![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুব বিদ্রোহী
আমি যুব বিদ্রোহী
উঠেছি জাগিয়া
অন্যায় প্রাচীর যত চূর্ণি---
আমি ভেঙ্গে চলি সব
হারাম প্রাসাদ
হয়ে উল্কা-সাইক্লোন-ঘূর্ণি।
আমি অন্যায়ের বিরুদ্ধে
প্রস্তর ন্যায় কঠোর ;
মজলুমের প্রতি গলে মোম---
আমি নুপংসক পুরুষেরে
ঘা মেরে মেরে
ঘটাই যৌবনের অঙ্কুরোদগম।
আমি অতর্কিত হামলায়
উন্মোচন করি
দুর্নীতিবাজের মুখোশ---
আমি লাথি দিয়ে ফাটাই
ভরামারার তৈলাক্ত নাভী;
করে দেই সবে নাখোশ।
আমি ধারালো কাস্তে
কাটি স্বহস্তে
হারামখোরের পেট---
আমি কাঠুরের কুঠার
করি চুরমার
যত অবৈধ সিন্ডিকেট।
আমি নভেম্বরের সিডর
ভাঙ্গি মড় মড়
ভণ্ড নেতার ঘাড়---
আমি তোষামুদে আমলা আর
চাটুকার অফিসার
দেইনা কাউকে ছাড়।
আমি ঘৃনা করি সব
ঐ সকল শিক্ষক
দলবাজ-দুর্জন---
যারা আপন দায়িত্বে করে হেলা,
গলায় পরে দলীয় মালা
দিয়ে মান বিসর্জন!
আমি জানাই শত ধিক!
ঐ সব সাংবাদিক
করে হলুদ সাংবাদিকতা;
যারা মিথ্যা প্রলেপ মেখে
সত্য যায় চেপে!
ধিক! ওদের কাপুরুষতা।
আমি ছেড়ে হুংকার
করি সংস্কার
যেখানে যত ত্রুটি---
আমি ঘুসখোরের বুকে
পদাঘাত ঠুকে
চেপে ধরি ওদের টুঁটি।
আমি ভয়াল জাত সর্প
চুণি মিথ্যা দর্প
তুলিয়া ভীষণ ফণা---
আমি অসাম্যের বিরুদ্ধে
নব এ যুদ্ধে
বিধ্বংসী এটম কণা।
আমি বিশ্বাসী যুবক
ভয়ে কাঁপে ঠক ঠক
যত অবিশ্বাসীর দল---
আমি শাসিতের কথা বলি
শোষকের বিরুদ্ধে জ্বলি
মুছি পীড়িতের অশ্রুজল।
পরদেশী ঐ ইংরেজের ভীত কেঁপে ওঠে
অন্যায় অবিচার সব যায় টুটে
শুনে বিদ্রোহের বাঁশি---
বাঁজায় নজরুল।
দেশীয় নব্য সাম্রাজ্যবাদী
এবার ছাড় তোদের গদি গদী
আমি যুব বিদ্রোহী; উঠেছি জাগিয়া
সকল অনাচার করিব নির্মূল।
৭ ই অগ্রহায়ন, ১৪১৯
২১ শে নভেম্বর, ২০১২
২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: সকল অনাচার করিব নির্মূল। করতেই হবে।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮
েফরারী এই মনটা আমার বলেছেন: মারহাবা-মারহাবা!
আহ্লান-সাহ্লান
তব তাশরীফান!!
ইয়া রাসুলুল্লাহ্
ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম!!
আসমান-জমীনে সবাই বলে
আজকে সবচেয়ে খুশির(ঈদের) দিন ,
এই ধরাতে তাশরীফ এনেছেন
যিনি রহ্মাতুল্লিল আ'লামিন ।।
আজ মহাসন্মানিত ১২ই রবিউল আউয়াল শরীফ ।
এই দিনে কুল মাখলুকাতের যিনি সর্বশ্রেষ্ঠা হযরত আমিনা আলাইহাস সালাম উনার পবিত্র কোল মুবারকে তাশরীফ এনেছেন যিনি সাইয়্যিদুল মুরসালীন ,ইমামুল মুরসালীন ,রাহ্মাতুল্লিল আ'লামিন ,রউফুর রহীম,নুরে মুজাসসাম,হাবীবুল্লাহ্ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
Click This Link
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩
এম এ কাশেম বলেছেন: চমৎকার কবি
যেন নজরুলের বিদ্রোহী কবিতা পড়লাম।
অনেক শুভ কামনা।