![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপেক্ষা মরীচিকা ছেয়ে আসা জল,
দীর্ঘশ্বাসে উবে যাওয়া অনুভূতির দল।
ট্রাফিকের লাল বাতি থেকে আরো দূরে
গন্তব্যের ঠিকানা, ঘড়ির কাটা থেমে গেছে
সময়ের বিড়ম্বনায়,
অজানা কোন এক অপূর্ণতায়!
অপেক্ষা জমে থাকা প্রশ্নের স্তুপ
একে একে আওড়ে চলা সমীকরণে
উত্তর থেকে উত্তরণের পথ;
থমকে আছে ঘড়ির কাটা, উত্তর কিংবা উত্তরণ!
এই ভাবতে ভাবতে একটা গান মাইগ্রেন
একটা সুর সুইয়ের মতন ঢুকে
খুঁজতে থাকে যন্ত্রণা
গুনগুন বাতাসের তালে
হতে পারতো এর শেষ, বিলম্বিত
ঘড়ির কাটায় সবশেষে কাংখিত গন্তব্য!
আদতে, শেষ বলে কিছু নেই এখানে
নেই কোন গন্তব্য!
০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:২২
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮
রাজীব নুর বলেছেন: চমৎকার।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৬
নার্গিস জামান বলেছেন: সুন্দর