![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূর পাহাড়ের দেশ ছাড়িয়ে তোমার মৃত্যু উপত্যকায় আটকে গেছে পা!
যেদিকে দু\'চোখ যায় কেবল নিদারুন শুভ্র তুষারের পাথুরে দেয়াল; যার কোন সীমানায় নেই তুমি, তোমার স্মৃতিচিহ্ন!
দূর আকাশের সীমানা...
পৃথিবীর আয়ুরেখা ধরে হাঁটতে হাঁটতে আমি ভুলে যাই নিজেকে,
কখনও রোদ, কখনও বৃষ্টি, মধ্যখানে খানিকটা শীত-
কখনও আধখানা ঘুম তো বাকিটা পথ নির্ঘুম ভোর হতে রাত,
নিরিবিছিন্ন...
তিলোত্তমা,
অনেকদিন পর আবার লিখতে ইচ্ছে হল তোমাকে। তোমায় শেষ চিঠি যখন লিখেছিলাম তখন বর্ষা ছিল।এর মাঝে কতকিছুই ঘটে গেছে সময়ের বিড়ম্বনায়; অথচ এলোনা তোমার চিঠি, দীর্ঘশ্বাসের এলোমেলো...
জল টুপ টুপ
ঝিঝিরাও চুপ
নিশ্চুপ নিশিতে,
বুক ধরফর
অস্ফুট স্বর
কাঁপছে আতংকে।
চোখ ছলছল
ভাংছে প্রবল
নিগূঢ় যন্ত্রণায়,
দীপ নিভু নিভু
নিভছেনা তবু্ও
ঘোর অমাবস্যায়!
চোখে ঘুমঘুম
বালিশের চুম
মিশিয়েছি শ্রাবণে,
নেই রাখঢাক
বিষাদের হাক\'
ডাকছে...
বাবার পুরনো হাত ঘড়িটা আর চলছে না তাই অনেকদিন হল জানা যায়নি সমসাময়িক সময়। ঘরে একটাই ঘড়ি,সময়ের হিসেবটাও বড্ড সাদামাটা। এখন ঘড়ি নষ্ট, মিলিয়ে নিতে চাইছি হিসেব, মিলছেনা!
মা’র রেডিওটাও...
মুখোশের ভীড় ফেলে দূরে, অনেক দূরে কোথাও
যার নামে নেই কোন শহরের দাগ, শরীরে নেই কোন অট্টালিকা!
ভাতঘুম স্বপ্নের মতন বর্তমান, আসছে শীতে কুয়াশায় ভবিষ্যৎ আসবে বলে বাতাসে...
রূক্ষতার মরুদ্যান থেকে সময়ে
তোমার হৃদয়ে আসেনি কোন বসন্ত;
শরীর অবসাদের আগুনে পুড়ে ছারখার ,
মানচিত্রে নেই কোন ক্ষতচিহ্ন-
ক্ষত বয়ে বেড়াবার যন্ত্রণা!
তোমার চোখ যেন নুয়ে পড়েছে
বিষাদের ভারে!
তোমাকে দেখে বলছি না-
তোমার...
ক্যালেন্ডারের পাতায় শীত শেষ । শহরে রূক্ষতাকে কাটিয়ে মলিন তুলোয় রঙিন একটা ভাব এলে বলে! হয়তো এসেও গেছে অগোচরে। চোখের ভিতর এখনো কুয়াশা, বুকে শৈত্য প্রবাহের শির শির...
কেন এই বিদ্রোহ!
নিজের ভেতর নিজেকে
আয়না ভেবে প্রতিদিন
ভাঙচুর করে প্রতিবিম্ব,
কখনও জল কখনও অনল
যেভাবে দিনরাত-
কাটিয়ে দিচ্ছে নশ্বর শরীর
চোখ কি তা দেখে?
আয়নায় ভাসে চিৎকার?
কেন এই বিদ্রোহ?
কলম যখন থামে,
ট্রাম লাইন ছেড়ে কবিতায়;
শব্দ তখন বুলেট-
রিনঝিন...
হঠাৎ থেমে গেলে আর চলতে ইচ্ছে করেনা,
বলতে ইচ্ছে করেনা কোন কথা।
শব্দের মিছিল থামিয়ে দিয়ে ফের
দিগ্বিদিক শূণ্য, নিস্তব্ধ, অন্ধকার ।
হঠাৎ জমে গেলে আর দেখতে ইচ্ছে করেনা
ডাহুকের করুণ সুর...
সবশেষে যদি কিছু পড়ে থাকে
অবশেষ, কিছু উচ্ছিষ্ট;
রাতের মতন হারিয়ে যাক অগোচরে
শ্বাশত ভোরের আলোয় চাপা পড়ুক বিষাদ।
যদি থেমে যায় শেষ রাতের ঘরে ফেরার ট্রেন
যদি নেমে আসে শীত শরীরে,...
অপেক্ষা মরীচিকা ছেয়ে আসা জল,
দীর্ঘশ্বাসে উবে যাওয়া অনুভূতির দল।
ট্রাফিকের লাল বাতি থেকে আরো দূরে
গন্তব্যের ঠিকানা, ঘড়ির কাটা থেমে গেছে
সময়ের বিড়ম্বনায়,
অজানা কোন এক অপূর্ণতায়!
অপেক্ষা জমে থাকা প্রশ্নের স্তুপ
একে একে আওড়ে...
এই জন্মের এপিটাফে কিছু নেই, তুমি নেই।
এক জনমের অনুভবে কেউ করেনি আপন এমনকি তুমিও;
...
জানলায় ঘুনে ধরা রোদ নতুবা স্যাঁতস্যাঁতে টিপটিপ বৃষ্টি,
টিপিক্যাল মধ্যবিত্ত ।
দরোজার ওপাশে ঘুমিয়ে আছে শীত, কুয়াশায় মিশে যাওয়া ঈশপের গল্প;
এখন ভাল্লাগেনা, বড্ড বেমানান লাগে সময়।
বাতাসে হাহাকার না পেলে দম বন্ধ...
©somewhere in net ltd.