![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ঠিক উড়ে যাবো ঐ নীল আকাশের বুকে
অসীম শূণ্যতার মাঝে মানুষ নামের খোলস ছেড়ে হবো শঙ্খচিল
সেখানে কোন বারণ থাকবে না ,
একঘেয়ে দুপুর থাকবে না ,
বিষণ্ণ বিকেল থাকবে না,
নির্ঘুম রাত্রি থাকবে না,
মন খারাপের কোন কারণ থাকবে না !
একদিন ঠিক উড়ে যাবো ওপাড়ে সব মায়া ছিন্ন করে
সেখানে শুধু আমি থাকবো আদি হতে অন্তে
তুমি নামের শব্দ থাকবে না,
প্রেমের কোন পদ্য থাকবে না,
হাসি কান্নার ছন্দ থাকবে না ,
'ভাল্লগেনা'র বাক্য থাকবে না !
একদিন ঠিক হারিয়ে যাবো দূর অজানায়
মিশে যাবো গোধুলীর ঐ লাল রাঙানো সূর্যাস্তে,
সেখানে কোন কোলাহল থাকবে না,
প্রেমিক যুগলের ভিড় থাকবে না,
চুম্বনরত কোন দৃশ্য থাকবে না,
শুধু মৌনতা আর মৌনতা
মানুষ নামের কোন জীব থাকবে না !
২| ১২ ই মার্চ, ২০১৬ ভোর ৪:২০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাবনাটা ভাল।
ভবিষ্যতে নিশ্চয়ই আরো ভাল লেখা পাব।
ভাল থাকবেন।
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৪
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ ।
৩| ১২ ই মার্চ, ২০১৬ ভোর ৪:২৭
ইশতিয়াক ফাহাদ বলেছেন: অসাধারণ
৪| ১২ ই মার্চ, ২০১৬ ভোর ৪:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৫
আরিয়ান আরাফ বলেছেন: শুভ কামনা
৫| ১২ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৩৩
আরাফআহনাফ বলেছেন:
ভাল লাগলো। ধন্যবাদ।
ভাল থাকবেন।
http://m.somewhereinblog.net/mobile/blog/colctg/30114279
৬| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর করে লিখেছেন যে বার বার করে পড়তেই ইচ্ছে করে ---- অসাধারণ একটি কবিতা উপহার দিয়েছেন ---
৭| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০
রায়ান কামাল বলেছেন: দ্যা মাস্টারপিস। বেশ ভাল লিখা !!
১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪০
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা
৮| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৫
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ সুখপাঠ্য
+++
এইটা বেশি ভাল্লাগছে
১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬ রাত ২:৩৬
রিপি বলেছেন: একদিন ঠিক উড়ে যাবো ওপাড়ে সব মায়া ছিন্ন করে

সেখানে শুধু আমি থাকবো আদি হতে অন্তে
তুমি নামের শব্দ থাকবে না,
প্রেমের কোন পদ্য থাকবে না,
হাসি কান্নার ছন্দ থাকবে না ,
'ভাল্লগেনা'র বাক্য থাকবে না !