![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নগরের ব্যস্ততাকে আজকাল হিংসে হয় আমার
হিংসে হয় তার অবয়ব,ব্যবহারে
নিষ্ঠুরতা কি, আমি শিখেছি তার কাছ থেকে
শিখেছি কেমন করে পিষিয়ে দিতে হয় অনুভূতিকে!
আবার এই নগরের বুক চিড়ে সাঁ সাঁ করে ছুটে চলা
যানের কলতান আর বাতাসকে পেয়েছি আপন করে
ব্যস্ত শহরের গিনিপিগদের চেয়ে;
তারা ঢের ভাল!
আমার ভেতরের হাসি কান্নাগুলো তারা বুঝে যায়
কি এক অদ্ভুত অবলীলায়
অথচ পাশে থাকা গিনিপিগটাই বুঝে না
মুখে শুকনো হাসি দেখে ভাবে
ওর মতন যদি আমি সুখি হতে পারতাম!
চেনে না হাসির ভেদ,
নিবে যাওয়া ভিতরের অজস্র স্বর ,
শুনেনা দীর্ঘশ্বাসের করুণ শব্দ
দেখে না বয়ে চলা কান্নার ফোয়ারা!
আজকাল বড্ড হিংসে লাগে নগরীর ব্যস্ততাকে
তিক্ত লাগে নিজের পাচিলে লেগে থাকা প্রতিটি মূহুর্ত!!
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ।
পাশে থাকবেন
২| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগেলা। ধন্যবাদ
৩| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫
বিজন রয় বলেছেন: মনের ভিতরের সব আকুতি আর হতাশা নাগরিকে ধরা পড়েছে।
আপনার লেখার আর কি বলবো, ছন্দ পাই সবসময়।
+++
১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৬
আরিয়ান আরাফ বলেছেন: এমন করে বললে লেখায় বল পাই ।
পাশে থাকবেন ।
৪| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪২
রুদ্র জাহেদ বলেছেন: শিখেছি কেমন করে পিষিয়ে দিতে হয় অনুভূতিকে!
ব্যস্ত নাগরিক জীবনের নগর অভিমানী কাব্য।দারুণ
১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৯
মিজানুর রহমান মিরান বলেছেন: বড্ড কষ্টও হয় নগরীর এই ব্যস্ততা, ইচ্ছে হয় ছুঁড়ে ফেলি সব ব্যস্ততা, ইচ্ছে হয় নিস্তব্ধতায় ডুবে থাকতে।
কবিতায় অন্তহীন ভালো লাগা। +++