![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় কি বলে ডাকবো এখন ?
নীরা ? নাকি অন্যকিছু ?
টুনটুনি নামটা কি আজো বেঁচে আছে ?
বাবুই নামের সেই ছেলেটি কি আজো ঘুরে বেড়ায়
তোমার মন্দিরের চারপাশ ?
নাকি নিরুদ্দেশ ?
গোধূলির শেষলগ্নে হাতটি ধরে
চোখে বৃষ্টির ফোয়ারা এনে বলেছিলে
ছেড়ে যাবে নাতো কক্ষনো আমায় ?
সেই তুমিই ছেড়েছো আমায়, ঘর করছো
পুরোদ্দম ! অন্য নীড়ে !
আমি বলেছিলাম কক্ষনো না , কোনদিন না
সেই আমিই তোমায় ভুলতে বসেছি ! ছুটে চলছি
অবিরাম ! জীবনের টানে !
যেদিন তোমার ঠোটে ঠোট ডুবিয়ে
হারিয়ে ছিলাম জীবনের মানে, বলেছিলাম
এমনি করে হারিয়ে যেতে দেবে রোজ ?
খুঁজে নিতে প্রাণ হাজার বছর ধরে ?
সেই আমি এখন ঠোটে বিষ নিয়ে খেলে যাই
খুঁজে ফিরি নতুন ঠিকানা !
তুমি কিছু বলোনি , বলতে পারোনি লজ্জায়
অধোমুখে শুধু মাথা নেড়েছিলে
এখন তোমার ঠোটের মধু হরণ করে নতুন মালী
পুরোনো মালী কেবলই অতীত !
অতঃপর,
টুনটুনি কবে যেন সারস হয়ে গেল
নতুন জোড়ায় আশ্রয় ছেড়ে পরবাসী হল
শুনেছি তার নতুন অতিথি হয়েছে আর
বাবুই টা আজ চড়ুই হয়ে গেছে
কুড়ে ঘর ছেড়ে অট্টালিকায় উঠেছে
শুনেছি মা নাকি তার জোড়া খুঁজে চলেছে !
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৩
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ পাশে থেকে উৎসাহ দেয়ার জন্য
২| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৯
রুদ্র জাহেদ বলেছেন: বাস্তবটা এরকম নির্মমই হয় অনেক সময়।তবুও বেঁচে থাকা দারুণ ব্যাপার।ভালো লেগেছে
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৭
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
৩| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:২০
রুদ্র জাহেদ বলেছেন: কবিতা দুবার এসেছে মনে হয়
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৬
আরিয়ান আরাফ বলেছেন: দুঃখিত আমি খেয়াল করিনি
৪| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:২১
বিজন রয় বলেছেন: দুবার হয়েছে কবিতা, ঠিক করে দিন।
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৭
আরিয়ান আরাফ বলেছেন: দুঃখিত আমি খেয়াল করিনি
৫| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: এই ভেবে আমর হৃদয় আজও করে ঘূন ঘূন
এই জনমে কি আর পাবো তারে।
তার আকাশ আজ ভিন্ন জনের তরে.
আসার সম্ভবনা ছিল, কিন্তু টুনটুনি কি বুঝে
যে সে চলে গেল ,এখনও তা নাহি জানা গেল।
ভাল লিখেছেন। ধন্যবাদ
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪০
আরিয়ান আরাফ বলেছেন: আপনার লেখাটও চমৎকার ছিল ।
ধন্যবাদ
৬| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: পড়েছেন?
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:২৩
আরিয়ান আরাফ বলেছেন: হ্যা, কমেন্টে যতটুকু দিয়েছেন ।
৭| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩৩
মুসাফির নামা বলেছেন: ভাল লাগল।শুভকামনা রইল।
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৮
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
৮| ১৪ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৩৩
মিজানুর রহমান মিরান বলেছেন: নতুন ঠিকানার সন্ধান যেন তাড়াতাড়ি পেয়ে যান। শুভকামনা রইলো।
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫০
আরিয়ান আরাফ বলেছেন: বাবুয়ের দরকার, আমার আপাতত নেই
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৮
বিজন রয় বলেছেন: টুনটুনি ও বাবুই থাকুক।
এ দুটোই মিষ্টি।
পুরো কবিতাটাই যেন একটি গল্প।
অসাম।
++++