![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূর পাহাড়ের দেশ ছাড়িয়ে তোমার মৃত্যু উপত্যকায় আটকে গেছে পা!
যেদিকে দু'চোখ যায় কেবল নিদারুন শুভ্র তুষারের পাথুরে দেয়াল; যার কোন সীমানায় নেই তুমি, তোমার স্মৃতিচিহ্ন!
দূর আকাশের সীমানা ছাড়িয়ে তোমার পৃথিবীর খুব কাছাকাছি কোন এক সময়ে দিকভ্রান্ত হয়ে তোমাকে আর হল না ছোঁয়া!
দু'চোখে যা ভেসে বেড়ায় পথ থেকে পথের প্রান্তরে তাকে বলা যেতে পারে ধু ধু মরুভূমি, উত্তাল সমুদ্র কিংবা শূণ্যতার উপসংহার!
পুরনো কোন মিথের মতন ঘন কুয়াশায় বারংবার নত মস্তকে তোমার অপেক্ষায় ফিরে আসে সময়!
সেই সময়ের অনন্ত পথজুড়ে কেবল পুড়ে যাওয়ার গল্প, ছেড়ে যাওয়ার উপাখ্যান আর হিমালয়ের মতন দীর্ঘশ্বাস; যা কখনও দেখেনি তোমার চোখ!
দূর পাহাড়ের দেশ ছাড়িয়ে তোমার মৃত্যু উপত্যকায় আটকে গেছে রথ; আমাদের আর দেখা হলো না, হলোনা কোন কথা!
আমাদের আর জানা হলোনা সময়ের মুখোমুখি স্তব্ধ কাতর চোখের কথা,
বুঝা গেলনা তোমাকে আমাকে!
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: "তুমি ভবিষ্যতে কি হবে তা নির্ভর করছে, তুমি কোন ধরনের বই পড় তার উপর" - আর্নেস্ট হেমিংওয়ে