![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবশেষে যদি কিছু পড়ে থাকে
অবশেষ, কিছু উচ্ছিষ্ট;
রাতের মতন হারিয়ে যাক অগোচরে
শ্বাশত ভোরের আলোয় চাপা পড়ুক বিষাদ।
যদি থেমে যায় শেষ রাতের ঘরে ফেরার ট্রেন
যদি নেমে আসে শীত শরীরে, চোখে অন্ধকার
কুয়াশার আড়ালে যত মিছে মায়া, ঠুনকো অভিমান
তার থেকে আরও বহুদূর তোমার আমার সীমানায়-
ভেঙে দিতে পারো কাটাতার?
অবেলায় তীরে ফিরে যাবে প্রাক্তন?
ফেলে আসা ভুলে ভরা দিন সময়ের বিপরীতে
ফের কি দেখা হবে কোন এক শ্রাবণে?
এহেন প্রশ্নের বিভাজনে
চেনা প্লাটফর্ম ছেয়ে পরিচিত হাসিমুখ
ফেলে হটাৎ ঘুম ভাঙে চারকোণা অন্ধকার ঘরে!
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২১
নার্গিস জামান বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৭
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।