![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিয়তি,
খেলে যাচ্ছে রোজ জীবনের সাথে,
নদীর ঢেউয়ের মতন,
দুলছে তো দুলছেই;
থেমে যাওয়ার কোন নাম নেই,
পাওয়া না পাওয়ার হিসেব কষার
ক্ষণ নেই, দাম নেই !
নিয়তি,
গ্রাস করছে রোজ সযতনে-
গহীনে জেগে উঠা স্বপ্নগুলো,
বেঁচে থাকার আশাগুলো !
কিছু করার নেই, কিছুই কি করার নেই ?
দাউ দাউ করে আগুন জ্বলে ভিতরে
পুড়ে খাক হয়ে যায় সব
শুধু, প্রাচীরটাই রয়ে যায় ঠিক আগের মতন !
নিয়তি,
খুন করে চলেছে রোজ ছুটে চলার নামে,
বাতাসে লাশের গন্ধ,
মাটিতে রক্তে মাখামখি,
নেড়ি কুকুরদের ক্ষুধার আর্তনাদ
আর মাছিদের ভনভনে মুখরিত
হৃদয়ের আঙিনা !
সেখানে মৃত, পচে গলে যাওয়া
কঙ্কাল ছাড়া কিছু নেই ,
শেষ ! সব শেষ !
নিয়তি,
আজ একটি ঝলসানো আগুনের নাম,
মৃত আত্মার কঙ্কালের নাম,
মানব সভ্যতার সবথেকে বড় খুনীর নাম
ঈশ্বরের খেলার নড়েনকাঠির নাম !
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৮
শেয়াল বলেছেন: DaruNs!!