![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেশাতুর সুখ !!
গেলাসে জলের বদলে মদ গিলে চলেছে রোজ
আপামর আমজনতা
বাতাসে গাজার গন্ধে বুক ভরে শ্বাস নিয়ে কাজে চলে
যে যার মতন!
চোখেতে যৌনতার চশমা লাগিয়ে সুখ খোঁজে ঘরে, রাস্তায়, দোকানে
কেউ কেউ বুক পাছায় হাত কষে অমরত্ব পেতে চায়
কেউ বা চার দেয়ালের মাঝে হাত দিয়েই চোখ বুজে নেয়!
তবু এই শহর অনেক ভালো
সুবোধ এখানকার আমজনতা
তারা শুধু চোখে ধর্ষণ করে,
কথায় বেশ্যালয় চষে বেড়ায়
নেশায় মাখামাখি হয়ে ঘুমপাড়ানি গান গায়
আর সামনাসামনি সন্নাস হয়ে
আওড়ে চলে নতুনদিনের গান,
নতুন যৌবনের রস!
কেউ নেই
কোথাও নেই
তাদের চোখে ভুল ধরাবার।
সবাই বলে
ভালই চলছে তো
চলুক না!
সত্যিই তো! অনেক ভালো আছি আমরা
যৌবন ফুরিয়ে গেলে কি আর পাবো তারে?
তারচেয়ে বরং তাকে উপভোগ করি
প্রাণ ভরে
কি আসে যায় তাতে!
তোমার, আমার,তাদের!
১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৬
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ । পাশে থাকবেন
২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৪
ভ্রমরের ডানা বলেছেন: শুরুতেই সব খুলে দিলেন। বাহ! দারুন। এসমাজের প্যান্ট খুলে ঝুলিয়ে দিন!
১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৭
আরিয়ান আরাফ বলেছেন: পাশে থাকবেন
৩| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৫
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর লিখেছেন।ছবি উপরে দিলে আরো সুন্দর লাগত মনে হয়
+++
শুভ ব্লগিং
১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
আরিয়ান আরাফ বলেছেন: পাশে থাকবেন
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৯
বিজন রয় বলেছেন: আপনার লেখাগুলো তো অনেক ভাল।
আপনি নতুন ব্লগার।
ব্লগে স্বাগতম।
ভাল থাকুন, শুভব্লগিং।