![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় মৃণ্ময়ী,
পত্রে তোমার নাম ছিল না
নতুন করে 'সুখ' নামের ঘর বেঁধেছ;
তারও কোন রব ছিল না ।
ছিল শুধু 'ভুল' শব্দের কথার মালা,
আমায় ঘিরে বিড়ম্বনার আনাগোনা !
পত্রে তোমার নালিশ ছাড়া কেউ ছিল না !
ভালো আছ বোধ হয় । এতদিন পর তোমায় লিখতে ইচ্ছে হল , রোজ যেমন লিখতাম আগে । কিছু প্রশ্নেরা ক্ষোভ করেছে , উত্তর চায় । তাদের জবাব দিবে আশা করি ।
ভুল কি শুধুই আমার ছিল ?
স্বপ্ন বুনার কাজটা আমায় কে সেধেছে ?
চোখ বেঁধে মোর অগাধ জলে কে ফেলেছে ?
পৌষের সেই উষ্ণতা কি আমি একাই ভোগ করেছি ?
ঠোঁটের ভাজে ঠোট ডুবিয়ে তুমি কিছুই নাওনি বুঝি ?
সুখ সাড়িকে ধরতে হঠাত কে পালাল ?
ভালোবাসার অর্থটা কি ঠিক জানো তো ?
পরিশেষে সুখে থেকো । বিত্তের প্রাচীর তোমায় আগলে রাখুক ।
ইতি
'ভুল'
২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৭
আরিয়ান আরাফ বলেছেন: সবই ভুল
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
শাহরিয়ার কবীর বলেছেন: ছিল শুধু 'ভুল' শব্দের কথার মালা,
আমায় ঘিরে বিড়ম্বনার আনাগোনা !
জীবন টা বস “ভূল” বানানের ভুল সমীকরণ।