![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আবার নীরার সাথে দেখা,
হাসিমাখা মায়াবী নীরা !
পাঁচ বছর আগে ভালবাসি বলে-
লজ্জায় লাল হয়ে চলে যাওয়া নীরা।
আগের মতই কথার ভাজ, হাসি, চাহনি
শুধু মেয়ে থেকে নারী হয়েছে এই যা!
ক্যাফেতে চা খাচ্ছিলাম, সাথে একাকীত্ব ;
হঠাত কে যেন নাম ধরে ডেকে উঠলো !
তাকিয়ে দেখি নীরা, হাসিমাখা মায়াবী নীরা!
বিস্ময়ে স্তব্ধ চোখে তাকিয়ে আছি তার দিকে ।
কিছু না বলে ও সামনের চেয়ারটায় বসল ;
'কেমন আছেন?'
উত্তরের অপেক্ষা না করে বলতে লাগলো,
"চা এরা অসাধণ বানায়, সাথে সমুচা,
বিকেলে না এলে যেন দিনটাই অপুর্ণ থেকে যায় ;
তাই আসি এখানে ।
আপনি এখানে? "
আমি মুগ্ধ দৃষ্টিতে ওকে দেখছিলাম -
প্রশ্নে সম্বিত পেয়ে বললাম, "এদের চা
না পেলে আমারো দিন কাটে না!
কেমন আছো তুমি?
কি করছো এখন?
বিয়ে করেছ? নাকি প্রেম ই চলছে?"
এক সাথে এত প্রশ্নে ও শুধু হাসলো,
সেই ভুবন জড়ানো হাসি, শুধু বলল,
"কিছুই হয়নি,না কিছুই করছি
শুধু অপেক্ষা করছি উত্তরের!! "
১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৫
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
২| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৭
অন্তহীন রাকিব বলেছেন: ভালো লাগলো
১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৯
আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভালো থাকুক
৩| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৪
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বাহ সুন্দর
৪| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৫
অন্তহীন রাকিব বলেছেন: দোয়া দিলেন মুনে হয় ভাই
৫| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো। শেষটা বেশি সুন্দর। অবাকিত পাঠ।
১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৩
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
৬| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: আপনার চা খাওয়া টা আমরাও দেখেছি কিন্তু বিরক্ত করিনি।
"কিছুই হয়নি,না কিছুই করছি
শুধু অপেক্ষা করছি উত্তরের!!
দিবে দিবে উত্তর দিবে.......................
১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৪
আরিয়ান আরাফ বলেছেন:
৭| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৩
বিজন রয় বলেছেন: "কিছুই হয়নি,না কিছুই করছি
শুধু অপেক্ষা করছি উত্তরের!!
শেষ উত্তর।
++++
১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৪
আরিয়ান আরাফ বলেছেন:
৮| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৩:১০
রায়ান কামাল বলেছেন: অনবদ্য
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৩
অগ্নি কল্লোল বলেছেন: খুব ভাল।