![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যজ্ঞের ধন,
তুমি আড়াল ছিলে, সেই তো ভাল ছিল
মর্ত্যে কেন পা বাড়ালে ?
তোমায় ছুঁতে হাত বাড়ালাম, কয়েক কদম
পা বাড়িয়ে এগিয়ে গেলাম
সবশেষে হায় তোমায় পেলাম, আলতো করে ছুয়েও দিলাম
কি হারালাম কি হারালাম , তোমায় ছুঁতে
সুখগুলো সব মিইয়ে গেল হাওয়ার সাথে
পলক ফেলে এক নিমিষে
বাঁধন নামের কাতান সুতা, ছিঁড়ে গেল
খুব সহজে তোমায় মিশে !
তোমায় ছুঁয়ে কি পেলাম হায় কি হারালাম
সময় ভুলে শুণ্য অংক কষে ?
যজ্ঞের ধন,
তুমি আড়াল ছিলে সেই তো ভাল ছিল
আমায় কেন ছুঁতে দিলে
২| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতা ভালো লাগলো। তবে যজ্ঞের ধন হবে, নাকি যক্ষের ধন হবে? দুটো শব্দের অর্থ কিন্তু আলাদা।
১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
আরিয়ান আরাফ বলেছেন: এখানে যজ্ঞের ধন ই হবে ।
ধন্যবাদ
৩| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
মুসাফির নামা বলেছেন: তুমি আড়াল ছিলে সেই তো ভাল ছিল
আমায় কেন ছুঁতে দিলে
++
৪| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
মিজানুর রহমান মিরান বলেছেন: আড়াল থেকে বের হয়েই তো সমস্যায় ফেলে!
অন্তহীন ভালোলাগা কবিতায়।
৫| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৩
বিজন রয় বলেছেন: তুমি আড়াল ছিলে সেই তো ভাল ছিল
আমায় কেন ছুঁতে দিলে ।
ছুঁয়ে দিলেই নষ্ট হওয়ার ভয় থাকে।
১৩ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৬
আরিয়ান আরাফ বলেছেন: একদম !
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৯
রুদ্র জাহেদ বলেছেন: তুমি আড়াল ছিলে সেই তো ভাল ছিল
আমায় কেন ছুঁতে দিলে
চমৎকার কবিতা
+++