নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রফিকুল হক মিয়া

রফিকুল হক মিয়া › বিস্তারিত পোস্টঃ

হে যুবক, তোমার প্রতি

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের উদ্দেশে একটি কবিতা লেখার জন্য খাতা-কলম নিয়ে বসেছি। কিন্তু ভাবনাগুলো শুরু করল এলোমেলো ছুটাছুটি। কিছুতেই শব্দের গাঁথুনিতে তাদেরকে গেঁথে দিতে পারলাম না। ডুবে গেলাম এক ঘোরের মধ্যে; আর সে ঘোরের মধ্যেই কলমের প্রান্ত বেয়ে নেমে এল এ কবিতাটি। আর সেটি সময়ের প্রয়োজনেই। আমরা যুবকরা যদি নীচতা, হীনতা ও পেটপুজার রাজনীতি পরিহার করে, কারো দাবার গুটি না হয়ে, নতুন করে, নতুন অনুভবে, নতুন বাংলাদেশ গড়ার জন্যে এগিয়ে আসি, তবেই মহান শহীদদের আত্মা শান্তি পাবে আর তাঁদের ত্যাগ হবে সার্থক। তাই তোমাদের সবার প্রতি আহবান--- এস ভণ্ড নেতাদের অনুসরন নয়, নিজেরা আনুসরনীয় হই আর গড়ে তুলি প্রিয় বাংলাদেশের ভবিষ্যৎ। এটাই হোক এবারের বিজয় দিবসে প্রতিটি যুবকের অঙ্গীকার.........।

বাংলাদেশের ভবিষ্যৎ

ত্যালা মাথায় দাও যে তেল
চুলহীনে দাও চিরুনি
খাদ্যহীনে পায় না খাদ্য
ভুঁড়িওয়ালা পায় বিরানি !

অপরাধী পায় যে খালাস
গোপনে দেয় মালপানি
উপরওয়ালাদের নির্দেশে
নির্দোষ টানে জেলঘানি!

জনগণ করে হা-পিত্যেশ
কখন জানি হয় রে গুম
রক্ষক আজ ভক্ষক সেজে
শীত-নিদ্রায় দিচ্ছে ঘুম!

জাতি-পাতি-ছাত্র নেতা
রক্তে ভেজা নেতার হাত
চাঁদাবাজি- টেন্ডারবাজি
বড় নেতার আশীর্বাদ!

উচিত কথায় ননদ বেজার
গরম ভাতে বিলাই
অন্যায় আর সয়না ধাঁতে
এস হাত মিলাই।

থাকব না আর কলুর বলদ
ঘুরে ফিরে একই পথ
আমরা যুবক, আমরাই গড়ব
বাংলাদেশের ভবিষ্যৎ।

০৯,১১,২০১৪ ঈসায়ী,
নিমতলি, ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.