![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রূক্ষতার মরুদ্যান থেকে সময়ে
তোমার হৃদয়ে আসেনি কোন বসন্ত;
শরীর অবসাদের আগুনে পুড়ে ছারখার ,
মানচিত্রে নেই কোন ক্ষতচিহ্ন-
ক্ষত বয়ে বেড়াবার যন্ত্রণা!
তোমার চোখ যেন নুয়ে পড়েছে
বিষাদের ভারে!
তোমাকে দেখে বলছি না-
তোমার চোখ বলছে, তোমার
মৌন নীরবতা নিপুণ হাতে আঁকছে
তোমার নিঠর শরীর, স্থির মানচিত্র!
তোমার হৃদয়ে বসন্ত আসেনি কখনও
যার জন্য নিজেকে ভেঙেচুরে হয়ে যাবে রঙ,
প্রেয়সীর ঠোট হতে বিশাল সমুদ্দুর!
ভাঙো পুরোনো ঘর, সাজাও নতুন করে,
খুলে দাও অন্দরের দ্বার-
ফিনিক্সের ডানায় উড়ে যাক অবসাদ,
বৃষ্টিতে ভিজতে ভিজতে ঝড়ে যাক কান্না,
বজ্রপাতে চাপা পড়ুক আর্তনাদ ;
কাল যে সূর্যোদয় পৃথিবী ছোবে -
তার আলোয় বসন্ত ফিরে আসুক আবার-
চোখে থাক...
চেনা, স্নিগ্ধ হাসিমুখ!
২| ০১ লা মার্চ, ২০২০ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০২০ রাত ৮:৫২
নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক লেখনী ।