![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহিদমিনারের ইট কংক্রিটদের যদি ভাষা থাকতো
যদি তারা কথা বলতে পারতো সে ভাষায়,
যে ভাষার মুল্য রক্ত আর জীবন
তবে বেশ হতো !
নতুন করে প্রতিবাদের স্বর শোনা যেত
চিৎকার করে বলতো, "তোরা সব দূর হয়ে যা
চাইনে তোদের রঙ, লেগে থাকা ধুলোয়
জলের ঢল, ব্রাশের তীব্র আঁচড় !
চাইনে ফুল আর লোক দেখানো বিনম্র শ্রদ্ধার আস্ফালন !"
শহিদমিনার যদি কথা বলতে জানতো,
বলে দিত কিভাবে জুতার পেষনে পিষতে হয় হৃদয়
হেটে যেতে হয় লাশের উপরে,
রক্তে আগুন জ্বালাতে হয় সিগারেট আর গাজায় !
ভাগ্যিস জানে না !
শহিদমিনারের যদি প্রাণ থাকতো
বলে দিত একটা অক্ষরের দাম কতটুকু
কতটা কান্না ঝড়েছিল সেদিন এই প্রান্তরে
আজ যেখানে দাঁড়িয়ে তুমি কুলষিত করছো !
বুঝিয়ে দিত শুধু একটি মাত্র দিনের জন্যে কেন তাকে
বরণ ডালার সব সাঁজ দিয়ে সাজানো হয় !
কেন অবহেলায় তিনশ' চৌষট্টি দিন সে হারিয়ে যায় !
ভাগ্যিস তার প্রাণ নেই !
পাঁচ স্তম্ভের বুকে টকটকে লাল রক্ত নিয়ে দাঁড়িয়ে থাকে
অবিচল, কিছু বলে না, বলতে পারে না !
(বিঃ দ্রঃ কবিতাটি এইবারের ২১শে ফ্রেব্রুয়ারীতে লেখা । হারিয়ে ফেলার ভয়ে রেখে দিলাম স্বযত্নে )
২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩০
মিজানুর রহমান মিরান বলেছেন: অনেক সুন্দর ২১এর কবিতা...
১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৫
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
৩| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৭
বিজন রয় বলেছেন: কবিতাটি এইবারের ২১শে ফ্রেব্রুয়ারীতে লেখা । হারিয়ে ফেলার ভয়ে রেখে দিলাম স্বযত্নে ।
ভাল কাজ করেছেন।
আমরাও পড়তে পারলাম।
++++
৪| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভাল লাগলো। ধন্যবাদ
১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৬
আরিয়ান আরাফ বলেছেন: আপনাকে স্বাগতম
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৪
সোজোন বাদিয়া বলেছেন: ভালো বিষয়বস্তু নির্বাচনের জন্য শ্রদ্ধা। আরও জোরালো বক্তব্য এবং দিক নির্দেশনা চাই।