নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com \n \nফেসবুক আইডি : Akter R Hossain \n\n\nফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

আকতার আর হোসাইন

খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।

আকতার আর হোসাইন › বিস্তারিত পোস্টঃ

"অনেক প্রিয় মানুষ হয়ে বেঁচে থাকার কষ্ট পাই"

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:২০



সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা নেমে এসেছে পৃথিবীজুড়ে। স্থবির হয়ে গেছে জনজীবন। হৃদয়ের গহীন হতে আমরা যাকে ভালোবাসি সেই প্রিয়তমের সাথে হাত মেলাতে পারছি না। কোলাকুলি করতে পারছি না।চুমু সে তো কোনভাবেই না। এ যে কষ্টের। ভীষণ বেশিই কষ্টের।

প্রিয় মানুষের প্রাণহীন নিথর দেহ চোখের সামনে অথচ একটুখানি ছুঁয়ে দিতে পারছি না। শুধু দেখেই যেতে হয়। কষ্টের নোনাজল গাল বেয়ে পড়ে।

প্রিয় মানুষকে সব সময় সবারই ছুঁয়ে দিতে ইচ্ছে হয়.... কিন্ত এখন এমন একটা সময়ে এসে দাঁড়ায়েছে মানুষ, প্রিয় মানুষটা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। অথচ তাঁকে ছুঁয়ে পারছে না। কেউ কেউ তো শেষ দেখাও দেখতে পারছে না.... এরচেয়ে কষ্টের আর কি থাকতে পারে? এরচেয়ে নিজের মৃত্যুই কি শ্রেয় নয়?

এজন্যেই হয়তো আর্টসেলের রুম্মন ভাই স্পর্শের অনুভূতি গানে লিখেছে-

"অনেক প্রিয় মানুষ হয়ে বেঁচে থাকার কষ্ট পাই'

এই কষ্ট, এই অপ্রিয় বিষাদময় স্মৃতি দেখতে দেখতেও ক্লান্ত হয়ে যাচ্ছি। জীবনের গতি শ্লথ হয়ে গেছে, নগরের যত কোলাহল যত উৎসব থেমে গেছে সব। আজকের ভুবনের করুণ চিত্র ভুলে নূতন একটা চিত্র দেখতে চাই। ঠিক শিরোনামহীন এর গানের মতন একটা চিত্র। দেখতে চাই,

"প্রতিটি রাস্তায়, প্রতিটি জানালায়
হাসিমুখ, হাসিমুখে আনন্দধারা"


মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩০

কাওসার চৌধুরী বলেছেন:
কষ্ট আর আতঙ্কের দিনগুলো শেষ হবে একদিন। প্রিয় মানুষগুলোর হাসিমুখ দেখবো।

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪১

আকতার আর হোসাইন বলেছেন: ইনশাআল্লাহ। সেই হাসোজ্জল দিনটি দেখার অপেক্ষায় আছি।।

২| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: দোয়া করেন শুধু প্রিয় মানূষেরা যেন ভালো থাকে। সুস্থ থাকে।

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১:১৯

আকতার আর হোসাইন বলেছেন: সবাই ভালো থাকুক।।। সেই দোয়া করি ঈশ্বরের কাছে।

৩| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১:৪৪

নেওয়াজ আলি বলেছেন: সুপাঠ্য, সুশোভন,

৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৫

আকতার আর হোসাইন বলেছেন: শ্রদ্ধা জানবেন.....

৪| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ২:৪৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সবাই ভালো থাকুক।।। সেই দোয়া করি ঈশ্বরের কাছে।


শুধু ঈশ্বরের কাছে দোয়া করলে হবে না। দায়িত্ব নিতে হবে যেন সবাই ভালো থাকে।

৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৭

আকতার আর হোসাইন বলেছেন: অবশ্যই ভাই। যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে।।

৫| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ২:৫৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মত সন্ধ্যা নামে,এই রকম একটা লাইন কোথায় যেন পড়েছি?

৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৮

আকতার আর হোসাইন বলেছেন: নির্জনতার কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতায় পড়েছেন।

৬| ৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: অবস্থা অনুযায়ী ব্যবস্থা। আপাতত কিছুদিন এইভাবেই চলতে হবে। তবে খুব শীঘ্রই এই অমনিশা কেটে যাবে।
বহুদিন পরে পোস্ট পেলাম। আরেকটু বড় করলে ভালো হতো। ধন্যবাদ হোসাইন ভাইকে।

শুভকামনা জানবেন।

৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৪

আকতার আর হোসাইন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই..... আতঙ্কিতভাবে সময়টা কাটছে।৷ আপনার লেখাজোকা কেমন চলছে? বই আসছে কবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.