নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রফিকুল হক মিয়া

রফিকুল হক মিয়া › বিস্তারিত পোস্টঃ

যাদের দেখার কেউ নেই

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহিদুল্লাহ হলের ফুটপাত ধরে নিমতলী মেসে ফেরার পথে প্রায়শ কিছু কিশোর-কিশোরী এমনকি ছয় -সাত বছরের বালক-বালিকাদের পলিথিনের মধ্যে করে মাদক সেবন করতে দেখি। যে বয়সে ওদের ব্যাগ কাঁধে স্কুলে যাবার কথা সে বয়সে ওরা বস্তা কাঁধে কাগজ (আসলে ময়লা,কাগজ কেতাবি নাম) টোকায়। আর সেগুলো বিক্রি করে খাবার ও মাদক দ্রব্য কেনে। ওরা টোকাই, কিন্তু টোকাই হয়ে কেউ জন্ম নেয়না। সেজন্য ওরা নিজেরা দায়ী নয় বরং ওদের মা-বাবা এবং সামাজিক বৈষম্যই দায়ী। যদিও আমরা ওদের অবহেলার চোখে দেখি কিন্তু আর পাঁচটা শিশুর মত ওদের কে স্বাভাবিক জীবন দিতে পারলে, ওরাও দেশ ও জাতির গর্ব হতে পারত। তাই আসুন, টোকাই দের ঘৃণা না করে যার যার সামর্থ্য অনুযায়ী ওদের পাশে দাড়াই। টোকাই নামে ডাকা এসব কোমল শিশুদের জন্য............



টোকাই



আমার দেশের হাজার শিশু যাচ্ছে ক্ষুধায় মরে,

ঘরবাড়ি নেই'ক ওদের, বাস পথের 'পরে।

বৃক্ষতলে থাকে ওরা ছেড়াকানি পরে,

ঝড়-বাদলে ভিজে আর রৌদ্রতাপে পোড়ে।

টোকাই ওরা; নে'ইক সুযোগ, নে'ইক অধিকার,

যত সুযোগ, আছে যাদের তাদেরই দরকার!

মায়ের কোলে শুয়ে কেউ রঙিন স্বপন আঁকে,

স্বপন ওদের খালি গায়ে ঘুমায় ফুটপাতে।

গরম বিছানায় ঘুমায় কেউ লেপ কম্বলের তলে,

শীতে কাঁপে হাত পা ওদের শীতের রাত্রিকালে।

থামলে গাড়ি যানজটে বাড়ায় ওরা হাত,

'দুইড্যা ট্যাহা দ্যান ছ্যার, খামু চাইড্ডা ভাত'।

সারাটা দিন ভিক্ষে করে যাহা কিছু জোটে,

পায় না'ক তাতে তারা পেটটি পুরে খেতে।

জীবন ওদের জীবন তো নয় জীবন নামে খেলা,

টোকাই বলে ওদের শুধু জোটে অবহেলা।

পরিবেশ দূষণ করল যারা উচ্ছিষ্ট ফেলে

তারা ভদ্রলোক; ছোটলোক সে, যে নিল তা তুলে!

টোকাই হয়ে জন্মায় না কেউ; জনম মানব রূপে,

সমাজ ওদের ঠেলে দিয়েছে টোকাই নামের টোপে।

টোকাই ওরা, এটা তো নয় ওদের কোন দোষ,

তবে কেন অস্পৃশ্য ওরা, এত ঘৃনা-রোষ?

টোকাইদেরও আছে সম্ভাবনা খেতে পরতে চায়,

ওরাও একদিন বড় হবে, সুযোগ যদি পায়।

আর নয় হেলা ওদের, করো সুযোগ দান,

টোকাইদের হাতেও উড়বে একদিন লাল সবুজ নিশান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.