নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com \n \nফেসবুক আইডি : Akter R Hossain \n\n\nফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

আকতার আর হোসাইন

খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।

আকতার আর হোসাইন › বিস্তারিত পোস্টঃ

আপনি যাদের কাছে প্রিয় মুখ, লড়াই করুন তাঁদের এনে দিতে সুখ। (শিরোনাম দেখে কেউ এটাকে কবিতা ভাববেন না)

২৭ শে মার্চ, ২০১৯ রাত ১:০৭

আমি কখনোই আপনাকে বলব না যে, আপনার প্রিয় মুখগুলোর দিকে তাকিয়ে লড়াই করে যান। কারণ আপনার প্রিয়মুখ অনেকগুলোই থাকতে পারে। তাছাড়া এখানে অলিখিত ভাবেই সূক্ষ্ম একটা স্বার্থ থাকে। অবশ্য এই স্বার্থ খারাপ না। এই স্বার্থ ভালো। খুব ভালো।

আমি আপনাকে অবশ্যই বলব, বারবার বলব যে আপনি যাদের কাছে প্রিয় মুখ তাঁদের মুখের দিকে তাকিয়ে লড়াই করুন। হয়তো আপনি হেরে যাবেন। আপনি যাদের কাছে প্রিয় তাঁদের মুখের তাকান। বুঝতে চেষ্টা করুন আপনার হেরে যাওয়াতে তাঁদের হৃদয়ে কত কষ্ট! কত যন্ত্রণা। অন্তর্দৃষ্টি মেললে আপনি সেই মুখচ্ছবিতে স্পষ্ট দেখতে পাবেন আপনার হেরে যাওয়াতে তারা যে কষ্ট যে যন্ত্রণা পেল তা সমুদ্রের চেয়ে কম না।

অনুধাবন করতে চেষ্টা করুন আপনি যখন বিজয়ের মুকুট পরবে তারা কত আনন্দ পাবে। তাঁদের চোখে মুখে কি স্বর্গীয় হাসিটাই না ফুঁটে উঠবে।

তারপর আপনি আবার লড়াই করুন। তীব্র ইচ্ছাশক্তি আর অদম্য সাহসের সাথে বারবার লড়াই করুন। তাঁদের সেই সমুদ্রসম যন্ত্রণা কমাতে লড়াই করুন। তাঁদের চোখে মুখে স্বর্গীয় আনন্দের স্বর্গীয় হাসি ফুঁটাতে লড়াই করুন।

ইনশাআল্লাহ আপনি আপনার লড়াইয়ে একদিন জিতবেন। জেতানোর মালিক আল্লাহ্‌। আপনার কাজ শুধ লড়াই চালিয়ে যাওয়া।

হায়রে, কি লোক আমি! সামুর ব্লগার পাঠকদের এসেছি অনুপ্রেরণা দিতে!!

আসলে প্রতিদিন চোখের সামনে অনেককিছুই ঘটে। ঘটনাগুলো গল্প আকারে লিখতে ভীষণ ইচ্ছা হয়। কিন্তু অলসতার কারণে পারিনা। তাছাড়া লেখার হাত একটুও ভালো না। কিন্তু আজকে উপদেশ এর মতো লিখলাম। না লিখে পারলাম না।

জিবনযুদ্ধে নামার অনেকবারই পণ করেছি। কিন্তু কোনবারেই দুইদিনের বেশি তিনদিন লড়াই করেনি। ইনশাআল্লাহ এবার থামার ইচ্ছা নেই। একটুও নেই। এবারের প্রেক্ষাপট অনেক বেশি ভিন্ন।



যদি কোনদিন সফল হই আমি তাহলে আজকের এই পোস্টটি লেখার পেছনের ঘটনাটি হবে সেই সফল হবার মূলমন্ত্র। আজ থেকেই, এখন জিবনযুদ্ধে নামছি। যাদের কাছে আমি সবচেয়ে প্রিয়মুখ, যারা আমার কাছে সবচেয়ে প্রিয় মুখ তাঁদের মুখের দিকে তাকিয়ে জীবনযুদ্ধে নামছি।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: মানুষের জীবনটা সমুদ্রের জীবনের মতো।সমুদ্রে যেমন জোয়ার ভাটা আছে তেমনি আছে মানুষের জীবনেও।

২৭ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১২

আকতার আর হোসাইন বলেছেন: মানুষের জীবনটা সমুদ্রের
জীবনের মতো।সমুদ্রে যেমন
জোয়ার ভাটা আছে তেমনি
আছে মানুষের জীবনেও।


হ্যাঁ ভাই। দারুণ বলেছেন। এমন সুন্দর একটি মন্তব্য করেছেন যা পোস্টাকেই সুন্দর করে দিল। কৃতজ্ঞতা প্রকাশ করছি।

২| ২৭ শে মার্চ, ২০১৯ দুপুর ১:০২

আরোগ্য বলেছেন: আপনার সৎ উদ্দেশ্য সফল হোক।

২৭ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয়।

৩| ২৭ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আকতার ভাই,


সফলতা আসুক, পূর্ণ সফলতা। এটাই কামনা করি ভাই।

২৭ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

আকতার আর হোসাইন বলেছেন: আসলে ভালবাসা হচ্ছে এমন একটা জিনিষ যেটা মানুষকে সংগ্রাম করতে শেখায়, ত্যাগ করতে শেখায়, শেখায় ভালবাসতে। সেই ভালবাসা থেকেই আমার আজকের এই পণ।

ধন্যবাদ ও ভালবাসা জানবেন প্রিয়।

৪| ২৭ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: বেশতো! আপনার আর্তি ভাল। জীবন যুদ্ধে এগিয়ে যান।


শুভকামনা রইল।

২৭ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

আকতার আর হোসাইন বলেছেন: এক ব্লগারের সাথে আরেক ব্লগারের একটা আত্মিক বন্ধন থাকে। সামুকে দেখলেই এটাই বুঝা যায়। কেউ কিছুদিন ব্লগে না আসলে অন্য ব্লগাররা মিস করে তাঁকে তার খোঁজ খবর নেই। এই হল ব্লগারদের আত্মিক বন্ধন। অদৃশ্য ভালবাসা।

এই ভালবাসার কারণেই এখানে আপনি সহ অনেকেই আমার ইচ্ছা পূরণ হবার জন্য দোয়া করেছেন।

আমার প্রোফাইলে ভ্রমণ করেছেন জেনে খুব খুশি হলাম। ভ্রমণ বলছি এই জন্য, আমার আরেকটি পোস্টে আপনার মন্তব্য দেখতে পাচ্ছি তাইই।


আপনাদের মতো গুণী মানুষেরা যখন ব্লগে আসেন তখন একই সাথে খুশি হই এবং ভয় হয়। খুশি হবার কারণ আশা করি বলতে হবে না। ভয়ের কারণ হল। না জানি কি ভুল ধরে।

অবশ্য এই ভুল ধরাকে আমি নিজের কল্যাণ মনে করি। আমি বিশ্বাস করি একমাত্র শুভাকাঙ্ক্ষীরাই ভুল ধরে এবং সংশোধনের উপায় বাতলে দেয়।

ধন্যবাদ ও এক আকাশ ভালবাসা জানবেন।

৫| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।
কিন্তু এই দেশে ভালো মানূষেরা কিছুই করতে পারে না।

২৭ শে মার্চ, ২০১৯ রাত ৯:১১

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয় রাজিব ভাই।

আমি তেমন ভালো মানুষ না। আবার খারাপ মানুষও না।

৬| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১:১১

বলেছেন:
জীবন যুদ্ধে সমস্ত আশা নিঃশেষ হলে
ক্ষুদ্র পৃথিবীতে তবু ঘর বেধে থাকি।
অগোছালো এ জীবন সহজেই সাজিয়ে নেন!! --




শুভকামনা অফুরান

১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৩

আকতার আর হোসাইন বলেছেন: জীবন যুদ্ধে সমস্ত আশা
নিঃশেষ হলে
ক্ষুদ্র পৃথিবীতে তবু ঘর
বেধে থাকি।

খুব সুন্দর কথা বলেছেন ভাই....


অগোছালো এ জীবন সহজেই সাজিয়ে
নেন!! --

চাইলেই তো আর ভাই সহজে সাজিয়ে নেয়া যায় না। চেষ্টা করছি সাজিয়ে নেবার। পরিশ্রমের সাথে ভাগ্য যদি কম্বাইন্ড হয় তাহলে নিশ্চয় সাজানো হবে। ইনশশাল্লাহ। দোয়া রাখবেন ভাই আমার।

ভালোবাসা মিশেল ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.