![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপ্লবীর বেশ ধরে স্লোগান করতে চেয়েছিলাম রাজপথে,
রক্তে তখন প্রতিশোধের বারুদ ;
চিৎকার করে চেয়েছিলাম আত্মার স্বাধীনতা,
তুমি শুনোনি,
মিলল না স্বাধীনতা !
কয়েদী করে দিলে চিরতরে
'বিপ্লবী' হওয়া স্বপ্নই রয়ে গেল !
৩৫ বছর কেটে গেল নিমিষেই ;
আলো খুঁজতে গিয়ে চোখে ছানি পড়ল
তবু মুক্তির দেখা পেলাম না,
স্বাধীন রাষ্ট্রে স্বাধীনতার স্বাদ পেলাম না !
অথচ,
আমি বিপ্লবী হতে চেয়েছিলাম,
কথার থেকে মনের স্বাধীনতা চেয়েছিলাম,
এতকাল ধরে পচে মরার চেয়ে,
স্বাধীনভাবে একটি দিন বাঁচতে চেয়েছিলাম !!
২| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৬
ভ্রমরের ডানা বলেছেন: দারুণ কবিতা!
৩| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল লিখেছেন।
৪| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩১
রুদ্র জাহেদ বলেছেন: এতকাল ধরে পচে মরার চেয়ে,
স্বাধীনভাবে একটি দিন বাঁচতে চেয়েছিলাম !!
ভালোই লিখেছেন
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫
বিজন রয় বলেছেন: বিপ্লবী কবিতা।
++++