![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধোঁয়ায় ধোঁয়ায় মেঘের পাহাড়,
তাকিয়ে দেখি অথৈ পাথার !
থেমে তো নেই, যাচ্ছে উড়ে বহুদূরে,
এ চোখ ছেড়ে অন্য নীড়ে!
বৃষ্টি নামে হঠাৎ কোথাও
কি ভেবে কি থমকে দাঁড়ায়!
ট্র্যাফিক জ্যাম কি ?
না রেড সিগন্যাল?
ওসব কি আর বলতে আছে
গোপনে কেউ-
ছাদের কোণে একলা ভিজে।
ছড়ায় কেবল মৃত শব্দের আহাজারি,
তোমার মতন-
এই শহরে আকাশ কেন হল চুরি?
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:২২
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।