![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিকেলের অবসাদ বেচে দিব একাকিত্বের হাটে,
বেচে দিব মৃদু হাওয়াদের যত গান,
গোধুলির লাল সূর্যটা শুধু চাইবো;
চাইবো সে রক্তিম আকাশ-
সাথে খানিকটা সময়
দেবে আমায়?
সকালের সেই স্নিগ্ধ হাসি,
বিকেলে ঘরে ফেরার যত ক্লান্তি,
আমি যতন করবো তাদের,
মলিন হতে দিব না হাসিটাকে,
ক্লান্তিটাকে করবো সজীবতা-
দেবে আমায়?
তোমার সেই ভেজা চুল
জামার পিছনের খানিকটা ভেজা অংশ,
চোখে হালকা কাজল,
সজ্জা ছাড়া লাল গোলাপী ঠোট!
দেবে আমায়?
আমি আগলে রাখবো তাদের
কক্ষণো হারাবে না,
দেবে আমায় তোমার সবটা চিরতরে
আমি ভালোবাসবো
সত্যি বলছি, আমি ভালোবাসবো-
জনম জন্মান্তরে।
১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪২
আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভালো থাকুক
২| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৭
এম.. মাহমুদ বলেছেন: অসাধারণ।
৩| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৪
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
৪| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৮
বিজন রয় বলেছেন: একটি স্নিগ্ধ কবিতা।
অনেক ভাল লাগল।
+++
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
তোমার সেই ভেজা চুল
জামার পিছনের খানিকটা ভেজা অংশ,
চোখে হালকা কাজল,
সজ্জা ছাড়া লাল গোলাপী ঠোট!
দেবে আমায়?
তাহার হৃদয় খানি দিবে দিবে
হে কবি আপনারি তরে
দু নয়নে নয়নে পলকে পড়িবে তাহার।
যাবে নাবো দূরে রাখিয়অ
আগলে রাখিবে যতন করে।
ভাল লাগা রেখে গেলাম। ধন্যবাদ