঐ মুখে বলা পর্যন্ত..

এদেশের রাজনীতিতে সংস্কার প্রয়োজন। সুকান্তের কবিতার মতো আঠারো আসুক নেমে এদেশের বুকে।

২| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ৩:১৬

কনফুসিয়াস বলেছেন: সত্যের বিজয় সুনিশ্চত।

১৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:২২

আকতার আর হোসাইন বলেছেন: পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।

সত্যের বিজয় অবশ্যম্ভাবী। তবে মিথ্যে মেকির স্থায়িত্বই অনেক বেশি থাকে। এটা দুঃখজনক। বিজয় আসবে একদিন ইনশাআল্লাহ।

৩| ১৫ ই মার্চ, ২০১৯ ভোর ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


আমি পুরোপুরি ঠিক শান্তিপ্রিয় নই, এটা কি সমস্যা? মাঝে মাঝে গন্ডগোল না করলে ভালো লাগে না।

১৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:২৬

আকতার আর হোসাইন বলেছেন: কিছু মানুষ আছে একটু গণ্ডগোল বাঁধাতে পছন্দ করে। কিন্তু অবচেতন মনে সবাই শান্তি খোঁজে। হয়তো আপনিই নিজেই জানেন না যে আপনি শান্তিপ্রিয়।

ধন্যবাদ জানবেন পাঠ ও মন্তব্যের জন্য..

৪| ১৫ ই মার্চ, ২০১৯ ভোর ৬:১৯

বলেছেন: সমাজে অনিয়ম যেখানে নিয়ম
সেখানে রাজনীতির কষাঘাত বলতে কি কিছু আছে!
সবিনয়ে মেনে নেয়া ছাড়া কিছু করার নেই।


ভালো থাকুন।

১৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৩১

আকতার আর হোসাইন বলেছেন: সমাজে অনিয়ম যেখানে নিয়ম
সেখানে রাজনীতির কষাঘাত
বলতে কি কিছু আছে!



এটা সত্য বলেছেন।

তবে মেনে নেয়া ঠিক না। মেনে নিতে চাই না। তবু মেনে নিতে হয়...

ধন্যবাদ প্রিয় ভাই..

৫| ১৫ ই মার্চ, ২০১৯ সকাল ৭:০৪

ঢাবিয়ান বলেছেন: এই দেশের অধিকাংশ মানুষ এখন নিরবতা অবলম্বন করে নিরাপদে থাকার রাস্তা বেছে নিয়েছে। ৫২,৬৯,৭১,৯০ এর আন্দোলন এই দেশেই হয়েছিল শুনতে রুপকথার মত মনে হয় এখন।

১৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

আকতার আর হোসাইন বলেছেন: এই দেশের অধিকাংশ মানুষ এখন নিরবতা অবলম্বন করে
নিরাপদে থাকার রাস্তা
বেছে নিয়েছে। ৫২,৬৯,৭১,৯০ এর
আন্দোলন এই দেশেই হয়েছিল শুনতে
রুপকথার মত মনে হয় এখন।

.....

আসলেই! আন্দোলনগুলো রূপকথার মতো মনে হয়...

কত অন্যায় দেখছি চোখের সামনে... আন্দোলনও দেখে চলছি... কিন্তু একটি আন্দোলন এরও সফলতা দেখতে পাইনি....

৫২, ৬৯ এর আন্দোলন যেন রূপকথার গল্প।।।

৬| ১৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন আহবান!

শিহরিত করা!
গা বাঁচানো চেতনায় আঘাত করা! সকল কিছু কেউ একজন ঠিক করে দেবে আশায় বসে থাকা মানুষটা কেন ভাবেনা সেই একজন সেইই! ইমাম হোসাইন রা: এর জীভনি নিে নির্মিত এক ইরানী ছবিতে এ ডায়ালগটা ছিল জেলবন্ধীদের উদ্দেশ্যে! যারা কেবল।ি াসহায় সমপর্ণে একজন মুক্তি দাতার অপেক্ষায় কান্নাকাটি করতো।
এ বক্তব্যের পর জেল বিদ্রোহ হয়েছিল।

আপনার চিঠি আপনার আহবান সেই সত্যকেই ধারন করে।
অভিবাদন ভায়া।

১৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

আকতার আর হোসাইন বলেছেন: বাস্তবে যা দেখছি... তা লিখায় আনার চেষ্টা করছি... বাস্তবে কিছু করতে পারছি না, এই ব্যর্থতা আমি মেনে নিই। কিন্তু মন মানে না, মানতে চাই না কোনভাবেই তাই লেখার চেষ্টা করি।

সত্যের জয় অবশ্যম্ভাবী.... ইনশাআল্লাহ একদিন সত্যের বিজয় কেতন উড়বে...

কি বলব। আপনাদের মতো গুণীজনদের প্রশংসা আমার আগামীর পথচলার দারুণ অনুপ্রেরণা।


ভালবাসা জানবেন....

৭| ১৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৪২

সামিউল ইসলাম বাবু বলেছেন: আসলে রাজনিতি ভালো লাগেনা

১৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০২

আকতার আর হোসাইন বলেছেন: বললাম না, খারাপ লোকরা রাজনীতিতে ঢুকে রাজনীতি কে ঘৃণ্য করে তুলেছে। তাই রাজনীতির প্রতি আমাদের অনীহা এসে গেছে।

আমাদের উচিৎ অনীহাটা দূর করা। তা নাহলে রাজনীতি চুড়ান্ত ভাবে অপরাজনীতি হয়ে যাবে।

ধন্যবাদ আপনাকে পাঠ ও মন্তব্যের জন্য।।।

৮| ১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: এই সমাজে ভালো মানুষ একজনও নেই। ইহা সত্য।

১৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

আকতার আর হোসাইন বলেছেন: ভাল মানুষ এখনও আছে। আমাদের আশে পাশেই আছে। আমরা তাঁদের দেখছি না। অপসাংবাদিকতার কারণে তারা স্পটলাইটে আসছে না। সব সময় তারা আড়ালেই থেকে যায়। অন্যদিকে টাকা খেয়ে সাংবাদিকরা খারাপ মানুষদের আমাদের কাছে তুলে ধরছে ভাল মানুষ হিসেবে।

এজন্য মনে হয় ভাল মানুষ কেউ নেই এখন।

৯| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ৮:১৮

আহমেদ জী এস বলেছেন: আকতার আর হোসাইন,




সুন্দর আর্তি আপনার। কিন্তু এখন মনে হয় ভালো কারো ফেরার রাস্তা নেই। রাস্তাটার প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে এতো এতো খানা-খন্দ, নোংরা পানি আর প্যাচপ্যাচে কাদায় ছয়লাব যে রাস্তার চিহ্ণটি পর্যন্ত নেই।
৫২,৬৯,৭১,৯০ এর আন্দোলন এই দেশেই হয়েছিল শুনতে রুপকথার মত মনে হয় এখন।
মনে হবেই কারন তখন রাস্তা ছিলে রাস্তার মতোন, এ্যাসফল্টের না হলেও ছিলো ইট-সুরকির।
বুড়িগঙ্গার কথাই ধরুন। এখন তার জন্যে শত মরাকান্না করেও, শত চেষ্টা-চরিত্তির করেও তার টলটলে পানিকে আর ফিরিয়ে আনা সম্ভব হবেনা কখনও। দূর্গন্ধ একটু না একটু বেরুবেই, থাকবে নোংরা কালচে পানির ছাপও।

দুঃখিত, আপনার এমন আহ্বানের বিপরীতে এমন হতাশাজনক কথা লিখতে হলো বলে। কারন আমাদের ফেরার রাস্তা আমরাই বন্ধ করে দিয়েছি অনেক আগে...................

১৬ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৭

আকতার আর হোসাইন বলেছেন: দুঃখিত বলার প্রয়োজন নেই। আপনি আপনার মতামত ব্যক্ত করেছেন। সবার যার যার স্ব স্ব মতামত প্রকাশ করার নামই বাকস্বাধীনতা। অতএব। এই কথা বলা অধিকার আপনার আছে।


পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন....

আমরা ফেরার পথ বন্ধ করে দিয়েছি.. অনেক আগে। তারমানে এই না যে আমরা আর কখনোই ফিরতে পারব না। ইনশাআল্লাহ ফিরতে পারবো একদিন। এই বিশ্বাসটা নিয়েই সামনে এগোতে হবে। লাভ ক্ষতির হিসেবটা তুলে রেখে দৃঢ় চিত্তে কাজ করতে হবে।



দুর্গন্ধ একটু ছড়াবেই। কথা সত্য। কিন্তু দুর্গন্ধ কিছুটা তো কমানো যাবে। এক সময় দুর্গন্ধ কমবে। কমতে কমতে তা শুন্যের কোটায় আসবে। শুন্যের কোটাই না আসলেও দুর্গন্ধ তো ঢাকাও যায় খুব সুগন্ধি দিয়ে।

আপাতত দুর্গন্ধ কমানোর চেষ্টা করতে হবে। কমে আসলে দুর্গন্ধময় জায়গায় সুগন্ধি ছড়ায়ে দিতে হবে।


ধন্যবাদ জানবেন আবারো।

১০| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১১:৩১

মৃত্যু হবে একদিন বলেছেন: ভালো লাগলো

১৭ ই মার্চ, ২০১৯ রাত ১:২৩

আকতার আর হোসাইন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ পাঠ ও প্রশংসাসংবলিত মন্তব্য করার জন্য।

১১| ১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৬

মুক্তা নীল বলেছেন: মন মানসিকতার পরিবর্তন দরকার। সবাই স্বাধীন দেশে বসবাস করে স্বস্তিতে নেই। যে যার সার্থ নিয়ে ব্যস্ত।
আপনার লেখা পড়ে মনটাই খারাপ লাগছে।
ভালো থাকবেন।

১৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

আকতার আর হোসাইন বলেছেন: মন মানসিকতার পরিবর্তন
দরকার। সবাই স্বাধীন দেশে
বসবাস করে স্বস্তিতে নেই।
যে যার সার্থ নিয়ে ব্যস্ত।



সত্য বলেছেন। স্বার্থান্বেষী মানুষগুলোর কারণে পুরো দেশবাসী অন্যাতের স্বীকার হচ্ছে। অধিকার হারাচ্ছে। উঁচু আসনে বসা এই মানুষগুলোর বিচারও একদিন হবে।


পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।

১২| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১২:৩৫

প্রামানিক বলেছেন: সত্যের জয় হোক।

২৪ শে মার্চ, ২০১৯ রাত ১:২৪

আকতার আর হোসাইন বলেছেন: জয় হোক সত্যের। আমার ব্লগে এসেছেন বলে খুবই আনন্দিত বোধ করছি আমি। ভালো থাকুন।

১৩| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ১১:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: এইরে! এসেছিলাম পোস্ট পড়তে, কিন্তু আপনি লিখলেন শান্তি প্রিয় মানুষদের উদ্দেশ্য খোলা চিঠি। চিঠি পড়ে তো আমার মনের অবস্থা বদলে গেল। সহমত আপনার হৃদয়ের আর্তির সঙ্গে।
সত্যমেব জয়তে।

শুভকামনা ও ভালোবাসা রইলো।

২৭ শে মার্চ, ২০১৯ রাত ১১:৫৬

আকতার আর হোসাইন বলেছেন: আপনি পোস্ট পড়তে এসেছেন জেনে পুলকিত হলাম।
আমার খোলা চিঠি পড়ে আপনার অবস্থা বদলে গেল। তারমানে আপনি কি রাজনীতিতে আসার ইচ্ছা পোষণ করছেন...?? তাহলে আমি ধরে নিতেই পারি যে আমার এই লেখাটি স্বার্থক।

সহমত পোষণ করাতে আনন্দিত হলাম খুব। আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা। শুভ রাত্রি। ভালো থাকুন, সুস্থ থাকুন।।

১৪| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩২

খায়রুল আহসান বলেছেন: জানি, আপনার এ উদাত্ত আহবানে কোন সাড়া মিলবেনা, কারণ জাতি আজ অপরাজনীতির কারণে দুই দলে বিভক্ত। এক দলে আছে চরম সুবিধাবাদী ও সুবিধাভোগীরা, অন্য দলে দুর্বৃত্তদের ভয়ে ভীত প্রশয়প্রবণ, ভীরু ও আপোষকামীদের দল। এদের কোন দলই রাজনীতিতে ভাল মানুষদের প্রবেশ করতে দিবে না। তবুও, আপনি এ নিয়ে ভেবেছেন এবং একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গী নিয়ে দেশের তথাকথিত ভাল মানুষদের প্রতি রাজনীতিতে যোগদানের যে আহবান জানিয়েছেন, তার জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.