![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ থেমে গেলে আর চলতে ইচ্ছে করেনা,
বলতে ইচ্ছে করেনা কোন কথা।
শব্দের মিছিল থামিয়ে দিয়ে ফের
দিগ্বিদিক শূণ্য, নিস্তব্ধ, অন্ধকার ।
হঠাৎ জমে গেলে আর দেখতে ইচ্ছে করেনা
ডাহুকের করুণ সুর খেই হারানো
পুরাণের কোন গভীর খাদে
তলিয়ে যেতে যেতে
মেঘের মতন ভাসতে ভাসতে
ধুপ করে ভেঙে গেলে খেলাঘর;
আর গড়তে ইচ্ছে করেনা।
ইচ্ছে করেনা অনেক কিছুই
মোমের মতন গলতে থাকা রাত,
ডিপ্রেশনের রোজ কড়া ডোজ,
নিরামিষ মলিন সুখী জীবন,
নিজেকে কিংবা ভুল সময়!
তবুও বাঁচতে হয় -
খানিকটা মায়ায় কিংবা
ভালো থাকার আসক্তিতে হঠাৎ
ভুলে গেলে আর মনে পড়ে না
ফেলে আসা পথ!
২| ১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৫
ভ্রমরের ডানা বলেছেন: ভাল লেখেছেন।
৩| ১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
৪| ১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৭
নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় লেখনশৈলী
৫| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০১
আহমেদ জী এস বলেছেন: আরিয়ান আরাফ,
এমনটাই হয় , হঠাৎ থেমে গেলে আর চলতে ইচ্ছে করেনা।
শুরু থেকে কবিতার মধ্যভাগ পর্যন্ত ভালো ছিলো তারপরে কেমন যেন মিইয়ে গেছে।
"হঠাৎ জমে গেলে আর দেখতে ইচ্ছে করেনা
ডাহুকের করুণ সুরে খৈ হারানো
পুরাণের কোন গভীর খাদে
তলিয়ে যেতে যেতে"
আপনার কবিতার উল্লেখিত লাইনে বোল্ড করা শব্দটি কি ঠাইপো? খৈ নাকি "খেই" হবে, নাকি "থৈ" হবে ?
১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৯
আরিয়ান আরাফ বলেছেন: লেখাটা এইভাবে শুরু হয়ে শেষ হবে আমিও সেটা বুঝতে পারিনি। প্রথম লাইন মাথায় ঘুরতেছিল, এরপর নিজের মতন করে শেষ হয়ে গেছে।
খৈ শব্দটা নিয়ে আমি একটু কনফিউজড ছিলাম । ধন্যবাদ সংশোধনের জন্য
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪০
আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর...