![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আবার মুক্ত হবো
গাঁও গেরামের মেঠো পথে,
নাইতে ফিরতে গুড়িয়ে যাবো ।
পথের মাঝে ভীষণ রোদে,
বটের ছায়ায় তৃপ্ত হবো ।
মাঠের মাঝে কাজের ফাঁকে,
গাঙের জলে শান্ত হবো ।
আমি আবার হারিয়ে যাবো,
দিন শেষে রোজ সূর্যাস্তে,
বাড়ীর পথে রওনা হবো ।
সন্ধ্যে বেলায় নাইয়ে এসে,
গা জুড়িয়ে শান্ত হবো ।
মাটির ঘরের কুপির আলোয়,
গরম ভাতে পেট ভরাবো ।
দ্বিপ নিবিয়ে শীতল পাটিই,
গা এলিয়ে শ্রান্ত হবো ।
আমি আবার মুক্ত হবো,
গাঁয়ের হাওয়ায় গাঁয়ের মায়ায়,
জোয়ান থেকে বৃদ্ধ হবো ।
দিন ফুরিয়ে কাল হারিয়ে
এই মাটিতেই লুটিয়ে যাবো ।
২| ১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
বিজন রয় বলেছেন: সুন্দর +++
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
নুর আমিন লেবু বলেছেন: সুন্দর হয়েছে, ভাল লাগল।